Advertisment

West Bengal News Highlights: বাংলায় ফের জিবি সিনড্রোমের বলি! মৃত্যু আরও এক আক্রান্তের, মৃতের সংখ্যা বেড়ে ২

West Bengal News Updates Today 29 Jan, 2025:পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Guillain-Barre,Guillain-Barre syndrome,student dies of Guillain Barre syndrome,west bengal news,গুলেন বারি সিনড্রোম,গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হয়ে ছাত্রের মৃত্যু

Guillain-Barre syndrome: প্রতীকী ছবি।

Latest West Bengal News Updates: গুলেন বারি সিনড্রোমে আক্রান্তের ফের মৃত্যু বাংলায়। আমডাঙার পর এবার জগদ্দল। জটিল স্নায়ু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বছর ১০-এর দেব কুমার সাউয়ের। জানা গিয়েছে মৃত কিশোরের বাড়ি উত্তর ২৪ পরগনার জগদ্দলে। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে বিসি রায় হাসপাতালে আরো দুই শিশুও চিকিৎসাধীন এই সিনড্রোম নিয়ে।

Advertisment

আতঙ্ক বাড়াচ্ছে গুলেন বারি সিনড্রোম (Guillain-Barre syndrome। কলকাতার NRS হাসপাতালে চিকিৎসাধীন এক কিশোরের মৃত্যুর পর এবার আরো এক কিশোরের মৃত্যু হল গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হয়ে।  চিকিৎসকদের একাংশের বক্তব্য, এখনই এই রোগ নিয়ে প্রবল উদ্বেগের কোনও কারণ নেই। তবে তাদের এই আশ্বাসেও বিশেষ কাজ হচ্ছে না। বিশেষ করে বাংলায় দুই কিশোরের পরপর মৃত্যুর জেরে বাড়ছে আতঙ্ক।  ইতিমধ্যেই মহারাষ্ট্রের পুনেতে এই রোগে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে। একজনের মৃত্যুরও খবর মিলেছে।

এদিকে, SSKM ছেড়ে এবার কলকাতার ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তবে এই বেসরকারি হাসপাতালে চিকিৎসার যাবতীয় খরচ বহন করতে হবে তাঁকেই। শারীরিক নানাবিধ সমস্যায় ভুগছেন প্রাক্তন মন্ত্রী। CBI বিশেষ আদালতে তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার আবেদন জানিয়েছিলেন। সেই আবেদন মঞ্জুর হতেই পার্থ চট্টোপাধ্যায়কে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি মামলায় নিম্ন আদালতে দ্রুত বিচার-পর্ব শুরুর নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে নিম্ন আদালতে এই মামলার পরবর্তী শুনানি থেকে এক সপ্তাহের মধ্যে চার্জ গঠন করে ফেলতে হবে। সেই সঙ্গে দ্রুত শুনানি শেষ করে মামলার নিষ্পত্তির জন্য উপযুক্ত পদক্ষেপও করতে হবে।

  • Jan 29, 2025 18:02 IST

    West Bengal News Live: ফের মৃত্যু কিশোরের, বাড়ছে আতঙ্ক

    গুলেন বারি সিনড্রোমে আক্রান্তের ফের মৃত্যু বাংলায়। আমডাঙার পর এবার জগদ্দল। জটিল স্নায়ু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বছর ১০-এর দেব কুমার সাউয়ের। জানা গিয়েছে মৃত কিশোরের বাড়ি উত্তর ২৪ পরগনার জগদ্দলে। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে বিসি রায় হাসপাতালে আরো দুই শিশুও চিকিৎসাধীন এই সিনড্রোম নিয়ে।


    আতঙ্ক বাড়াচ্ছে গুলেন বারি সিনড্রোম (Guillain-Barre syndrome। কলকাতার NRS হাসপাতালে চিকিৎসাধীন এক কিশোরের মৃত্যুর পর এবার আরো এক কিশোরের মৃত্যু হল গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হয়ে।  চিকিৎসকদের একাংশের বক্তব্য, এখনই এই রোগ নিয়ে প্রবল উদ্বেগের কোনও কারণ নেই। তবে তাদের এই আশ্বাসেও বিশেষ কাজ হচ্ছে না। বিশেষ করে বাংলায় দুই কিশোরের পরপর মৃত্যুর জেরে বাড়ছে আতঙ্ক।  ইতিমধ্যেই মহারাষ্ট্রের পুনেতে এই রোগে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে। একজনের মৃত্যুরও খবর মিলেছে।



  • Jan 29, 2025 15:25 IST

    West Bengal News Live:স্কুলে সরস্বতী পুজো বন্ধের হুমকিতে ক্ষুব্ধ দেব

    নদিয়ার হরিণঘাটায় একটি সরকারি স্কুলে সরস্বতী পুজো করতে চাওয়ায় প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের তরফে। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের সাংসদ-অভিনেতা দেব। ঘাটালের তৃণমূল সাংসদ বলেন, "কেন হবে না সরস্বতী পুজো? আমি নিজে আমার অফিসে পুজো করব। এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়। আর প্রশাসনকে বলা উচিত। যারা যারা হুমকি দিচ্ছে পদক্ষেপ করার জন্য। এখানে কোনও দল, কোনও জাত, কোনও ধর্ম নেই। মানুষ যেটা চাইবে, সেটা করবে।"



  • Advertisment
  • Jan 29, 2025 15:09 IST

    West Bengal News Live:পথ নিরাপত্তা সপ্তাহ পালন

    ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক পুলিশ ও পরিবহণ দপ্তরের উদ্যোগে ওয়েস্ট বেঙ্গল পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৫ পালিত হচ্ছে সল্টলেক সিটি সেন্টারে। অনুষ্ঠানে উপস্থিত পরিবহণ মন্ত্রী, দমকলমন্ত্রী, অভিনেতা দীপক অধিকারী (দেব ) সিপি বিধাননগর, ট্রাফিক পুলিশ বিভাগের উচ্চপদস্থ আধিকারিক। এদিন ২০ জন সাইকেল আরোহী সাইকেল ৱ্যালি করে শিলিগুড়ির উদ্দেশে রওনা দেয়। 



  • Jan 29, 2025 14:50 IST

    West Bengal News Live:ফের আবেদনের পরামর্শ

    আরজি কর কাণ্ডের শুনানি শেষ সুপ্রিম কোর্টে। নির্যাতিতার পরিবারকে ফের নতুন করে আবেদনপত্র দাখিলের পরামর্শ দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সঞ্জয় রায়ের সাজা ঘোষণার আগে নির্যাতিতার পরিবার শীর্ষ আদালতে আবেদনপত্র দাখিল করেছিল। তবে সেই আবেদন বিতর্কযোগ্য হতে পারে বলে মনে করছে আদালত। সেই কারণেই নির্যাতিতার পরিবারকে নতুন করে আবেদনপত্র দাখিলের পরামর্শ শীর্ষ আদালতের।



  • Jan 29, 2025 13:17 IST

    West Bengal News Live:ক্লাসরুমেই অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর ছাত্রের

    ভরা ক্লাসে অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন প্রথম বর্ষের এক ছাত্র। গোটা 'সিঁদুরদান পর্ব'-এর সাক্ষী থাকলেন ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা। রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 'ম্যাকাউট'-এর হরিণঘাটা ক্যাম্পাসের একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তবে বিতর্ক বাড়তেই বিভাগীয় প্রধান ওই অধ্যাপিকাকে ছুটিতে পাঠিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    বিস্তারিত পড়ুন- Haringhata: ক্লাসরুমেই অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর ছাত্রের, সাক্ষী থাকলেন বাকি পড়ুয়ারা



  • Jan 29, 2025 12:16 IST

    West Bengal News Live:আগ্নেয়াস্ত্র ও প্রচুর কার্তুজ উদ্ধার, ধৃত ২

    গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ তল্লাশি চালিয়ে আবু তাহের মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে মঙ্গলবার রাতে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫৩ টি কার্তুজ। ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের বোকরাবনি গ্রাম থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তবে কী কারণে এত পরিমাণ কার্তুজ সে নিজের বাড়িতে মজুত রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে আগে থেকেই এলাকায় অশান্তি ছড়ানো সহ বহু সমাজবিরোধী কাজ এমনকী খুনের অভিযোগও রয়েছে। অন্য দিকে বাসন্তীতেওআগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তি গ্রেফতার হয়েছে।



  • Jan 29, 2025 11:44 IST

    West Bengal News Live:উচ্চ মাধ্যমিক নিয়ে দারুণ কড়া সংসদ

    উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে রীতিমতো কড়া বার্তা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। ইতিমধ্যেই বেশ কিছু নির্দেশিকা জারি করেছে সংসদ। সেই নির্দেশিকায় জানানো হয়েছে, পরীক্ষায় টুকলি করলে কিংবা পরীক্ষার হলে মোবাইল নিয়ে ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর চলতি বছরের গোটা পরীক্ষাই বাতিল হয়ে যাবে।



  • Jan 29, 2025 11:17 IST

    West Bengal News Live:বিখ্যাত বিরিয়ানির দোকানের মালিক গ্রেপ্তার

    এক ব্যক্তিকে মারধর ও তাঁকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগে প্রখ্যাত বিরিয়ানি চেন ডি-বাপি-এর মালিক অনির্বাণ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মধ্যমগ্রাম থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আদালতে তোলা হলে বিচারক ডি-বাপির কর্ণধার অনির্বাণ দাসকে দু'দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

    বিস্তারিত পড়ুন- Madhyamgram: এক ব্যক্তিকে মারধর ও আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি, প্রখ্যাত বিরিয়ানির দোকানের মালিক গ্রেপ্তার



  • Jan 29, 2025 09:22 IST

    West Bengal News Live:মহাকুম্ভে পদপিষ্ট হয়ে জখম বহু, মৃত্যুরও আশঙ্কা

    মহাকুম্ভে বুধবার ভোররাতে 'শাহি স্নান' ঘিরে প্রবল হুড়োহুড়ি পড়ে যায়। মাত্রাতিরিক্ত ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন পুণ্যার্থী জখম হয়েছেন, এমনকী কয়েকজনের মৃত্যুরও আশঙ্কা করা হচ্ছে। বুধবার ভোরে মৌনী অমাবস্যায় পবিত্র স্নানের জন্য প্রচুর পুণ্যার্থী একসঙ্গে জড়ো হয়েছিলেন। তখনই এই বিপত্তি ঘটে। আহত পুণ্যার্থীদের উদ্ধার করে মেলা এলাকায় তৈরি কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদসংস্থা পিটিআই মেলার বিশেষ দায়িত্বে থাকা অফিসার আকাঙ্খা রানাকে উদ্ধৃত করে বলেছে, “ব্যারিকেড ভেঙে এগোতে গেলে কিছু পুন্যার্থী লোক আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন কয়েকজন। আমরা এখনও আহতদের সঠিক গণনা করতে পারিনি।”

    বিস্তারিত পড়ুন- Stampede in Maha Kumbh: মৌনী অমাবস্যায় শাহি স্নানে হুড়োহুড়ি, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে জখম বহু, মৃত্যুরও আশঙ্কা



  • Jan 29, 2025 09:21 IST

    West Bengal News Live: জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর আছে?

    ভরা মাঘেই কি বিদায় নেবে শীত? এখনও এ ব্যাপারে স্পষ্ট করে কিছু না জানা গেলেও শীতের আমেজ ফের ফিকে হতে শুরু করবে আজ থেকেই। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী দু-তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। এই মরশুমের মতো জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই। এরই মধ্যে কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

    বিস্তারিত পড়ুন- Saraswati Puja Weather: ভরা মাঘেই শীতের দফারফা! সরস্বতী পুজোর ওয়েদার নিয়ে মিলল বড় আপডেট



  • Jan 29, 2025 09:17 IST

    West Bengal News Live: স্কুলে সরস্বতী পুজো বন্ধে হুমকির অভিযোগ

    স্কুলে সরস্বতী পুজো করলেই প্রধান শিক্ষককে বদলির হুমকি অভিযোগ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি পোস্ট করে শুভেন্দু অধিকারীর দাবি, নদিয়ার হরিণঘাটার নগরউখড়া দাস গোপাল ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলে সরস্বতী পূজার উদ্যোগ নিতেই এলাকার তৃণমূলের বুথ সভাপতি আলিমুদ্দিন মণ্ডল ও তার দলবল প্রকাশ্যে প্রধান শিক্ষককে গালিগালাজ করে এবং সরস্বতী পুজো স্কুলে করা যাবে না বলে রীতিমতো হুমকি দেয়। 



Bangla News Bengali News Today news in west bengal news of west bengal
Advertisment