/indian-express-bangla/media/media_files/2025/09/24/waterlogged-2025-09-24-11-08-48.jpg)
Waterlogged city: এখনও জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ প্রান্ত।
Kolkata news:বৃষ্টি থামলেও এখনও জলের তলায় কলকাতার বিস্তীর্ণ প্রান্ত। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত একনাগাড়ে চলা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল শহর কলকাতার পাশাপাশি লাগোয়া জেলাগুলির বহু এলাকা। তবে গতকাল সকালের পর থেকে কলকাতা শহরে তেমন বৃষ্টি হয়নি। গতকাল দিনভর চলেছে জল নামানোর কাজ। বুধবার সকাল থেকেও দিকে দিকে পাম্প লাগিয়ে জল নামানোর চেষ্টা চলছে। তবুও বহু জায়গা থেকে সরেনি জল।
২৪ ঘন্টা কেটে গেলেও এখনও জলের তলায় বালিগঞ্জের বিস্তীর্ণ এলাকা। বালিগঞ্জ আইটিআই মোড় থেকে শুরু করে মারলিন পার্ক, ভারত সেবাশ্রম সংঘের সামনের রাস্তা এখনও জলের তলায়। বালিগঞ্জ ফাঁড়ি চত্বরেও জল থৈ থৈ অবস্থা। জলের তলায় রয়েছে টেগোর পার্ক এলাকা। নিউ গড়িয়া আবাসন জলমগ্ন। দিকে দিকে কোথাও হাঁটু জল, কোথাও কোমর সমান জল এখনও পর্যন্ত রয়েছে। অন্যদিকে একই পরিস্থিতি আনন্দ পালিত রোড এলাকাতেও। রাজপথের পাশাপাশি সেখানকার অলিগলি জলে ডুবে আছে।
বেহাল নিকাশির জেরে ঠনঠনিয়া কালিবাড়ী চত্বরেও এখনও জলমগ্ন পরিস্থিতি রয়েছে। উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট থেকে শুরু করে আর্মহার্স্ট স্ট্রিট কানেক্টরের অংশ জলের তলায়। সুকিয়া সিটের রাস্তার দু'ধারের দোকান বন্ধ রয়েছে। কারণ সেই সব দোকানগুলির ভিতরেও জল ঢুকে গেছে। পুজোর মুখে চরম ক্ষতির মুখে ব্যবসায়ীরা। জলমগ্ন রয়েছে চালতা বাগান এলাকার রাস্তাঘাট। সল্টলেকেরও বহু এলাকা এখনও জলমগ্ন রয়েছে।
এক কথায় বৃষ্টি থামার পর ২৪ ঘন্টা কেটে গেলেও এখনও কলকাতার হাবুডুবু দশা থেকে নিস্তার মেলেনি। গোদের ওপর বিষফোঁড়ার মতো হাওয়া দপ্তরের পূর্বাভাস আশঙ্কা বাড়াচ্ছে। আগামীকাল অর্থাৎ ২৫ সেপ্টেম্বর ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। পরের দিন অর্থাৎ ২৬ তারিখ সেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আর সেটা হলে ফের একবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তুমুল ঝড়-জল শুরু হতে পারে। ভেস্তে যেতে পারে পুজোর আনন্দ।