family of late Tmc MLA of Kaliganj was absent from obituary programme called by Mahua Maitra: নদিয়ায় দলে কোন্দল বোধ হয় এবার রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে! কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এর আগেও অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন জেলা তৃণমূলের শীর্ষ নেতারা। মহুয়ার নামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত চিঠি দিয়েছিলেন তারা। সেই ঘটনার পর কয়েক মাস কেটে গেলেও মহুয়ার বিরুদ্ধে যে জেলা তৃণমূলের একটা বড় অংশের ক্ষোভ এখনও কমেনি তা ফের বোঝা গেল।
দিন কয়েক আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের। প্রয়াত তৃণমূল বিধায়কের স্মরণসভার একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন কৃষ্ণনগর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়ার ডাকা সেই স্মরণসভার অনুষ্ঠানে এলেনই না প্রয়াত তৃণমূল বিধায়কের পরিবারের সদস্যরা। পলাশিপাড়ার একটি মাঠে প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের স্মরণসভার আয়োজন করা হয়েছিল।
জানা গিয়েছে, এর আগে প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর পর তাঁর ঘনিষ্ঠরা ৯ ফেব্রুয়ারি একটি স্মরণসভার আয়োজন করেছিলেন। সেই স্মরণসভার মুখ্য উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূলের অন্যতম নেতা উজ্জ্বল বিশ্বাস। সেই স্মরণসভার পর কৃষ্ণনগর তৃণমূল সাংসদ ১৬ ফেব্রুয়ারি আরও একটি স্মরণসভার ডাক দিয়েছিলেন।
আরও পড়ুন- Suvendu Adhikari: 'এটা আনসারুল্লা বাংলার সরকার', মমতাকে ধুয়ে দিয়ে ঝাঁঝালো আক্রমণ শুভেন্দুর
এই অনুষ্ঠানে প্রয়াত তৃণমূল বিধায়কের পরিবারের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তাঁরা কেউই আসেননি। এর আগে গত ৯ তারিখের স্মরণসভায় রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, চাপড়ার তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান, নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক কল্লোল খাঁ-সহ জেলা তৃণমূলের অন্য নেতারা উপস্থিত ছিলেন। ওই স্মরণসভায় প্রয়াত তৃণমূল বিধায়কের পরিবারের সদস্যরাও হাজির ছিলেন। তবে সেখানে যাননি মহুয়া মৈত্র।
আরও পড়ুুন- West Bengal News Live: বেনজির ঘটনা বিধানসভায়! সাসপেন্ড শুভেন্দু অধিকারী-সহ BJP-র চার বিধায়ক