Fake IT Raid Kolkata: আসল কেন্দ্রীয় বাহিনী নিয়ে 'নকল আয়কর' অভিযান। খাস কলকাতায় রোমহর্ষক ঘটনা। তদন্তে নেমেই বিরাট সাফল্য কলকাতা পুলিশের। জালে আটক ৫ CISF জওয়ান সহ মোট আট। পুলিশ সূত্রে খবর, পূর্ব পরিচিতিকে কাজে লাগিয়ে ভুয়ো আইটি অভিযান চালানো হয় চিনার পার্কের এক প্রমোটারের ফ্ল্যাটে। ফারাক্কা সহ রাজ্যের একাধিক স্থান থেকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে মোট আট জনকে। যার মধ্যে চার জন CISF কনস্টেবল, একজন CISF ইন্সপেক্টর।
চিনার পার্কে ভুয়ো আয়কর অভিযানের ঘটনায় গ্রেফতার করা হয়েছে মোট আটজনকে। এদের মধ্যে পাঁচ জন CISF জওয়ান। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, অভিযোগকারী বিনীতা সিং ও তার সৎ মা আরতি সিংয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের কারণেই চালানো হয় ভুয়ো এই আয়কর অভিযান। লুট করা হয় নগদ টাকা সহ বেশ কয়েক ভরি সোনা।
ঘটনা প্রসঙ্গে এয়ারপোর্ট ডিভিশনের ডেপুটি কমিশনার অফ পুলিশ ঐশ্বর্য সাগর জানিয়েছেন, '১৮ মার্চ বাগুইআটি থানাতে একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগ করেন বিনীতা সিং। ওনার অভিযোগ ছিল ওনার বাড়িতে ১৭ এবং ১৮ তারিখ মধ্যরাতে কিছু লোক নিজেদের আইটি আধিকারিক পরিচয়ে তল্লাশি চালায়। এরপর নগদ টাকা এবং গহনা বাজেয়াপ্ত করা হয়। কিন্তু দেওয়া হয়নি কোন সিজার লিস্ট। সাদা কাগজে সই করিয়ে নগদ ও গয়না নিয়ে চম্পট দেয় তারা। যাওয়ার সময় সিসিটিভির ডিভিআর কেটে নিয়ে যায়"।
এতেই সন্দেহ দানা বাঁধে পরিবারের সদস্যদের। পরবর্তীতে আয়কর দফতরে গিয়ে জানা যায় আয়কর দফতর থেকে এমন কোন এমন অভিযান চালানোই হয়নি। তা জানতে পেরেই পুলিশের দ্বারস্থ হন প্রমোটার এসকে সিংয়ের পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। খতিয়ে দেখা হয় বাড়ির আশেপাশের সিসিটিভি ফুটেজ।
তদন্তে পুলিশ জানতে পারে মোট দুটি গাড়ি করে অভিযুক্তরা এসেছিলেন। তার মধ্যে রয়েছে একটি পিকআপ ভ্যান ও একটি মোটর বাইক। পিকআপ ভ্যানের নম্বরের সূত্র ধরে প্রথমে গাড়ির চালককে আটক করা হয় সাউথ পোর্ট এলাকা থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করে এক মিডিল ম্যানের কথা পুলিশ জানতে পারে। নিউ আলিপুর থানা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। জেরায় তিনি পুলিশকে জানিয়েছেন, তাকে গাড়ি ভাড়া করার নির্দেশ দেয় এক সিআইএসএফের অফিসার। সমস্ত তথ্যপ্রমাণ জোগাড় করে ফারাক্কা থেকে গ্রেফতার করা হয় সিআইএসএফের এক ইন্সপেক্টরকে। জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার সঙ্গে আরও চারজন সিআইএসএফ কনস্টেবল এই ঘটনায় যুক্ত। তাদের সকলকে আটক করে পুলিশ। তদন্তে আধিকারিকরা জানতে পেরেছেন আরতি সিং এবং বিনীত সিং এর মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই ঠাণ্ডা মাথায় ভুয়ো অভিযানের নীল নকশা' তৈরি করা হয়।