Digha: আচমকা হল কী? পর্যটকরা মুখ ফেরাচ্ছেন দিঘা থেকে, হতাশ ব্যবসায়ীরা

Digha: দিঘায় পর্যটকদের সংখ্যা গত কয়েকদিন ধরেই বেশ কমে গিয়েছে। এর জেরে মার খাচ্ছে সেখানকার হোটেল ব্যবসা থেকে শুরু করে নানা ধরনের ব্যবসা।

author-image
Debanjana Maity
New Update
Digha,Sea food Festival in Digha,west bengal news,দিঘা, সি ফুট ফেস্টিভ্যাল

Digha: দিঘার অপরূপ সমুদ্র পাড়।

Tourist numbers dwindling in Digha, traders disappointed: বিদায়ের পথে শীত। তাপমাত্রার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী। এর ওপর চলতি ফেব্রুয়ারি মাসেই মাধ্যমিক  (Madhyamik) পরীক্ষা। মাস ঘুরলেই রয়েছে উচ্চ মাধ্যমিক। বেসরকারি স্কুলগুলিতে চলতি মাসেই ফাইনাল পরীক্ষা। এর উপর যোগ হয়েছে প্রয়াগরাজের মহাকুম্ভ (Maha Kumbh Mela 2025) মেলা। এসবের জেরেই রাজ্যের সৈকতনগরী দিঘায় (Digha) পর্যটকদের আনাগোনা বেশ কমেছে। স্বভাবতই তাই হতাশ হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে দিঘার ছোট-বড় অন্য ব্যবসায়ীরা। 

Advertisment

এমনিতেই বছরের এই সময়ে দিঘায় পর্যটকদের থিকথিকে ভিড় থাকে না। তার ওপর এবার যেন পর্যটকদের ভিড় চোখেই পড়ছে না দিঘায়। হোটেলগুলিতে বুকিংও তলানিতে ঠেকেছে। দিঘার সমুদ্রতটে থাকা ব্যবসায়ীরাও বেশ হতাশ। দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক সুশান্ত পাত্র বলেন, "মহাকুম্ভ মেলা চলায় দিঘায় পর্যটকদের দেখা নেই। নেই হোটেল বুকিং। ফলে হোটেল ব্যবসা থেকে অন্যান্য ব্যবসা ব্যাপকভাবে মার খাচ্ছে।" 

অন্যদিকে, দিঘার সমুদ্রতটের এক চা বিক্রেতা সুমিত সাউ বলেন, "প্রতিদিন ওল্ড দিঘা এলাকায় সকালে ২৫০/৩০০ কাপ চা বিক্রি হতো। কিন্ত দিঘায় পর্যটক কম থাকায় সেই সংখ্যা অনেক কমে দুই সংখ্যায় এসে দাঁড়িছে। সংসার চালানোর খরচ কীভাবে উঠবে সেটাই ভবছি।"

আরও পড়ুন- West Bengal News Live: মেদিনীপুর মেডিক্যালে স্যালাইন-কাণ্ড, রাজ্যের রিপোর্টে বড়সড় প্রশ্ন প্রধান বিচারপতির

Advertisment

এদিকে, দিঘায় একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে সুবিশাল জগন্নাথ মন্দির (Jagannath Temple) তৈরির কাজ। আগামী অক্ষয় তৃতীয়ায় এই মন্দির জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দিঘায় জগন্নাথ ধামকে ঘিরে পর্যটকদের বছরভর আনাগোনা থাকবে বলে আশাবাদী স্থানীয় ব্যবসায়ীরা। 

আরও পড়ুন- SLST: কোন রহস্যে যোগ্য-অযোগ্যদের পৃথক করছে না রাজ্য? বিস্ফোরক দাবি আন্দোলনকারী শিক্ষকদের

Digha Bengali News Today Purba Medinipur Tourists in Digha news in west bengal news of west bengal