/indian-express-bangla/media/media_files/2024/11/20/WbsNpxHOFybxlqHI2ShA.jpg)
অবশেষে দিনক্ষণ জানিয়ে বড় ঘোষণা নির্বাচন কমিশনের।
West Bengal Bypolls : আগামী ১৯ জুন নদীয়ার কালীগঞ্জে উপানির্বাচন। ২৩ শে জুন ফল প্রকাশ। ২৬-এর বিধান সভা নির্বাচনের মাত্র কয়েকমাস আর বাকি। তার আগেই বিরাট চ্যালেঞ্জের মুখে শাসকশিবির। উল্লেখ্য গত ফেব্রুয়ারিতে প্রয়াত হয়েছিলেন নদিয়ার কালীগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। তাঁর মৃত্যুর পরে এই আসনটি বিধায়ক শূন্য রয়েছে। এই অবস্থায় সেখানে উপনির্বাচন প্রয়োজন হয়ে পড়ে। অবশেষে দিনক্ষণ জানিয়ে বড় ঘোষণা নির্বাচন কমিশনের। এই উপনির্বাচনের মধ্যে দিয়ে বাংলায় ২৬-এর বিধান সভা ভোটের দামামা বেজে গেল বলাই বাহুল্য।
বিরাট উদ্বেগ! হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ফের মৃত্যু ২ জনের, বাংলাতেও কোভিডের দাপট
নদীয়ার কালীগঞ্জ আসনের উপ নির্বাচনের গেজেট নোটিফিকেশন জারি হবে সোমবার ৷ মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে এরপরই ৷ আগামী ২রা জুন মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ৷ মনোনয়ন প্রত্যাহারের শেষদিন আগামী ৫ জুন ৷ বাংলার পাশাপাশি আরও ৫টি আসনে হবে উপনির্বাচন।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে গুজরাতের দু'টি কেন্দ্র, কেরলের ও পঞ্জাবের একটি করে কেন্দ্রে উপনির্বাচন হবে ৷ বাংলার কালীগঞ্জ আসনের সঙ্গে গুজরাতের দুটি আসন, কেরলের নীলাম্বুর ও পঞ্জাবের লুধিয়ানা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের কথা জানিয়েছে নির্বাচন কমিশন ৷
টিম-ইন্ডিয়ার মত কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করার আবেদন, উন্নত ভারত গড়তে মমতাকে আহ্বান মোদীর
২০১১ সালে প্রথমবারের নদীয়ার কালীগঞ্জ আসন থেকে প্রথমবারের জন্য তৃণমূলের বিধায়ক হিসাবে নির্বাচিত হন নাসির উদ্দিন আহমেদ। ২০১৬ সালে ওই একই আসনে পরাজিত হলেও ২০২১ সালে দাঁত কামড়ে জয় ছিনিয়ে আনেন তিনি। গত ফেব্রুয়ারিতে আচমকাই মৃত্যু হয় তাঁর। বিধায়কের মৃত্যুর পর থেকে আসনটি ফাঁকা ছিল ৷ সেই কেন্দ্রে এবার উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন ৷