Kolkata rainfall update:ভরা বর্ষায় ফুঁসছে নিম্নচাপ, আর কয়েক ঘন্টাতেই প্রবল বৃষ্টি এই জেলাগুলিতে

West Bengal weather forecast July 8, 2025: সোমবার রাত থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে কখনও ভারী কখনও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের সব জেলায়। উত্তরের জেলাগুলিতেও খেল দেখাচ্ছে নিম্নচাপ।

West Bengal weather forecast July 8, 2025: সোমবার রাত থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে কখনও ভারী কখনও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের সব জেলায়। উত্তরের জেলাগুলিতেও খেল দেখাচ্ছে নিম্নচাপ।

author-image
IE Bangla Web Desk
New Update
weather forecast west bengal,west bengal weather, west bengal weather today, west bengal weather now, ajker weather west bengal, west bengal weather temprature, west bengal weather in april, kolkata weather, Kolkata weather update, Kolkata weather 20 june, Kolkata temperature, current weather, Kolkata climate, weather forecast, bengal weather,bengal weather news, bengal weather forecast, bengal weather news today, kolkata weather today, kolkata weather now, Ajker Kolkata weather,monsoon,আবহাওয়ার পূর্বাভাস পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের আবহাওয়া, আজকের আবহাওয়া পশ্চিমবঙ্গ,পশ্চিমবঙ্গের তাপমাত্রা,কলকাতার আবহাওয়া,কলকাতার ওয়েদার আপডেট,কলকাতার তাপমাত্রা,আবহাওয়ার পূর্বাভাস,বাংলার আবহাওয়া,বাংলার আবহাওয়ার খবর,বাংলার আবহাওয়ার পূর্বাভাস,আজ বাংলার আবহাওয়ার খবর,আজকের কলকাতার আবহাওয়া

Rainfall Forecast: আজও ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়।

West Bengal weather Update: ভরা বর্ষায় নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ গোটা দিন মঙ্গলবার দিনভর দফায় দফায় দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র কোথাও হালকা থেকে মাঝারি কোথাও ঝিরঝিরে বৃষ্টি চলছে। বৃষ্টি চলছে উত্তরের জেলাগুলিতেও।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

এমনিতেই বর্ষার বৃষ্টি চলছিল। গোদের ওপর বিষফোঁড়ার মতো ভরা বর্ষায় দক্ষিণবঙ্গে তৈরি হয় নিম্নচাপ অঞ্চল। তারই জেরে দক্ষিণবঙ্গে সর্বত্র ঝেঁপে বৃষ্টি চলছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সমুদ্র উত্তাল থাকার জেরে মৎস্যজীবীদেরও গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য প্রায় সব জেলায় আগামী কয়েক দিন ঝমঝমিয়ে বৃষ্টি চলবে দফায় দফায়। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির পরিমাণ কমতে পারে।

কলকাতার ওয়েদার আপডেট

Advertisment

শহর কলকাতাতেও মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি চলছে। গতরাতেও দফায় দফায় বৃষ্টি হয়েছে মহানগরীতে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজও দিনভর তিলোত্তমা মহানগরীতে বৃষ্টির দাপট দেখা যাবে। কখনও হালকা কখনও আবার মাঝারি বৃষ্টি চলবে কলকাতা শহরে।  বৃষ্টির জেরে তাপমাত্রাও খানিকটা কমেছে।

আরও পড়ুন- Siddiqullah Chowdhury:তৃণমূল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন, এবার দলের জেলা সভাপতিকে বেনজির কটাক্ষ সিদ্দিকুল্লা চৌধুরীর

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল ও পরশু উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে।

আরও পড়ুন- Dilip Ghosh:'২১ জুলাইয়ের পর কোনও প্রশ্ন থাকবে না', দিলীপের তৃণমূল-যোগ সম্ভাবনা আরও বাড়ল?

rain Alipur weather Office Kolkata Weather