Malda News: তলে তলে দুই বধূ যে এই কাণ্ড ঘটাচ্ছিলেন ঘুনাক্ষরেও কেউ বোঝেনি! শেষমেশ যা হল...

Housewives arrested: এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়। পুলিশ ঘটনার বিশদে তদন্ত শুরু করেছে।

Housewives arrested: এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়। পুলিশ ঘটনার বিশদে তদন্ত শুরু করেছে।

author-image
Madhumita Dey
New Update
Fake currency racket,  Malda fake note case,  Two women arrested in Malda,  Counterfeit currency arrest  ,Malda housewives in fake note scam,  Women caught smuggling fake notes,  Malda fake currency network  ,Black money operation Malda  ,Female accused in fake note case,  Fake money seizure Bengal,জালনোট পাচার  ,মালদায় জালনোট কাণ্ড  ,দুই বধূ গ্রেফতার,  জালনোট চক্র মালদা  ,মহিলা জালনোট পাচারকারী  ,মালদার কালোবাজারি,  জাল টাকা উদ্ধার  ,জালনোট মামলায় মহিলা গ্রেফতার  ,মালদায় জালনোট অভিযান  ,জালনোটে নারীদের ভূমিকা

Two women arrested: পুলিশ দুই মহিলাকে গ্রেফতার করেছে।

জালনোট পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুই গৃহবধূকে গ্রেপ্তার করলো পুলিশ।  ওই দুই মহিলার অন্তর্বাস থেকেই উদ্ধার হয়েছে মোট ৪ লক্ষ টাকার জালনোট। উদ্ধার হওয়া জালনোটগুলি সবই ৫০০ টাকার বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দুলালটোলা এলাকায় অভিযান চালায় । 

Advertisment

 গোপন সূত্রে জালনোটকারীদের সম্পর্কে জানতে পেরে কর্তব্যরত মহিলা পুলিশদের উপস্থিতিতেই অভিযুক্ত ওই দুজনকে জেরা করা হয়। এরপরই কর্তব্যরত মহিলা পুলিশ তল্লাশি চালিয়ে ওই দুইজনের অন্তর্বাস থেকে মোট চার লক্ষ টাকার জালনোট উদ্ধার করে।

এই জালনোটগুলি ২০ হাজার টাকা বান্ডিল করে শরীরের গোপন জায়গায় লুকিয়ে রেখেছিল ওই দুই মহিলা বলে জানতে পেরেছে পুলিশ। বুধবার ধৃতদের মালদা আদালতে পেশ করেছে পুলিশ। 

Advertisment

আরও পড়ুন- Jai Shri Ram controversy: 'জয় শ্রীরাম বলতে বলে, না বলায় ২৫ হাজার টাকা চায়', দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ মালদার পরিবারের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই মহিলার নাম মমতাজ বিবি(৩৫)। তার বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায় এবং জেসমিন খাতুন (২৮) । তার বাড়ি মোথাবাড়ি থানা এলাকায়। মঙ্গলবার রাতে সীমান্তবর্তী এলাকায় ওই দুই মহিলা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল।

আরও পড়ুন- West Bengal live news Live Updates: বাংলার বুকে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুমিছিল, হাহাকার! শোকে পাথর এলাকাবাসী

বিষয়টি জানতে পেরে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ দুলালটোলা এলাকায় অভিযান চালিয়ে জালনোট সহ এই দুই মহিলাকে গ্রেপ্তার করে। তবে এই দুই মহিলা কোথা থেকে জালনোট গুলি নিয়ে এসেছিল কোথায় এবং কোথায় পাচার করছিল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। 

পুলিশের প্রাথমিক অনুমান, মূলত গরিব ঘরের মহিলাদের মোটা টাকার টোপ দিয়েই এই ধরনের জালনোট চক্রের সঙ্গে যুক্ত করার চেষ্টা চালাচ্ছে একশ্রেণীর অপরাধীরা। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, ধৃতদের আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

Malda Bengali News Today Arrested