suvendu adhikari:আবারও শুভেন্দুর নিশানায় রাজ্য সরকার, OBC ইস্যুতে তুললেন মারাত্মক অভিযোগ

suvendu adhikari-obc: ফের একবার ওবিসি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারকে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এবার তুললেন নতুন অভিযোগ।

suvendu adhikari-obc: ফের একবার ওবিসি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারকে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এবার তুললেন নতুন অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় রাজ্য সরকার। ফের একবার OBC ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারকে তুলোধোনা BJP নেতার। গত ১০-১২ বছরে হাজার-হাজার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের মধ্য দিয়ে রাজ্য সরকার তপশিলি জাতি, উপজাতি ও OBC হিন্দুদের পাশাপাশি বাংলার আদিবাসী সমাজকে বঞ্চিত করেছে বলে অভিযোগ নন্দীগ্রাম বিজেপি বিধায়কের।

Advertisment

বৃহস্পতিবার আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে আক্রমণ শানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "অবৈধভাবে ৭৬টি মুসলিম সম্প্রদায়কে OBC করার চেষ্টা বাস্তবায়িত হয়নি। তাই মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে আবার একটি অবৈধ কাজ শুরু করেছে। এরাজ্যে স্থায়ী চাকরি বন্ধ হওয়ার ফলে তপশিলি জাতি ও উপজাতি সংরক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন।"

তিনি আরও বলেন, "কয়েক লক্ষ স্থায়ী পদ তুলে দেওয়া হয়েছে। তার বদলে গত ১০-১২ বছরে ৭০-৮০ হাজার চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হয়েছে। কখনও সরকার সরাসরি নিয়েছে, অনেকটাই আবার তৃতীয় পক্ষের মাধ্যমে করেছে। সেখানে সংরক্ষণের নীতি মানা হয়নি। বাংলার আদিবাসী সমাজ বঞ্চিত। একইভাবে তপশিলি জাতি, উপজাতি বঞ্চিত। ওবিসি হিন্দু এমনকী রাজ্যের এই পদক্ষেপের জেরে জেনারেল ক্যাটাগরির লোকজনও বঞ্চিত।"

Advertisment

আরও পড়ুন-West Bengal News Live updates: কসবা কাণ্ডে উত্তাল রাজপথ, কলেজস্ট্রিটে ধুন্ধুমার

উল্লেখ্য, সম্প্রতি কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গে ওবিসির নতুন তালিকা তৈরির ওপর স্থগিতাদেশ দিয়েছে। বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত এই বিষয়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে। এরই পাশাপাশি রাজ্যের আপডেটেড তালিকায় নতুন ওবিসি শ্রেণী যুক্ত করার উদ্দেশ্যে শংসাপত্র জমার একটি পোর্টাল খোলার রাজ্য সরকারের সিদ্ধান্তেও স্থগিতাদেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন- Dilip Ghosh: মুখে মমতার 'প্রশংসা', ২১ জুলাইয়ের আগে 'দল ছাড়া' নিয়ে বিরাট বার্তা দিলীপের, মন্তব্যে উত্তাল রাজ্য-রাজনীতি

Suvendu Adhikari CM Mamata banerjee OBC