Kolkata Metro: আরও এক মাইলফলক ছুঁল কলকাতা মেট্রো! পাতালপথের যাত্রা এখন আরও মসৃণ

Metro Railway,Kolkata: যাত্রী স্বার্থে বরাবরই নানা পদক্ষেপ করে থাকে কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ। এবার দারুণ তৎপরতায় রীতিমতো নয়া নজির গড়ে ফেলেছে পাতালরেল।

author-image
Joyprakash Das
New Update
Kolkata Metro,RPF,metrorail,metro,kolkata news,west bengal news,latest bengali news,bengali news, কলকাতা মেট্রো,আরপিএফ,মেট্রোরেল

Kolkata Metro: প্রতীকী ছবি।

Kolkata metro carried more than 18.5 crore passengers till january 2025: ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত চলতি আর্থিক বছরে কলকাতা মেট্রো রেলের যাত্রী সংখ্যা বৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৩৯% বেশি। কলকাতা মেট্রো রেল ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ১৮.৫২ কোটি যাত্রী পরিবহণ করেছে, যা গত বছরের একই সময়ের ১৬.০৫ কোটি (যা ২.৪৭ কোটি বেশি) ছিল। কলকাতা মেট্রোরেলের তরফে বিবৃতি জারি করে এই তথ্য জানানো হয়েছে। 

Advertisment

এই বিপুল সংখ্যক যাত্রী পরিবহণের জন্য, কলকাতা মেট্রো রেল যাত্রীদের সুবিধার্থে বিপুল পরিমাণ ভর্তুকিও দিচ্ছে। কলকাতায় মেট্রোর ভাড়া দেশে সর্বনিম্ন এবং যা দীর্ঘদিন ধরে বাড়ানো হয়নি। এই আর্থিক বছরের জানুয়ারি পর্যন্ত, মেট্রো রেলের পরিচালনাগত ক্ষতি হয়েছে ২২৪.৬৮ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের ২০৭.৯০ কোটি টাকা ছিল।

এদিকে, রাজস্ব বৃদ্ধির জন্য, মেট্রো রেল কর্তৃপক্ষ যাত্রীদের স্বার্থকে প্রভাবিত না করে বিভিন্ন পদক্ষেপ করছে। মেট্রো রেলওয়ে স্টেশনগুলিতে আবর্জনার পাত্রের ব্র্যান্ডিং, মেট্রো রেকের ভেতরে ও বাইরে বিজ্ঞাপন প্রদর্শন, খোলা জায়গায় হোর্ডিং প্রদর্শন এবং বিভিন্ন স্টেশনে স্বাস্থ্য পরীক্ষার কিয়স্ক স্থাপন, হ্যান্ডেল চেইন ব্র্যান্ডিং ইত্যাদির মাধ্যমে রাজস্ব আয়ের উপর জোর দিচ্ছে। 

আরও পড়ুন- West Bengal News Live:কলকাতার বড়বাজারে আচমকা হানা STF-এর, বন্দুক-গুলি-সহ আটক ৩

Advertisment

এছাড়াও, মেট্রো রেলওয়ে ট্র্যাক সাইডওয়াল ব্র্যান্ডিং, কার্ড ব্যালেন্স চেকিং টার্মিনাল (CBCT) ব্র্যান্ডিং, স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (ASCRM) ব্র্যান্ডিং, AFC-PC গেটস এবং ফ্ল্যাপ ব্র্যান্ডিং, খাদ্য কিয়স্ক স্থাপন, স্মার্ট কার্ড এবং টোকেন ব্র্যান্ডিং, যাত্রীদের ইনফোটেইনমেন্ট প্রদানের জন্য রেকের ভিতরে ডিজিটাল ডিসপ্লে স্ক্রিন স্থাপন ইত্যাদির মতো উদ্ভাবনী ধারণাগুলিও বাস্তবায়ন করেছে।

আরও পড়ুন- Kolkata Weather Today: বিদায়বেলায় 'খেল' দেখাচ্ছে শীত, আরও নামবে পারদ, জোরালো হবে ঠান্ডার অনুভূতি

২০২৫ সালের জানুয়ারির শেষে মেট্রো রেলওয়ের অপারেটিং অনুপাত ২৩৬। গত মাসে যাত্রী ব্যবসায় ডিজিটাল লেনদেন ৩০% ছাড়িয়ে গেছে। বুকিং কাউন্টারের সামনে ভিড় এড়াতে মেট্রো রেলওয়ে যাত্রীদের আরও ডিজিটাল লেনদেন গ্রহণ এবং স্টেশনে পৌঁছানোর আগে অনলাইনে টিকিট বুক করার অনুরোধ করেছে।

আরও পড়ুন- Blast in Nadia: কল্যাণীর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, পরপর ঝলসে মৃত্যু

kolkata metro east-west metro Bengali News Today Metro news in west bengal news of west bengal NEWS