fraud case:IPS পরিচয়ে তরুণীর সঙ্গে 'প্রেম', লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে উধাও যুবক, শেষমেশ কী হল?

Fake IPS officer arrested: নিজেকে আইপিএস অফিসার পরিচয় দিয়েছিলেন ওই যুবক। ওই পরিচয়েই হাড়োয়ার তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি।

Fake IPS officer arrested: নিজেকে আইপিএস অফিসার পরিচয় দিয়েছিলেন ওই যুবক। ওই পরিচয়েই হাড়োয়ার তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি।

author-image
Utsab Mondal
New Update
Fake IPS officer arrested  ,Haroa police IPS fraud,  Ranjay Chatterjee fraud case,  Kolkata outskirts fake IPS scam  ,West Bengal IPS impersonation,ভুয়ো আইপিএস অফিসার গ্রেফতার,  হাড়োয়া আইপিএস প্রতারণা  ,রণজয় চট্টোপাধ্যায় মামলা,  নিউটাউন প্রতারণা কাণ্ড  ,পশ্চিমবঙ্গ আইপিএস ছদ্মবেশ

Fake IPS officer: ছবির ডানদিকে থাকা এই যুবকই প্রতারক।

ভুয়ো আইপিএস গ্রেফতার। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়ার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুলিশ জেলার সাসপেন্ডেড হোমগার্ডই নিজেকে IPS অফিসার বলে পরিচয় দেয়। হাড়োয়ার একটি মেয়ে সঙ্গে ওই পরিচয় দিয়েই সে সম্পর্ক তৈরি করে। পরে মেয়েটির পরিবারের সদস্যদের প্রতারণা করে হাতিয়ে নেয় প্রায় ১১ লক্ষ টাকা। তবে শেষ রক্ষা হয়নি। থানায় অভিযোগ দায়ের করে মেয়েটির পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। 

Advertisment

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, হাড়োয়া থানা এলাকার ওই মেয়েটির সঙ্গে আইপিএস অফিসার পরিচয় দিয়ে প্রথমে বন্ধুত্ব পাতায় রণজয় চট্টোপাধ্যায় নামে ওই যুবক। তাদের পরিবারের কাছ থেকে  প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই যুবক। প্রথমটায় বুঝতে না পরলেও পরবর্তী সময়ে মেয়েটির পরিবার বুঝতে পারে যে তারা প্রতারিত হয়েছেন। এরপর তারা হাড়োয়া থানায় রণজয় চট্টোপাধ্যায় নামে ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে হাড়োয়া থানার পুলিশ তদন্ত শুরু করে। 

বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর শেষমেশ যাদবপুর এলাকা থেকে ২৭ বছরের রনজয় চট্টোপাধ্যায় ওরফে সুস্মিত সেনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ওই যুবকের নাম রনজয় চ্যাটার্জী ওরফে সুস্মিত সেন, তার বাড়ি এয়ারপোর্ট সংলগ্ন নারায়ণপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, এই যুবকের নামে বিভিন্ন থানা এলাকায় এসপি পরিচয় দিয়ে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। 

আরও পড়ুন- West Bengal News live updates: কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণ, জোর করে গর্ভপাত করানোর অভিযোগ, আজ মামলার শুনানি হাইকোর্টে

Advertisment

এমনকি একাধিক নাম অর্থাৎ ছদ্মনাম ব্যবহার করে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নীল বাতি লাগানো গাড়ি ব্যবহার করে একাধিক জায়গায় প্রতারণা করে বেড়াত এই যুবক। ওই যুবকের ফাঁদে পড়েন হাড়োয়া থানা এলাকার এক তরুণীও। তাদের কাছ থেকেও প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই যুবক।

আরও পড়ুন- Kolkata rainfall update:ভরা বর্ষায় ফুঁসছে নিম্নচাপ, আর কয়েক ঘন্টাতেই প্রবল বৃষ্টি এই জেলাগুলিতে

North 24 Pargana Fake IPS Arrested