Modi Niti Aayog Meeting: টিম-ইন্ডিয়ার মত কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করার আবেদন, উন্নত ভারত গড়তে মমতাকে আহ্বান মোদীর

Modi Niti Aayog Meeting: প্রধানমন্ত্রী বলেন, "উন্নত ভারত প্রতিটি ভারতীয়ের আকাঙ্ক্ষা। রাজ্য এবং কেন্দ্র যদি 'টিম ইন্ডিয়ার' মতো একত্রে কাজ করে, তবে কোনও লক্ষ্যই বাঁধা হয়ে দাঁড়াবে না।"

Modi Niti Aayog Meeting: প্রধানমন্ত্রী বলেন, "উন্নত ভারত প্রতিটি ভারতীয়ের আকাঙ্ক্ষা। রাজ্য এবং কেন্দ্র যদি 'টিম ইন্ডিয়ার' মতো একত্রে কাজ করে, তবে কোনও লক্ষ্যই বাঁধা হয়ে দাঁড়াবে না।"

author-image
IE Bangla Web Desk
New Update
pm-modi-niti-aayog-meeting-operation

উন্নত ভারত ২০৪৭: প্রধানমন্ত্রী মোদীর বার্তা

Modi Niti Aayog Meeting: শনিবার (২৪ মে, ২০২৫) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হল নীতি আয়োগের ১০ম পরিচালনা পরিষদের বৈঠক। এই বৈঠকে মূলত ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার পরিকল্পনা, রাজ্যগুলির উন্নয়ন এবং 'অপারেশন সিন্দুর'-এর সাফল্যকে ঘিরে আলোচনা হয়।

Advertisment

নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম জানিয়েছেন, পহেলগাঁও কাণ্ডের বদলা হিসাবে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ধ্বংস করার উদ্দেশ্যে ভারতীয় সেনা বাহিনী পরিচালিত 'অপারেশন সিন্দুর'কে সর্বসম্মতভাবে সমর্থন জানিয়েছেন সভায় উপস্থিত নেতারা। এটি ছিল বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।

সরকারকে ডেডলাইন দিয়ে হুঙ্কার ছুঁড়লেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা, আন্দোলনকারীদের কী বার্তা বিকাশের?

উন্নত ভারত ২০৪৭: প্রধানমন্ত্রী মোদীর বার্তা

Advertisment

প্রধানমন্ত্রী বলেন, "উন্নত ভারত প্রতিটি ভারতীয়ের আকাঙ্ক্ষা। রাজ্য এবং কেন্দ্র যদি 'টিম ইন্ডিয়ার' মতো একত্রে কাজ করে, তবে কোনও  লক্ষ্যই বাঁধা হয়ে দাঁড়াবে না।" তিনি আরও বলেন, প্রতিটি রাজ্য, শহর, পৌরসভা এবং গ্রাম উন্নয়নের লক্ষ্যেই কাজ করা উচিত, যাতে ২০৪৭-এর আগেই আমরা একটি উন্নত দেশে ভারতবর্ষকে পরিণৎ করতে পারি"। বৈঠকে পশ্চিমবঙ্গ, কেরল, বিহার, কর্ণাটক ও পুদুচেরির মুখ্যমন্ত্রীরা  এই বৈঠকে গড়হাজির ছিলেন। যদিও তাঁরা আগে থেকেই বৈঠকে  অনুপস্থিতির কথা জানিয়েছিল।

রবিবার দিল্লির অশোকা হোটেলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুর, বর্ণ আদমশুমারি, মোদী ৩.০ সরকারের এক বছর পূর্তি নিয়ে আলোচনা হবে.  রবিবার রাজধানী দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপি ও এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীরা। সূত্র অনুযায়ী, বৈঠকে অংশ নেবেন মোট ২০ জন মুখ্যমন্ত্রী ও ১৮ জন উপ-মুখ্যমন্ত্রী।

এই উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনার মূল বিষয়গুলির মধ্যে রয়েছে ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য, বর্ণশুমারি, সুশাসনের রূপরেখা এবং মোদী সরকারের তৃতীয় মেয়াদের এক বছর পূর্তি। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী তাঁর সরকারের তৃতীয় মেয়াদের এক বছর পূর্তি উপলক্ষে ভবিষ্যৎ পরিকল্পনার দিকনির্দেশ করবেন। একই সঙ্গে আলোচনায় উঠে আসবে আন্তর্জাতিক যোগ দিবসের ১০ বছর পূর্তি এবং দেশে জরুরি অবস্থা জারির ৫০ বছর পেরোনো বিষয়টিও। এছাড়া, এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা নিজেদের রাজ্যে গৃহীত উন্নয়নমূলক পদক্ষেপ এবং সুশাসনের উদাহরণ হিসাবে বিভিন্ন প্রকল্পের উপস্থাপনা করবেন বলেও জানা গিয়েছে।

ঢাকার রাস্তায় সাঁজোয়া ট্যাঙ্ক, ইস্তফা দিয়ে দেশ ছাড়ছেন ইউনূস? বড় জল্পনার মাঝেই বাংলাদেশে সেনার 'অ্যাকশন'!

Mamata-Modi