/indian-express-bangla/media/media_files/2025/05/26/wTh0Uq8BCQilsoytjfK5.jpg)
News in Bengal: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন। Photograph: (ফাইল চিত্র)
Kolkata News updates:কলকাতার পার্ক স্ট্রিটের একটি নামী হোটেল থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার সকালে হোটেলের একটি ঘরের বক্স খাটের ভেতর থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের শরীরে কোনও রকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে হঠাৎ মৃত্যু হওয়ায় রহস্য ঘনীভূত হয়েছে। ঘটনায় প্রাথমিকভাবে খুনের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পার্ক স্ট্রিট থানার পুলিশ এবং কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা। গোটা হোটেল ঘিরে ফেলা হয়, শুরু হয় ফরেনসিক টিমের তদন্ত।
হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কে বা কারা ওই যুবকের সঙ্গে ছিল, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। ইতিমধ্যেই হোটেলের কর্মী ও ম্যানেজারদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শুক্রবার রাতেই ওই যুবক হোটেলে উঠেছিলেন। এরপর সকালে ঘর থেকে কোনও সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ দরজা খুলতেই মিলেছে তাঁর নিথর দেহ।
আরও পড়ুন- Suvendu Adhikari: বিরাট অস্বস্তিতে শুভেন্দু অধিকারী! কী জানাল কলকাতা হাইকোর্ট?
SSKM হাসপাতালে নাবালিকা রোগীর যৌন হেনস্থা কাণ্ডে এবার স্বাস্থ্য ভবনের নজর। হাসপাতালের ওয়ার্ডের ভিতরে কীভাবে এই ঘটনা ঘটলো, তা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। হাসপাতালের সুপারের থেকে রিপোর্ট তলব করা হয়েছে। জানা যায়, সম্প্রতি হাসপাতালের শৌচাগারে নাবালিকা রোগীর অভিযোগ ওঠে এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। ঘটনার পরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন- EXCLUSIVE:ঝোলায় খবর, হাতে বল্লম! অযোধ্যা পাহাড়জুড়ে বাংলার শেষ রানারের অদম্য জীবনসংগ্রাম
এই ঘটনার ফলে এসএসকেএম হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে জনসাধারণের মধ্যে চর্চা বাড়তে থাকায় স্বাস্থ্য ভবন কড়া পদক্ষেপ নিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে সঠিক রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, খাতায়-কলমে বর্ষাকাল এবারের মতো বিদায় নিলেও বৃষ্টি যেন পিছু ছাড়ছে না বঙ্গের। বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নতুন নিম্নচাপ অঞ্চল। তার সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে বাংলার কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। ভিজবে একাধিক জেলা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
- Oct 24, 2025 14:42 IST
West Bengal News Live Updates:কালী মূর্তি ভাঙচুরে গ্রেফতার নারায়ণ
দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপে গত বুধবার ঘটে যাওয়া মা কালী মূর্তির অবমাননার ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক বা সাম্প্রদায়িক কোনও যোগ নেই। ধৃত ব্যক্তির নাম নারায়ণ হালদার। তিনি পুলিশি জেরায় স্বীকার করেছেন যে, মূর্তিটির তিনি মত্ত অবস্থায় অবমাননা করেছেন। পুলিশ জানিয়েছে, “ইন্টালিজেন্সের সূত্রে আমরা নারায়ণ হালদারকে শনাক্ত করি। তাকে গ্রেফতার করা হয় এবং জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার ও ক্ষমা চেয়েছেন। ঘটনার সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন।”
বিস্তারিত পড়ুন- Kali idol vandalism:মত্ত অবস্থায় কালী মূর্তি ভাঙচুর নারায়ণের, গ্রেফতারির পর দাবি পুলিশের, শুভেন্দু দুষলেন তৃণমূলকেই
- Oct 24, 2025 14:40 IST
WB News Live Updates:প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা: কবে পাবেন কিস্তির টাকা?
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা: কবে পাবেন ২১তম কিস্তি? কারা পাবেন সুবিধা? জানুন বিস্তারিত।বছরের পর বছর ধরে দেশের লক্ষ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM-Kisan Samman Nidhi Yojana)-এর আওতায় আর্থিক সাহায্য পাচ্ছেন। ২০১৯ সালে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি চালু করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে সুরাহা দেওয়ার লক্ষ্যে। এই যোজনার অধীনে প্রত্যেক যোগ্য কৃষক প্রতি বছর মোট ৬,০০০ টাকা আর্থিক সহায়তা পান, যেটি তিনটি কিস্তিতে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়।
বিস্তারিত পড়ুন- PM kisan yojana: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা: কবে পাবেন ২১তম কিস্তির টাকা? রইল ব্রেকিং আপডেট
- Oct 24, 2025 14:38 IST
West Bengal News Live Updates:বিনামূল্যে বিদ্যুৎ, মহিলাদের মাসিক ৩ হাজার
হাতে গোনা মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। বিহারে ভোটযুদ্ধের মাঝে বড় চমক আম-আদমি-পার্টির। ইস্তেহারে বড় ঘোষণা। বিনামূল্যে বিদ্যুৎ-অর্থ ও শিক্ষায় বিরাট প্রতিশ্রুতি।২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের ইস্তেহার প্রকাশ করেছে। এমন সময় আম আদমি পার্টির (AAP) বিহার ইউনিট গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। এতে জনসাধারণের জন্য বেশ কয়েকটি আকর্ষণীয় এবং সুস্পষ্ট প্রতিশ্রুতি রয়েছে।
বিস্তারিত পড়ুন- বিনামূল্যে বিদ্যুৎ, মহিলাদের মাসিক ৩হাজার টাকা! বিধানসভা নির্বাচনের আগে বিরাট ঘোষণা
- Oct 24, 2025 14:37 IST
Kolkata News Live Updates:রাশিয়ার কথায় চাপে আমেরিকা?
রাশিয়ার উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে উত্তেজনা চরমে উঠেছে। রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানি — রোসনেফ্ট এবং লুকোয়েল — এর উপর মার্কিন প্রশাসনের আরোপিত নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। ‘কোনও আত্মমর্যাদাশীল দেশ চাপের কাছে মাথা নত করে না’, এমনই মন্তব্যে ট্রাম্পের বুকে কাঁপুনি ধরালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন এই পদক্ষেপকে “চাপ প্রয়োগের চেষ্টা” হিসেবে দেখছে মস্কো।
বিস্তারিত পড়ুন- ‘কোনও আত্মমর্যাদাশীল দেশ চাপের কাছে মাথা নত করে না’, পুতিনের হুঙ্কার ট্রাম্পের বুকে কাঁপুনি ধরালো
- Oct 24, 2025 14:36 IST
Kolkata News Live Updates:হুড়মুড়িয়ে কমল সোনার দর
দীপাবলির পর থেকে সোনা ও রূপার দাম ক্রমাগত কমছে। আর ২৪ অক্টোবর শুক্রবার সোনা, রূপার দাম আরও কমেছে। সকাল ৯:২৫ মিনিটে এমসিএক্স এক্সচেঞ্জে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১২৩,৭০০ টাকায় লেনদেন হচ্ছিল, যা আগের দিনের তুলনায় প্রতি ১০ গ্রামে ৪০৪ টাকা কম। সকাল পর্যন্ত ২৪ ক্যারেট সোনার দাম সর্বনিম্ন ১২৩,৪৬৩ টাকা এবং সর্বোচ্চ ১২৩,৭২৮ টাকায় পৌঁছেছে।
বিস্তারিত পড়ুন- Gold Rate Today In India: ভাইফোঁটা মিটতেই হুড়মুড়িয়ে কমল সোনার দর, জেনে নিন কলকাতায় সর্বশেষ হলুদ ধাতুর দর
- Oct 24, 2025 14:35 IST
WB News Live:কারখানায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার
ইএম বাইপাস সংলগ্ন একটি নামী পানীয় প্রস্তুতকারক সংস্থার শৌচালয় থেকে শুক্রবার সকালে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের নাম কবির হোসেন মোল্লা (প্রায় ৩০ বছর), যিনি মাত্র আট মাস আগে বিয়ে করেছিলেন। মৃত যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুন হতে পারে।
বিস্তারিত পড়ুন- নামী পানীয় সংস্থার কারখানায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, তুমুল চাঞ্চল্য নরেন্দ্রপুরে
- Oct 24, 2025 14:34 IST
West Bengal News Live Updates: ভিনরাজ্যে শ্রমিকের মৃত্যু
ভিনরাজ্যে রুজির টানে গিয়ে ফের এক শ্রমিকের মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের মধ্য চাচণ্ড গ্রামে। তামিলনাড়ুতে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন মধ্য চাচণ্ড গ্রামের সুকুর আলী মীর (৪০)।
বিস্তারিত পড়ুন- Murshidabad News:রুজির টানেই জীবনহানি, ভিনরাজ্যে শ্রমিকের মৃত্যু, শোকে পাথর পরিবার
- Oct 24, 2025 14:33 IST
Kolkata News Live Updates:বিরাট ধাক্কা শুভেন্দু অধিকারীর!
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্য বড় ধাক্কা। কলকাতা হাইকোর্ট শুক্রবার তাঁর বিরুদ্ধে দেওয়া আইনি রক্ষাকবচ প্রত্যাহার করেছে। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ মামলার রায়ে মন্তব্য করেছে, “কোনও অন্তর্বর্তী নির্দেশ অনন্তকাল চলতে পারে না।”
বিস্তারিত পড়ুন- Suvendu Adhikari: বিরাট ধাক্কা শুভেন্দু অধিকারীর! কী জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট?
- Oct 24, 2025 14:32 IST
West Bengal News Live:চলন্ত বাসে আগুন, মৃত ১২
অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যরাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো বাসে আগুন লেগে মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে যায় পুরো বাসটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাসে মোট ৪১ জন যাত্রী ছিলেন।প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সেই সময় বাসটির জ্বালানির ট্যাঙ্ক ফেটে যায় এবং তাতেই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসজুড়ে, ফলে প্রায় ৪০ জন যাত্রী ভিতরে আটকা পড়ে যান।দমকল বাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে অন্তত ১২ জন যাত্রী প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
- Oct 24, 2025 14:31 IST
Kolkata News Live Updates:বিজ্ঞাপন জগতে নক্ষত্রপতন
ভারতীয় বিজ্ঞাপন জগতে নক্ষত্রপতন। না ফেরার দেশে বিজ্ঞাপন গুরু পীযূষ পান্ডে। তিনি কোকা-কোলা এবং বাজাজ সহ বেশ কয়েকটি কোম্পানির হয়ে একাধিক বিজ্ঞাপনে কাজ করেছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল পীযূষ পাণ্ডের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, "পদ্মশ্রী পীযূষ পাণ্ডের মৃত্যুতে শোক প্রকাশ করার জন্য আমার কাছে ভাষা নেই। বিজ্ঞাপন জগতের একজন অতুলনীয় ব্যক্তিত্ব, তাঁর সৃজনশীল প্রতিভা গল্প বলার শিল্পকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন এবং আমাদের অবিস্মরণীয় গল্প উপহার দিয়েছেন।"
- Oct 24, 2025 11:00 IST
WB News Live:দুর্গাপুর-কাণ্ডে টিআই প্যারেড
ফের চর্চায় দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের চিকিৎসক ছাত্রীকে ধর্ষণের মামলা। নক্কারজনক ওই কাণ্ডের তদন্তে নেমে ইতিমধ্যেই মোট ৬ জনকে পুলিস গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে রয়েছেন ওই ছাত্রীর সহপাঠীও। তরুণী ছাত্রীকে ধর্ষণে মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাদের টিআই প্যারেড করানোর কথা রয়েছে। আগামী ২৭ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
- Oct 24, 2025 09:12 IST
Kolkata News Live Updates:মেট্রোর জন্মদিনে ফিরে দেখা সোনালী অতীত!
আজ, ২৪ অক্টোবর ২০২৫, কলকাতা মেট্রোর জন্মদিন। দেশের প্রথম মেট্রোরেল পরিষেবা চালু হয়েছিল ১৯৮৪ সালের এই দিনে। ১৯৮৪ সালের ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে চালু হয় কলকাতা মেট্রো রেল, যা তখন এসপ্ল্যানেড থেকে ভবানীপুর (বর্তমান নেতাজি ভবন) পর্যন্ত মাত্র ৩.৪ কিলোমিটার পথ পরিষেবা দিয়ে শুরু হয়। এই যাত্রার মধ্য দিয়ে কলকাতার যাত্রী পরিবহণ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসে।
বিস্তারিত পড়ুন- Kolkata Metro:কলকাতার প্রাণের পাতালরেল, মেট্রো আজও শহরের অহঙ্কার! জন্মদিনে ফিরে দেখা সোনালী অতীত!
- Oct 24, 2025 09:11 IST
West Bengal News Live Updates:ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে
বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নতুন নিম্নচাপ অঞ্চল। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় আগামী কয়েক দিনে কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মুষলধারে বৃষ্টি না হলেও দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ছিটেফোঁটা বৃষ্টি চলবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update:বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, ফের বৃষ্টি সম্ভাবনা রাজ্যে, উত্তরবঙ্গে চলবে হালকা বৃষ্টি
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us