elephant broke the gate at the Dooars resort and entered: ডুয়ার্সের বিভিন্ন এলাকায় হাতির আনাগোনা নতুন কোনও ঘটনা নয়। তবে এবার যা ঘটল তা এর আগে কবে ঘটেছে তা মনে করতে পারছেন না অনেকেই। একেবারে হাতির মুখে পড়ে গিয়েছিলেন কয়েকজন পর্যটক। তবে বরাতজোরে এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা। যদিও আতঙ্ক এখনও গ্রাস করে রয়েছে তাঁদের। বুধবারের ভোরের রোমহর্ষক সেই মুহূর্ত মনে পড়লেই আঁতকে উঠছেন তাঁরা।
মালদার একদল পর্যটক ডুয়ার্সের একটি রিসর্টে গিয়ে উঠেছেন। ডুয়ার্সের নদী, জঙ্গলের অভূতপূর্ব শোভা গত কয়েকদিন ধরে তাঁরা উপভোগ করেছেন। এরপর আজ বুধবারই তাঁদের বাড়ির পথে রওনা দেওয়ার কথা। বুধবার ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছিল এই পর্যটকদের দলটি। আজ ভোরে কয়েকজন পর্যটক রিসর্টের গেট পর্যন্ত চলে যান। ঠিক তখনই ঘটে যায় বিরাট বিপত্তি।
রিসর্টের গেটের বাইরে কিছুটা দূরে তখন দাঁড়িয়ে ছিল একটি মস্ত হাতি। পর্যটকরা গেটের সামনে যেতেই ওই হাতি সামনের দিকে হঠাৎই দৌড়াতে শুরু করে। প্রাণভয়ে রিসর্টের মধ্যে পালিয়ে ঢুকে পড়েন ওই পর্যটকরা। হাতিটিও রিসর্টের লোহার গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চঞ্চল ছড়িয়ে পড়ে গোটা রিসর্ট চত্বরে।
আরও পড়ুন- West Bengal News Live: মোবাইল-সহ ধরা পড়লে গোটা পরীক্ষা বাতিল, উচ্চ মাধ্যমিক নিয়ে দারুণ কড়া সংসদ
তবে রিসর্টের ভিতরে হাতিটি ঢুকতে না পেরে এরপর সে ফিরে যায় লাগোয়া লোকালয়ে। এরপর বেশ কিছুক্ষণ ওই লোকালয়ের এদিক-ওদিক সে ঘুরে বেড়াতে থাকে। হাতির ছবি ক্যামেরাবন্দি করতে শুরু করেন উৎসুক কয়েকজন পর্যটক। বেশ কিছুক্ষণ এভাবেই লোকালয়ে থাকার পর হাতিটি পানঝোড়া জঙ্গলে ঢুকে পড়েছে বলে জানা গিয়েছে। তবে শুধু হাতি নয়, ডুয়ার্সের বিভিন্ন এলাকায় মাঝেমধ্যেই অন্যান্য জীবজন্তু হানা দেয়। তারা লোকালয়েও ঢুকে পড়ে। তবে বুধবার ভোরে যে হাতিটি একেবারে লোকালয়ে ঢুকে পড়েছিল সে বড় কোনও ক্ষয়ক্ষতি ঘটায়নি।
আরও পড়ুন- Haringhata: ক্লাসরুমেই অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর ছাত্রের, সাক্ষী থাকলেন বাকি পড়ুয়ারা