West Bengal News Highlights: বীরভূমে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যুমিছিলে হাহাকার, আরও বাড়তে পারে মৃতের সংখ্যা

West Bengal News Updates 12 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 12 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
actor passed away

News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News updates: বীরভূমের পাথর খাদানে ধস। পাথর চাপা পড়ে ৫ জন শ্রমিকের মৃত্যু। আহত হয়েছে আরও এক জন। নলহাটির বাহাদুরপুরের পাথর খাদানে ভয়বহ ধসের ঘটনা। জানা গিয়েছে দুপুর ২টো থেকে ২.৩০ টা নাগাদ  এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় ১২ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। মৃত ও আহতদের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

Advertisment

স্কুল সার্ভিস কমিশন বা SSC-এর বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে আরও এক চাকরিপ্রার্থীর করা আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার মামলার শুনানিতে এসএসসি-র এক চাকরিপ্রার্থী বিকাশ পাত্রের আবেদন খারিজ করে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি আরাধের জানায়, "আপনি অযোগ্য। সুতরাং আমাদের কিছু করার নেই।" উল্লেখ্য এদিন মামলার শুনানির সময় এসএসসি-র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান গত ৭ সেপ্টেম্বরের এসএসসি-র শিক্ষক নিয়োগের পরীক্ষা মসৃণভাবেই সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ভর সন্ধেয় কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের গুলশন কলোনিতে ফের তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে দুষ্কৃতীরা বন্দুক হাতে চড়াও হয়েছে এলাকায়। এলাকায় গুলি চালানো হয় বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনার তদন্ত নেমে এখনও পর্যন্ত তিন দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং গুলি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর মিলেছে।

Advertisment

আরও পড়ুন- JU student mysterious death:ফের শিরোনামে যাদবপুর, বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যময় মৃত্যু! পুকুরে মিলল দেহ

গতকালের এই ঘটনায় মোট ৯ জন অভিযুক্ত রয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও গতকাল গুলি চালানোর ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি, তবে এলাকায় এখনও টানটান উত্তেজনায় রয়েছে। এন্টালি এবং নারকেলডাঙা থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্রের পাশাপাশি একটি পিস্তল এবং ৪ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। 

আরও পড়ুন- Kolkata weather Todyay:পুজোর মুখে আবহাওয়ায় ফের বিরাট বদল! আজ ভারী বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

অন্যদিকে, পুজোর মুখে ফের একবার কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। শুধু বৃষ্টিই নয়, এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে জেলায়-জেলায়। উত্তরবঙ্গের চার জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।

  • Sep 12, 2025 17:24 IST

    Kolkata News Live Updates: ছাত্রীর রহস্য মৃত্যুর প্রতিবাদে উত্তাল যাদবপুর

    ছাত্রীর রহস্য মৃত্যুর প্রতিবাদে উত্তাল যাদবপুর। নেশার বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের ঘোষণা ABBP-এর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর যাবদপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ABVP-এর।  



  • Sep 12, 2025 15:02 IST

    Kolkata News Live Updates: মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড় হয় ৪২ ছাত্রীর

    মুর্শিদাবাদের কান্দিতে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার ভিত্তিক পরীক্ষা শুরু হলেও প্রবল সমস্যায় পড়েছিলেন কান্দি রাজা মনীন্দ্র চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ৪২ জন ছাত্রী। তাঁদের এডুকেশন বিষয়টির নাম পরীক্ষার অ্যাডমিট কার্ডে নেই। এই নিয়েই তৈরি হয় ব্যাপক অনিশ্চয়তা। বিদ্যালয়ের পড়ুয়ারা অভিযোগ করেন, স্কুল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই বিষয়টি এমন হয়। পরীক্ষার আগের দিন বিষয়টি জানতে পেরে বেশ আতঙ্কিত হয়ে পড়েন পরীক্ষার্থীরা। পরে কান্দি থানার আইসি মৃণাল সিনহার গোচরে বিষয়টি আনেন ছাত্রীরা।

    বিস্তারিত পড়ুন- সেমিস্টার পরীক্ষার আগেই মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড় ৪২ ছাত্রীর, শেষমেশ যা হল...



  • Sep 12, 2025 12:24 IST

    Kolkata News Live Updates: জামিন খারিজ অয়ন শীলের

    পুর নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের জামিনের আর্জি খারিজ। 'এটা কোনও সাধারণ মামলা নয়, OMR শিটে কারচুপি করা হয়েছে।" অয়ন শীলের জামিনের আর্জি খারিজ করে মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতির।



  • Sep 12, 2025 12:16 IST

    Kolkata News Live Updates: কংগ্রেসকে নিশানা বিজেপির

    কংগ্রেসের 'ভোট অধিকার যাত্রার' সময়, ইন্ডিয়া জোটের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদীর মাকে 'নিয়ে ককথা' কান্ডে উত্তাল হয় রাজ্য রাজনীতি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নিশানায় মোদীর প্রয়াত মা। কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় একটি এআই ভিডিও শেয়ার করেছে, যার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। বিজেপি অভিযোগ করেছে যে কংগ্রেস প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর প্রয়াত মাকে ইচ্ছাকৃতভাবে বারে বারে টার্গেট করছে।

    বিস্তারিত পড়ুন- 'সমস্ত সীমা অতিক্রম করেছে...', মোদীর মায়ের AI ভিডিও নিয়ে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা; কংগ্রেসকে নিশানা বিজেপির



  • Sep 12, 2025 12:15 IST

    Kolkata News Live Updates: রেখা গুপ্তর সমালোচনায় মহুয়া

    এবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে একহাত তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রের। দুর্গাপুজোর মণ্ডপে মণ্ডপে দেবীমূর্তির পায়ের নিচে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রাখার নিদান দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এই বিষয়টি নিয়েই দিল্লির BJP শাসিত সরকারের মুখ্যমন্ত্রীর রেখা গুপ্তকে তুলোধোনা মহুয়ার।

    বিস্তারিত পড়ুন- Durga Puja 2025:'মা দুর্গার মূর্তির পায়ের নিচে প্রধানমন্ত্রীর ছবি রাখুন', দিল্লির মুখ্যমন্ত্রীর নিদানের সমালোচনায় মহুয়া



  • Sep 12, 2025 10:48 IST

    Kolkata News Live Updates:লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানেই মহামায়ার আরাধনা!

    গ্রামে আগে দুর্গাপুজো হত না। গ্রামের মহিলাদের পুজো দেখতে বা পুজো দিতে যেতে হত প্রায় ৪ কিলোমিটার দূর পাশের গ্রামে। তাই গ্রামের মহিলারা দুর্গাপুজোর আয়োজনে উদ্যোগী হয়। আর তাদের এই পুজোর আয়োজনে সাহস জোগায় রাজ্য সরকারের দেওয়া মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান। সেই অনুদান থেকেই গ্রামের মহিলারা চাঁদা দিয়ে শুরু করেন দুর্গাপুজো। ২০২৩ সালে প্রথম গ্রামের মহিলারা নিজেদের লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপ্ত অর্থ থেকে শুরু করেন দুর্গাপুজো। চলতি বছর সেই পুজো তৃতীয় বছরে পড়ল।

    বিস্তারিত পড়ুন- Durga Puja 2025: লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানেই মহামায়ার আরাধনা! মহিলাদের এই দুর্গাপুজো এবার পড়ল তিন বছরে



  • Sep 12, 2025 10:47 IST

    Kolkata News Live Updates:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যু

    ফের খবরের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার বিশ্ববিদ্যালয়ের ঝিল থেকে উদ্ধার ছাত্রীর দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজ্যের খ্যাতনামা এই শিক্ষা প্রতিষ্ঠানে। যারা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে থাকা ওই ছেলে গতকাল রাতে পড়ে গিয়েছিলেন তৃতীয় বর্ষের ওই ছাত্রী। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।

    বিস্তারিত পড়ুন- JU student mysterious death:ফের শিরোনামে যাদবপুর, বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যময় মৃত্যু! পুকুরে মিলল দেহ



  • Sep 12, 2025 10:44 IST

    Kolkata News Live Updates: আজ ভারী বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

    বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছেই রয়েছে একটি নিম্নচাপ। এই দুইয়ের জেরেই বঙ্গের আবহাওয়ায় ফের বড় বদল! দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার রাতের পর থেকেই আবহাওয়া বদলাতে শুরু করে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার ভোররাতে হালকা বৃষ্টি হয়েছে। পুজোর মুখে এই বৃষ্টি কি এবার আরও বাড়বে? কাজ কেমন থাকবে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া? এসবই জেনে নিন আজকের ওয়েদার আপডেটে।

    বিস্তারিত পড়ুন- Kolkata weather Todyay:পুজোর মুখে আবহাওয়ায় ফের বিরাট বদল! আজ ভারী বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে



partha chatterjee WB SSC Scam Bengali News Today bjp SIR