জালনোট পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুই গৃহবধূকে গ্রেপ্তার করলো পুলিশ। ওই দুই মহিলার অন্তর্বাস থেকেই উদ্ধার হয়েছে মোট ৪ লক্ষ টাকার জালনোট। উদ্ধার হওয়া জালনোটগুলি সবই ৫০০ টাকার বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দুলালটোলা এলাকায় অভিযান চালায় ।
গোপন সূত্রে জালনোটকারীদের সম্পর্কে জানতে পেরে কর্তব্যরত মহিলা পুলিশদের উপস্থিতিতেই অভিযুক্ত ওই দুজনকে জেরা করা হয়। এরপরই কর্তব্যরত মহিলা পুলিশ তল্লাশি চালিয়ে ওই দুইজনের অন্তর্বাস থেকে মোট চার লক্ষ টাকার জালনোট উদ্ধার করে।
এই জালনোটগুলি ২০ হাজার টাকা বান্ডিল করে শরীরের গোপন জায়গায় লুকিয়ে রেখেছিল ওই দুই মহিলা বলে জানতে পেরেছে পুলিশ। বুধবার ধৃতদের মালদা আদালতে পেশ করেছে পুলিশ।
আরও পড়ুন- Jai Shri Ram controversy: 'জয় শ্রীরাম বলতে বলে, না বলায় ২৫ হাজার টাকা চায়', দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ মালদার পরিবারের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই মহিলার নাম মমতাজ বিবি(৩৫)। তার বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায় এবং জেসমিন খাতুন (২৮) । তার বাড়ি মোথাবাড়ি থানা এলাকায়। মঙ্গলবার রাতে সীমান্তবর্তী এলাকায় ওই দুই মহিলা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল।
আরও পড়ুন- West Bengal live news Live Updates: বাংলার বুকে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুমিছিল, হাহাকার! শোকে পাথর এলাকাবাসী
বিষয়টি জানতে পেরে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ দুলালটোলা এলাকায় অভিযান চালিয়ে জালনোট সহ এই দুই মহিলাকে গ্রেপ্তার করে। তবে এই দুই মহিলা কোথা থেকে জালনোট গুলি নিয়ে এসেছিল কোথায় এবং কোথায় পাচার করছিল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, মূলত গরিব ঘরের মহিলাদের মোটা টাকার টোপ দিয়েই এই ধরনের জালনোট চক্রের সঙ্গে যুক্ত করার চেষ্টা চালাচ্ছে একশ্রেণীর অপরাধীরা। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, ধৃতদের আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।