employee of karigari bhawan in Newtown stabbed colleagues over a dispute over leave: এবার অফিসে ছুটি নিয়ে বিবাদের জেরে নিজের সহকর্মীদের উপর ছুরি চালালেন এক ব্যক্তি। ছুরির কোপে এক পুলিশকর্মীও গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। নিউটাউনের কারিগরি ভবনের ওই ঘটনার পর সেই রক্তমাখা ছুরি নিয়ে প্রকাশ্য রাস্তা দিয়ে হেঁটে বেরিয়ে যান ওই ব্যক্তি। পুলিশকর্মীরা তাঁকে থামতে বললে ছুরি উঁচিয়ে হুমকি দিতে দেখা যায় সরকারি ওই কর্মচারীকে। শেষমেশ কোনওমতে তাঁকে পাকড়াও করা হয়। তাঁর সঙ্গে থাকা ছুরিটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
বৃহস্পতিবার নিউটাউনে কারিগরি ভবনে হুল্শূল পড়ে যায়। জানা গিয়েছে, ছুটি নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা ঘটিয়েছেন ওই ব্যক্তি। তার ছুটির আবেদন বাতিল হয়ে যাওয়ায় মেজাজ ঠিক রাখতে পারেননি ওই ব্যক্তি। ছুরি দিয়ে আঘাত করে বসেন নিজেরই তিন সহকর্মীকে। ঘচনাস্থলে থাকা এক পুলিশকর্মীও তাঁর ছুরির কোপে গুরুতর জখম হয়েছেন। বারবার ছুটির আবেদন করে তা বাতিল হওয়ার জেরেই প্রতিহিংসা পরায়ণ হয়ে ওই ব্যক্তি এমন মারাত্মক কাণ্ড ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনার পর রক্তমাখা সেই ছুরি নিয়েই প্রকাশ্য রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে যান মোটাসোটা চেহারা ও মাথায় টাক থাকা ওই ব্যক্তি। তাঁকে থামতে বললে উল্টে হাতে থাকা ছুড়ি উঁচিয়ে উপস্থিত পুলিশকর্মীকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,"একদম এগোবেন না, চালিয়ে দেব।"
আরও পড়ুন- West Bengal News Live: মেদিনীপুর মেডিক্যালে স্যালাইন-কাণ্ড, রাজ্যের রিপোর্টে বড়সড় প্রশ্ন প্রধান বিচারপতির
যদিও এরপর কোনভাবে ওই ব্যক্তিকে পাকড়াও করেছে পুলিশ। তার সঙ্গে থাকা ছুরিটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই ব্যক্তি মানসিক অবসাদে ভুগছেন। তারই জেরে তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে ছুরিটি তিনি কোথা থেকে জোগাড় করলেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন- Digha: আচমকা হল কী? পর্যটকরা মুখ ফেরাচ্ছেন দিঘা থেকে, হতাশ ব্যবসায়ীরা