নামী পানীয় সংস্থার কারখানায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, তুমুল চাঞ্চল্য নরেন্দ্রপুরে

Youth Death: যুবককে খুনের অভিযোগ তার পরিবারের সদস্যদের। পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Youth Death: যুবককে খুনের অভিযোগ তার পরিবারের সদস্যদের। পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

author-image
Mina Mondal
New Update
EM Bypass  ,Narendrapur  ,beverage company,  bloody death,  planned murder  ,police investigation,  post-mortem,  employee killing  ,Kabir Hossain Molla,ইএম বাইপাস,  নরেন্দ্রপুর  পানীয় কোম্পানি,রক্তাক্ত দেহ,  পরিকল্পিত খুন  ,পুলিশের তদন্ত  ,ময়নাতদন্ত  ,কর্মী হত্যাকাণ্ড  ,কবির হোসেন মোল্লা

Narendrapur Police Station: নরেন্দ্রপুর থানা।

ইএম বাইপাস সংলগ্ন একটি নামী পানীয় প্রস্তুতকারক সংস্থার শৌচালয় থেকে শুক্রবার সকালে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের নাম কবির হোসেন মোল্লা (প্রায় ৩০ বছর), যিনি মাত্র আট মাস আগে বিয়ে করেছিলেন। মৃত যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুন হতে পারে।

Advertisment

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কবির ওই সংস্থার কর্মী ছিলেন। পরিবারের দাবি, ২২ অক্টোবর দুপুরের পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওইদিন পরিবারের সঙ্গে শেষ কথা হয়েছিল। পরের দিন পরিবারের সদস্যরা সংস্থার অফিসে গিয়ে খোঁজ নিলে কর্তৃপক্ষ কোনও স্পষ্ট উত্তর দিতে পারেনি। অভিযোগ, কোম্পানির অ্যাটেনডেন্স রেজিস্টারে 'আউট' মার্ক করা হয়নি, যা ঘিরে রহস্য আরও বেড়েছে। 

আরও পড়ুন- EXCLUSIVE:ঝোলায় খবর, হাতে বল্লম! অযোধ্যা পাহাড়জুড়ে বাংলার শেষ রানারের অদম্য জীবনসংগ্রাম

Advertisment

পরিবার ও সহকর্মীরা বলেছেন, “কবির অত্যন্ত শান্ত ও পরিশ্রমী ছেলে ছিল। অফিসের ভেতরে কিছু গোলমাল হওয়ায় তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।” ঘটনার পর থেকেই সংস্থার অধিকাংশ কর্মী গা ঢাকা দিয়েছে। এই ঘটনার প্রতিবাদে সংস্থার মেনগেটের সামনে জনতা বিক্ষোভে ফেটে পড়ে। পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

আরও পড়ুন-West Bengal News Live Updates:না ফেরার দেশে 'আবকি বার মোদী সরকার' স্লোগানের প্রবর্তক, শোকের ছায়া রাজনৈতিক মহলে

নরেন্দ্রপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পুলিশ সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

crime police Murder Narendrapur