New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/10/murder-2-2025-07-10-17-23-11.jpg)
Crime News: তদন্তে নেমে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
Purba Bardhaman News: এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত পুলিশের দ্বারস্থ হয় পরিবারও। অভিযোগ পেয়েই দ্রুত পদক্ষেপ করে পুলিশও।
Crime News: তদন্তে নেমে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
বাঁশ-লাঠি দিয়ে পিটিয়ে বৃদ্ধ দোকানদারকে খুনের অভিযোগ খরিদ্দারের বিরুদ্ধে। নৃশংস এই হত্যাকাণ্ডটি ঘটেছে পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী থানার অন্তর্গত মাহিনগর গ্রামে। ৭১ বছর বয়সী নিহত ব্যক্তির নাম সূর্যনারায়ণ মণ্ডল ওরফে গান্ধী। নিহত ব্যক্তির ছেলে রামনারায়ণ মণ্ডলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে দেওয়ানদিঘী থানার পুলিশ খুনের মামলা রুজু করে খুনির সন্ধানে নামে। এলাকায় তল্লাশি চালিয় পুলিশ রাতের মধ্যেই অভিযুক্ত সুশান্ত মাঝিকে পাকড়াও করে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক সাজার দাবি নিহতের পরিবারের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেওয়ানদিঘী থানার অন্তর্গত বাঘার ১ নম্বর পঞ্চায়েত অধীন মাহিনগর গ্রামে সূর্যনারায়ণ মণ্ডলের বাড়ি। তার বাড়ির পাশেই রয়েছে তাঁর মুদিখানা দোকান। প্রতিদিনের মতো বুধবারও তিনি দোকান খুলেছিলেন।জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রতিবেশী সুশান্ত মাঝি আটা বিক্রি করতে সূর্যনারায়ণ মণ্ডলের দোকানে যান। দোকানে গিয়ে সুশান্ত ঝামেলা শুরু করেন সূর্যনারায়ণবাবুর সঙ্গে।
অভিযোগ, পুরনো আক্রোশের বশে পরিকল্পনা মাফিক ওই সময়ে বাঁশ নিয়ে সুশান্ত মাঝি বেধড়ক মারধর শুরু করে বৃদ্ধ সূর্যনারায়ণ মণ্ডলকে। রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ দোকানি। ওই সময় আসপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে সুশান্ত মাঝি সেখান থেকে পালিয়ে যায়।
আরও পড়ুন- Kolkata Metro:পাতালপথে নতুন ইতিহাসের সূচনা! মেট্রোর পরিধি আরও বাড়ছে, শুরু টানেলিংয়ের কাজ
তারই মধ্যে ঘটনার খবর পেয়ে ওই দোকানে পৌঁছোয় সূর্যনারায়ণ মণ্ডলের ছেলে, স্ত্রী ও অন্য প্রতিবেশীরা। বৃদ্ধকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। অতিরিক্ত পুলিশ সুপার দাবি করেছেন, বাঁশ দিয়ে মাথায় আঘাতের জেরেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। জেরায় সুশান্ত মাঝি তার অপরাধ স্বীকার করেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- suvendu adhikari:আবারও শুভেন্দুর নিশানায় রাজ্য সরকার, OBC ইস্যুতে তুললেন মারাত্মক অভিযোগ