MBBS:রাজ্যে বন্ধ হয়ে গেল MBBS-এর ভর্তি, বেনজির সংকটের মুখে হাজার-হাজার ছাত্রছাত্রী

MBBS counselling suspended: নজিরবিহীন সংকটের মুখে এই রাজ্যের হাজার-হাজার মেডিক্যাল পড়তে চাওয়া পড়ুয়াদের ভবিষ্যৎ।

MBBS counselling suspended: নজিরবিহীন সংকটের মুখে এই রাজ্যের হাজার-হাজার মেডিক্যাল পড়তে চাওয়া পড়ুয়াদের ভবিষ্যৎ।

author-image
IE Bangla Web Desk
New Update
MBBS counselling suspended,এমবিবিএস কাউন্সেলিং স্থগিত, BDS admission on hold	বি.ডি.এস ভর্তি বন্ধ,Indefinite suspension,অনির্দিষ্টকালের জন্য স্থগিত, Over 11,000 students affected,	১১,০০০-এরও বেশি পড়ুয়া প্রভাবিত,  OBC legal deadlock,OBC আইনগত জট, High Court intervention,	হাইকোর্ট হস্তক্ষেপ, Department of Health notice,স্বাস্থ্য দপ্তরের নোটিশ,Student future uncertain,ছাত্রদের ভবিষ্যৎ অনিশ্চিত,  NEET UG counselling paused,NEET UG কাউন্সেলিং স্থগিত, Admissions timeline disrupted	ভর্তি সময়সূচি বিঘ্নিত

MBBS counselling suspended: বেনজির সংকটের মুখে হাজার-হাজার মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ।

ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চাওয়া ছাত্র-ছাত্রীদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা! OBC জটে আপাতত থমকে গেল রাজ্যের MBBS-এ ভর্তির প্রক্রিয়া। গতকালই একটি বিবৃত জারি করে ডেন্টাল (BDS)-সহ MBBS-এ ভর্তির প্রক্রিয়ার কাউন্সিলিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কথা জানিয়ে দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। আদালতে OBC সংক্রান্ত জটের এখনও পর্যন্ত ফয়সালা না হওয়ার জেরেই রাজ্যের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

Advertisment

ঘোর সংকটে ডাক্তারি পড়তে চাওয়া এই রাজ্যের হাজার-হাজার পড়ুয়াদের ভবিষ্যৎ। কিছুদিন আগেই রাজ্যে এমবিবিএস-এর কাউন্সিলিং প্রক্রিয়া পুরোদমে শুরু হয়ে গিয়েছিল।

রাজ্যে পাঁচ হাজারের বেশি এমবিবিএস এবং বিডিএস-এর আসন রয়েছে। ১১ হাজার পড়ুয়া পছন্দের ভিত্তিতে নাম দাখিলের জন্য বিবেচিত হয়েছেন। কিন্তু সপ্তাহ দেড়েক আগে শুরু হওয়া সেই কাউন্সিলিং প্রক্রিয়া এক নোটিশেই গেল থমকে।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: বছর ঘুরলেই বিধানসভা ভোট, দলের সাংগঠনিক ফাঁকফোকর মেরামতে তৎপর অভিষেক, আজ ফের বৈঠক

আপাতত রাজ্যের ১১ হাজার পড়ুয়ার ভবিষ্যৎ ঘিরে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজ্যের ডাক্তারি পড়তে যাওয়া পড়ুয়াদের ভর্তি থেকে শুরু করে বছরে তাদের যে পরীক্ষা হয় এই সবটাই NMC-এর গাইডলাইন মেনে হয়ে থাকে।

আরও পড়ুন- Gopal Chandra Mukherjee:'গঙ্গার ওপার পর্যন্ত হিন্দুস্তান, এপার পাকিস্তানের', সুরাওয়ার্দির প্ল্যানটা আগেই জেনে ফেলেছিলেন গোপালচন্দ্র মুখার্জি

তবে সোমবার স্বাস্থ্য ভবনের আপাতত কাউন্সিলিং প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার এই সিদ্ধান্তে দেশের অন্যান্য রাজ্যগুলির মেডিকেল পড়ুয়াদের থেকে বাংলার পড়ুয়ারা কিন্তু বেশ খানিকটা পিছিয়ে পড়বে বলেই মনে করছেন কেউ কেউ। 

আরও পড়ুন-Kolkata weather today:সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, আজ তুমুল বৃষ্টির পূর্বাভাস কোন জেলাগুলিতে? দুর্যোগ চলবে কতদিন?

কারণ NMC-এর গাইডলাইন মেনে প্রায় একই সময়ে এই কাউন্সিলিংয়ের প্রক্রিয়া গোটা দেশে হয়ে থাকে। স্বাভাবিকভাবেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের এই নোটিশ ঘিরে রাজ্যের মেডিকেল পড়তে চাওয়া পড়ুয়াদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার জোগাড় হয়েছে।

West Bengal mbbs students MBBS