lady professor and student marriage in classroom of haringhata technology university: ভরা ক্লাসে অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন প্রথম বর্ষের এক ছাত্র। গোটা 'সিঁদুরদান পর্ব'-এর সাক্ষী থাকলেন ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা। রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 'ম্যাকাউট'-এর হরিণঘাটা ক্যাম্পাসের একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তবে বিতর্ক বাড়তেই বিভাগীয় প্রধান ওই অধ্যাপিকাকে ছুটিতে পাঠিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Advertisment
রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 'ম্যাকাউট'-এর হরিণঘাটা ক্যাম্পাসে অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিও-টিতে দেখা যাচ্ছে বিভাগীয় প্রধান এক অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন ওই বিশ্ববিদ্যালয়েরই প্রথম বর্ষের এক ছাত্র। এই সিঁদুরদান পর্বের সাক্ষী রয়েছেন ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই রীতিমতো শোরগোল পড়ে যায়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভাগীয় প্রধান ওই অধ্যাপিকাকে ছুটিতে পাঠিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার পর থেকেই ওই অধ্যাপিকা এবং ওই ছাত্রের কোনও খোঁজ নেই। সংবাদমাধ্যমে প্রতিনিধিদের সামনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের একাংশের দাবি, অধ্যাপিকা এবং প্রথম বর্ষের ওই ছাত্রের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠেছিল। যদিও এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কেউ কিছু জানাননি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে বিভাগীয় প্রধান অধ্যাপিকার সঙ্গে কথা বলা হয়েছে। কেন তিনি এই কাণ্ড ঘটালেন এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপাচার্য কথা বলেছেন তাঁর সঙ্গে। আত্মপক্ষ সমর্থনে এ ব্যাপারে বেশ কিছু যুক্তিও দিয়েছেন ওই অধ্যাপিকা। তবে তারপরেও তাঁকে ছুটিতে পাঠিয়ে দিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য।