Advertisment

Haringhata: ক্লাসরুমেই অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর ছাত্রের, সাক্ষী থাকলেন বাকি পড়ুয়ারা

Haringhata Incident: ক্লাসরুমের মধ্যেই অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর পরালেন প্রথম বর্ষের এক ছাত্র। গোটা সিঁদুরদান পর্বের সাক্ষী রইলেন ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
lady professor and student marriage in classroom of haringhata technology university,lady professor and student marriage,nadia,haringhata,west bengal news,ক্লাসরুমে অধ্যাপিকাকে সিঁদুর পরালেন ছাত্র,হরিণঘাটা,অধ্যাপিকাকে সিঁদুর পরালেন ছাত্র

প্রতীকী ছবি।

lady professor and student marriage in classroom of haringhata technology university: ভরা ক্লাসে অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন প্রথম বর্ষের এক ছাত্র। গোটা 'সিঁদুরদান পর্ব'-এর সাক্ষী থাকলেন ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা। রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 'ম্যাকাউট'-এর হরিণঘাটা ক্যাম্পাসের একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তবে বিতর্ক বাড়তেই বিভাগীয় প্রধান ওই অধ্যাপিকাকে ছুটিতে পাঠিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisment

রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 'ম্যাকাউট'-এর হরিণঘাটা ক্যাম্পাসে অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিও-টিতে দেখা যাচ্ছে বিভাগীয় প্রধান এক অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন ওই বিশ্ববিদ্যালয়েরই প্রথম বর্ষের এক ছাত্র। এই সিঁদুরদান পর্বের সাক্ষী রয়েছেন ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই রীতিমতো শোরগোল পড়ে যায়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভাগীয় প্রধান ওই অধ্যাপিকাকে ছুটিতে পাঠিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার পর থেকেই ওই অধ্যাপিকা এবং ওই ছাত্রের কোনও খোঁজ নেই। সংবাদমাধ্যমে প্রতিনিধিদের সামনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের একাংশের দাবি, অধ্যাপিকা এবং প্রথম বর্ষের ওই ছাত্রের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠেছিল। যদিও এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কেউ কিছু জানাননি।

Advertisment

আরও পড়ুন- Madhyamgram: এক ব্যক্তিকে মারধর ও আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি, নামী বিরিয়ানির দোকান 'ডি বাপি'র মালিক গ্রেপ্তার

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে বিভাগীয় প্রধান অধ্যাপিকার সঙ্গে কথা বলা হয়েছে। কেন তিনি এই কাণ্ড ঘটালেন এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপাচার্য কথা বলেছেন তাঁর সঙ্গে। আত্মপক্ষ সমর্থনে এ ব্যাপারে বেশ কিছু যুক্তিও দিয়েছেন ওই অধ্যাপিকা। তবে তারপরেও তাঁকে ছুটিতে পাঠিয়ে দিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য।

আরও পড়ুন- West Bengal News Live: মোবাইল-সহ ধরা পড়লে গোটা পরীক্ষা বাতিল, উচ্চ মাধ্যমিক নিয়ে দারুণ কড়া সংসদ

Bangla News Bengali News Today student marriage news in west bengal news of west bengal
Advertisment