Baruipur Incident: বচসার জের, বউকে সঙ্গে নিয়ে ঘুষিতে বৃদ্ধা মায়ের মুখ ফাটাল 'গুণধর' ছেলে!

Elderly mother assaulted: শেষমেশ পুলিশের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধা। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে।

Elderly mother assaulted: শেষমেশ পুলিশের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধা। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে।

author-image
Mina Mondal
New Update
Elderly mother assaulted,বৃদ্ধা মাকে মারধর, Son and daughter-in-law accused,	ছেলে ও বৌমার বিরুদ্ধে, Domestic violence case,গার্হস্থ্য নির্যাতন মামলা,Baruipur incident,বারুইপুর ঘটনা, Complaint filed at police station,থানায় অভিযোগ দায়ের,  Family dispute leads to violence,পারিবারিক বচসার কারণে হিংসা

Baruipur News: বারুইপুর থানায় সেই বৃদ্ধা।

ছেলে-বউমার হাতেই নির্যাতনের শিকার বৃদ্ধা মহিলা। পারিবারিক বচসাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ ছেলে-বউমার বিরুদ্ধে। শেষমেশ ছেলে-বউমার হাত থেকে বাঁচতে পুলিশের দ্বারস্থ মহিলা। পুলিশ অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ইন্দ্রপালা এলাকার।

Advertisment

বারুইপুরের ইন্দ্রপালায় এক বৃদ্ধা মহিলা বিমলা দে অভিযোগ তুলেছেন, দীর্ঘদিন ধরেই তার বড় ছেলে স্বপন দে ও বউমা তার বিরুদ্ধে নানা ঘৃণ্য অত্যাচার চালাচ্ছেন। বৃদ্ধার অভিযোগ,  একই পরিবারে থাকলেও তাঁকে ঠিকমতো খেতে দেন না তাঁরই ছেলে ও বউমা। উল্টে নানা অপমান সহ্য করতে হয় তাঁকে।

বিষয়টি নিয়ে প্রতিবেশীদের উপস্থিতিতে এক সালিশি সভা হয়েছিল। কিন্তু এতেও কোনও সমাধান হয়নি। বরং বৃদ্ধার উপর অত্যাচার আরও বাড়তে থাকে। সোমবার ঘটনাটি চরমে পৌঁছোয়।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates:টেট উত্তীর্ণদের বিক্ষোভে ধুন্ধুমার, ব্যাপক ধরপাকড়, টেনে-হিঁচড়ে আন্দোলনকারীদের সরাল পুলিশ

বৃদ্ধার অভিযোগ, তাঁর ছেলে স্বপন দে ও তার স্ত্রী তাঁকে বেধড়ক মারধর করেছেন। এমনকি ঘুষি মেরে মায়ের 'গুণধর ছেলে' মায়ের মুখ ফাটিয়ে দিয়েছেন বলেও বৃদ্ধার অভিযোগ।

আরও পড়ুন- MBBS:রাজ্যে বন্ধ হয়ে গেল MBBS-এর ভর্তি, বেনজির সংকটের মুখে হাজার-হাজার ছাত্রছাত্রী

এই সময়, বৃদ্ধার ছোট ছেলে ঘটনাস্থলে এসে তাকে রক্ষা করতে গেলে তাকেও গুরুতর মারধরের শিকার হতে হয় বলে অভিযোগে উল্লেখ আছে। অবশেষে মঙ্গলবার বারুইপুর থানায় তিনি অভিযোগ দায়ের করেন। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।

police Domestic Violence Baruipur