Examination will be canceled if electronic gadgets are found in the examination center by the secondary examinees: আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা। আগামী ২২ তারিখ পর্যন্ত চলবে পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার্থীদের ফের একবার সচেতন করতে বার্তা দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার সময় কোনও ইলেকট্রনিক গ্যাজেট রাখা যাবে না। গেজেট পাওয়া গেলে পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে।
গতবারেও এমন ৪৫ জনের পরীক্ষা বাতিল করা হয়েছিল বলে তিনি জানিয়েছেন। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীদের চেকিংয়ের দায়িত্বে থাকবেন শিক্ষকরাই। পরীক্ষা শুরুর আগে শেষবারের মতো শিক্ষকরা জানিয়ে দেবেন, পরীক্ষার্থীদের কাছে কোনওরকম ইলেকট্রনিক গ্যাজেট থাকলে তা জমা দিয়ে দিতে।
উল্লেখ্য, এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা গত বছরের থেকে বেড়েছে। গতবারের চেয়ে ৬২ হাজার বেশি পরীক্ষার্থী এ বছরের পরীক্ষায় বসছেন। ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছেন। তার মধ্যে ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছাত্রী রয়েছে। সেই সঙ্গে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ ছাত্র এ বছরের মাধ্যমিক পরীক্ষায় বসবে। ছাত্রদের তুলনায় এবারও পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যাই বেশি।
আরও পড়ুন- West Bengal News Live:'বাংলাদেশে হাসিনাদের আওয়ামি লিগ নিষিদ্ধ করা হবে', জানালেন ইউনুসের উপদেষ্টা
এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। ১০ ফেব্রুয়ারি বাংলা পরীক্ষা, ১১ ফেব্রুয়ারি ইংরেজি, ১৫ ফেব্রুয়ারি হবে অংক পরীক্ষা, আগামী ১৭ ফেব্রুয়ারি মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা, ১৮ তারিখ ভূগোল, ১৯ তারিখ জীবন বিজ্ঞান, ২০ ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান এবং সবশেষে আগামী ২২ ফেব্রুয়ারি মাধ্যমিকের ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
আরও পড়ুন- Kolkata Metro: আরও এক মাইলফলক ছুঁল কলকাতা মেট্রো! পাতালপথের যাত্রা এখন আরও মসৃণ