Narendra Modi Bengali Visit: ২১ জুলাই শহিদ দিবসের 'মেগা র্যালির' ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের সম্ভাবনা ঘিরে রাজ্য রাজনীতিতে বিরাট জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, ১৮ জুলাই বা তার আশপাশে মোদী আসতে পারেন রাজ্যে। রাজ্য বিজেপি (Bengal BJP) সূত্রে জানা গেছে, মোদীর পশ্চিমবঙ্গের সফরসূচির সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে ১৮ জুলাই। ওইদিন প্রধানমন্ত্রী মোদী দমদম বা বারাসাতে একটি জনসভা করতে পারেন। পাশাপাশি মোদী দুর্গাপুরেও একটি জনসভা করতে পারেন। সফরের উদ্দেশ্য ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনকে শক্তিশালী করা ও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির বার্তা দেওয়া।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য শাখার তরফে প্রধানমন্ত্রীকে ২১ জুলাই শহিদ দিবসের আগে কলকাতা সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন এক বর্ষীয়ান বিজেপি রাজ্য নেতা। মোদীর এই সফরের আগে ২১ জুলাইয়ের শহিদ সমাবেশের আগে বিজেপির তরফে পাল্টা শক্তি প্রদর্শন সম্ভব বলেও মনে করছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। মোদীর এই বঙ্গ সফরের প্রসঙ্গে এক শীর্ষ বিজেপি নেতা বলেন,“প্রধানমন্ত্রীকে এই সময় রাজ্যে আনতে পারলে তা দলের কর্মীদের মনোবল বাড়াবে। ২১ জুলাইয়ের আগে এটাই দলের বড় রাজনৈতিক বার্তা হতে চলেছে। মোদীর হাত ধরেই আমরা রাজ্যে শক্তিশালী বার্তা দিতে চাই।”
২১ জুলাইয়ের শহিদ দিবসের আগে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য সফর নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। সূত্রের খবর, ১৮ জুলাই মোদীর পশ্চিমবঙ্গে আসার সম্ভাবনা রয়েছে। সেই সফরের অংশ হিসেবে দুর্গাপুরে একটি জনসভা আয়োজন করা হতে পারে বলে বিজেপি সূত্রে খবর। এবিষয়ে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “প্রধানমন্ত্রী দেশের যেকোনো অংশে যেতে পারেন এবং রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারেন। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।” তিনি আরও জানান, “নতুন রাজ্য সভাপতি রদবদলের পর এখন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য জোর প্রস্তুতি নিচ্ছে। তৃণমূল সরকারের ১৫ বছরের অপশাসনের অবসান ঘটাতেই এই পরিকল্পনা।”
১৮ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর ঘিরে জল্পনা আরও জোরালো হল। সূত্রের খবর, ওইদিন দুর্গাপুরে জনসভা ও মেদিনীপুরে সরকারি প্রকল্পের উদ্বোধন করতে পারেন তিনি। এর পাশাপাশি নবান্ন অভিযানের আগেই ২১ জুলাইয়ের শহিদ দিবসে মোদী ও বিজেপির পক্ষ থেকে একটি পাল্টা বার্তা দিতে তৎপর কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব।
বিজেপির রাজ্য কমিটির এক সিনিয়র সদস্য বলেন, "আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যে প্রধানমন্ত্রী শহিদ দিবসের আগে বাংলায় একটি শক্তিশালী বার্তা দিন। ২৬-এর নির্বাচনের আগে মোদীর ভাষণ দলের কর্মীদের উদ্দীপিত করবে।"অপরদিকে দলের অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, প্রধানমন্ত্রী মোদীর সফর শুধুমাত্র প্রকল্প উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তিনি ২১ জুলাইয়ের পাল্টা বার্তা দিতেই বাংলায় আসছেন। এর আগে মে মাসে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী। এবার দক্ষিণবঙ্গে তাঁর জনসভা। উত্তরের সভা থেকে মোদী অভিযোগ করেন, "বাংলায় গণতন্ত্র নেই।" এবার শহিদ দিবসের আগে তাঁর সফর আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। একইসঙ্গে কেন্দ্র-রাজ্য সংঘাত, নারী নির্যাতন ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনায় মোদী এবারও রাজ্য সরকারকে নিশানা করতে পারেন বলেই রাজনৈতিক মহলের ধারণা।