/indian-express-bangla/media/media_files/2024/11/16/3BxWABAUTRPmOtfNFUd6.jpg)
'আমেরিকা পার্টি' গঠনের বিরাট ঘোষণা ইলন মাস্কের
Elon Musk Political Party: এবার সরাসরি ট্রাম্পকে চ্যালেঞ্জ! 'আমেরিকা পার্টি' গঠনের বিরাট ঘোষণা ইলন মাস্কের, "স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার" অঙ্গীকার!
ধনকুবের এবং টেসলার কর্ণধার ইলন মাস্কের হাত ধরেই মার্কিন রাজনীতিতে 'বিরাট বিস্ফোরণ'! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কিছুদিনের মধ্যেই তিনি নিজস্ব রাজনৈতিক দল ‘দ্য আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা করলেন। শনিবার (৬ জুলাই) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ মাস্ক লেখেন,“আজ ‘আমেরিকা পার্টি’ প্রতিষ্ঠিত হল, যাতে আমরা আপনাদের স্বাধীনতা আপনাদের ফিরিয়ে দিতে পারি।”তিনি আরও জানান, ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে করা এক অনলাইন সমীক্ষার সিদ্ধান্তের ভিত্তিতেই এই দল গড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সমীক্ষায় ৬৫.৪% ভোটার নতুন রাজনৈতিক দলের পক্ষে সায় দেন, যেখানে ৩৪.৬% ছিলেন বিপক্ষে। মাস্ক দাবি করেন,“২:১ অনুপাতে জনগণ নতুন দল চায় — আর এখন তারা সেটাই পাচ্ছে।”
২১ জুলাইয়ের তৃণমূলের শহীদ সমাবেশের পাল্টা মোদীর বঙ্গ সফর! রাজ্য বিজেপিতে জোর প্রস্তুতি
By a factor of 2 to 1, you want a new political party and you shall have it!
— Elon Musk (@elonmusk) July 5, 2025
When it comes to bankrupting our country with waste & graft, we live in a one-party system, not a democracy.
Today, the America Party is formed to give you back your freedom. https://t.co/9K8AD04QQN
বিশ্বের সবচেয়ে আলোচিত শিল্পপতিদের একজন ইলন মাস্ক আমেরিকান রাজনীতিতে তোলপাড় ফেলেছেন। ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক ছিন্ন করার মাত্র কয়েকদিন পরেই, মাস্ক একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করলেন। দলের নাম 'দ্য আমেরিকা পার্টি'। শনিবার মাস্ক তার সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ লিখেছেন, 'আজ আমেরিকা পার্টি প্রতিষ্ঠিত হয়েছে, যাতে আমরা আপনার স্বাধীনতা আপনাকে ফিরিয়ে দিতে পারি।'
ট্রাম্প একজন স্বৈরাচারী, ইঙ্গিত মাস্কের
আমেরিকার বর্তমান রাজনীতির উপর আক্রমণ করে মাস্ক বলেন, 'আমরা গণতান্ত্রিক পরিবেশে বাস করছি না বরং এক দলীয় শাসন ব্যবস্থায় বাস করছি যে দল দেশকে ধ্বংস ও দুর্নীতির দিকে ঠেলে দিচ্ছে। ইলন মাস্কের রাজনীতিতে প্রবেশ আমেরিকার রাজনীতির সমীকরণকে বদলে দিতে পারে। প্রযুক্তি এবং বাকস্বাধীনতার বিষয়ে মাস্ক ইতিমধ্যেই আমেরিকান জনগণের একটি বড় অংশের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। মাস্ক ট্রাম্পের 'বিগ বিউটিফুল বিল' নীতির বিরোধিতার পাশাপাশি রিপাবলিকান পার্টিকেও আক্রমণ করেন ইলন মাস্ক।
দু'দশক পর ঐতিহাসিক মুহূর্ত! মঞ্চে একইসঙ্গে উদ্ধব-রাজ ঠাকরে, মরাঠি স্বার্থে ঐক্যের বিরাট বার্তা
মাস্ক স্পষ্ট করে দিয়েছেন যে তিনি কেবল ট্রাম্পের প্রতিই ক্ষুব্ধ নন, বরং এই বিলকে সমর্থনকারী রিপাবলিকান পার্টির নেতাদের প্রতিও ক্ষুব্ধ। মাস্ক বলেছেন যে তিনি এই বিলের পক্ষে দাঁড়ানো সকল নেতার বিরোধিতা করবেন। ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা করলেও, ভবিষ্যতে তার দল কী কৌশল গ্রহণ করবে তা এখনও স্পষ্ট করেননি। মাস্ক কেবল বলেছেন যে তিনি আমেরিকায় প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে চান। তবে দলের কাঠামো, নেতৃত্ব, নির্বাচনে অংশগ্রহণ বা কোনও বড় নেতাকে এগিয়ে আনার বিষয়ে এখনও কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা হয়নি।