/indian-express-bangla/media/media_files/2025/08/10/narendrapur-thana-2025-08-10-11-49-42.jpg)
Narendrapur Police Station: নরেন্দ্রপুর থানা।
ইএম বাইপাস সংলগ্ন একটি নামী পানীয় প্রস্তুতকারক সংস্থার শৌচালয় থেকে শুক্রবার সকালে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের নাম কবির হোসেন মোল্লা (প্রায় ৩০ বছর), যিনি মাত্র আট মাস আগে বিয়ে করেছিলেন। মৃত যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুন হতে পারে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কবির ওই সংস্থার কর্মী ছিলেন। পরিবারের দাবি, ২২ অক্টোবর দুপুরের পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওইদিন পরিবারের সঙ্গে শেষ কথা হয়েছিল। পরের দিন পরিবারের সদস্যরা সংস্থার অফিসে গিয়ে খোঁজ নিলে কর্তৃপক্ষ কোনও স্পষ্ট উত্তর দিতে পারেনি। অভিযোগ, কোম্পানির অ্যাটেনডেন্স রেজিস্টারে 'আউট' মার্ক করা হয়নি, যা ঘিরে রহস্য আরও বেড়েছে।
আরও পড়ুন- EXCLUSIVE:ঝোলায় খবর, হাতে বল্লম! অযোধ্যা পাহাড়জুড়ে বাংলার শেষ রানারের অদম্য জীবনসংগ্রাম
পরিবার ও সহকর্মীরা বলেছেন, “কবির অত্যন্ত শান্ত ও পরিশ্রমী ছেলে ছিল। অফিসের ভেতরে কিছু গোলমাল হওয়ায় তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।” ঘটনার পর থেকেই সংস্থার অধিকাংশ কর্মী গা ঢাকা দিয়েছে। এই ঘটনার প্রতিবাদে সংস্থার মেনগেটের সামনে জনতা বিক্ষোভে ফেটে পড়ে। পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
নরেন্দ্রপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পুলিশ সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us