/indian-express-bangla/media/media_files/2025/08/19/baruipur-2025-08-19-13-55-21.jpg)
Baruipur News: বারুইপুর থানায় সেই বৃদ্ধা।
ছেলে-বউমার হাতেই নির্যাতনের শিকার বৃদ্ধা মহিলা। পারিবারিক বচসাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ ছেলে-বউমার বিরুদ্ধে। শেষমেশ ছেলে-বউমার হাত থেকে বাঁচতে পুলিশের দ্বারস্থ মহিলা। পুলিশ অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ইন্দ্রপালা এলাকার।
বারুইপুরের ইন্দ্রপালায় এক বৃদ্ধা মহিলা বিমলা দে অভিযোগ তুলেছেন, দীর্ঘদিন ধরেই তার বড় ছেলে স্বপন দে ও বউমা তার বিরুদ্ধে নানা ঘৃণ্য অত্যাচার চালাচ্ছেন। বৃদ্ধার অভিযোগ, একই পরিবারে থাকলেও তাঁকে ঠিকমতো খেতে দেন না তাঁরই ছেলে ও বউমা। উল্টে নানা অপমান সহ্য করতে হয় তাঁকে।
বিষয়টি নিয়ে প্রতিবেশীদের উপস্থিতিতে এক সালিশি সভা হয়েছিল। কিন্তু এতেও কোনও সমাধান হয়নি। বরং বৃদ্ধার উপর অত্যাচার আরও বাড়তে থাকে। সোমবার ঘটনাটি চরমে পৌঁছোয়।
বৃদ্ধার অভিযোগ, তাঁর ছেলে স্বপন দে ও তার স্ত্রী তাঁকে বেধড়ক মারধর করেছেন। এমনকি ঘুষি মেরে মায়ের 'গুণধর ছেলে' মায়ের মুখ ফাটিয়ে দিয়েছেন বলেও বৃদ্ধার অভিযোগ।
আরও পড়ুন- MBBS:রাজ্যে বন্ধ হয়ে গেল MBBS-এর ভর্তি, বেনজির সংকটের মুখে হাজার-হাজার ছাত্রছাত্রী
এই সময়, বৃদ্ধার ছোট ছেলে ঘটনাস্থলে এসে তাকে রক্ষা করতে গেলে তাকেও গুরুতর মারধরের শিকার হতে হয় বলে অভিযোগে উল্লেখ আছে। অবশেষে মঙ্গলবার বারুইপুর থানায় তিনি অভিযোগ দায়ের করেন। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।