Suvendu Adhikari: 'এটা আনসারুল্লা বাংলার সরকার', মমতাকে ধুয়ে দিয়ে ঝাঁঝালো আক্রমণ শুভেন্দুর

Suvendu Adhikari-Mamata Banerjee: তুলকালাম কাণ্ড রাজ্য বিধানসভায়। সরস্বতী পুজোয় বাধার অভিযোগ এনে বিধানসভায় মুলতুবি প্রস্তাব এনেছিলেন বিজেপি বিধায়করা।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari, Mamata Banerjee, bjp,tmc,west bengal news,শুভেন্দু অধিকারী,বিজেপি,তৃণমূল,মমতা বন্দ্যোপাধ্যায়

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari attacked Mamata Banerjees government: সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ নিয়ে বিধানসভায় মুলতুবি প্রস্তাব এনেছিলে BJP। অধ্যক্ষ সেই প্রস্তাব খারিজ করে দেওয়ায় তুলকালাম কাণ্ড বেধে যায়। বিধানসভা অধিবেশন ওয়াকআউট করে গেরুয়া দল। এরপরেই শুভেন্দু অধিকারী-সহ বিজেপির চার বিধায়ককে ৩০ দিনের জন্য সাসপেন্ড করার নির্দেশ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের। এরপর বিধানসভা থেকে বেরিয়ে রাজ্য সরকারকে তুমুল আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

Advertisment

কী বলেছেন শুভেন্দু? 

"রাজ্যে ও গণতান্ত্রিক সরকার চলছে। সংবিধান, সংসদীয় ব্যবস্থা সরকার মানে না। সরস্বতী পুজোয় বাধা নজিরবিহীন। সশস্ত্র পুলিশ, IPS-দের দিয়ে পুজো করাতে হয়েছে। বিধানসভায় কোনও প্রশ্নের উত্তর দেন না মুখ্যমন্ত্রী। হিন্দুদের জন্য বলতে গিয়ে আমাকে ১ মাস বাইরে রেখেছে। আমি গর্বিত। আমি হিন্দুর ছেলে।" 

কাল বিধানসভার গেটে ধর্না BJP-র! 

Advertisment

শুভেন্দু বলেন, "আগামীকাল মুখ্যমন্ত্রী হাউসে আসবেন, BJP থাকবে না। বিধানসভার গেটে আগামিকাল বেলা ১২টা থেকে বিধানসভার আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধরনা দেব। কাল বিধানসভার বাইরে থেকে আমি বক্তৃতা দেব। আগামীকাল মুখ্যমন্ত্রীকে বয়কট BJP-র। আগামী ১ মাস আমি ভাতা নেব না। এই সরকার আনসারুল্লা বাংলার সরকার। এই সরকার মুসলমানের সরকার। সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, কার্যবিবরণীর কাগজ ছিঁড়ে দিয়েছি।"

আরও পড়ুন- West Bengal News Live: বেনজির ঘটনা বিধানসভায়! সাসপেন্ড শুভেন্দু অধিকারী-সহ BJP-র চার বিধায়ক

সোমবার বেনজির ঘটনা রাজ্য বিধানসভায়। ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে BJP-র ৪ বিধায়ককে। সরস্বতী পুজোয় বাধার অভিযোগে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। সেই প্রস্তাব খারিজ করে দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তারই প্রতিবাদে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। এরপরেই ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হয় ৪ বিজেপি বিধায়ককে। সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ ও বিশ্বনাথ কারক।

আরও পড়ুন-Malda News: 'বিয়ে না দিলে ঝাঁপ দিয়ে মরব', টাওয়ারে উঠে হুমকি প্রেমিকের! হুবহু হিন্দি ছবি 'শোলে'র চিত্রনাট্য

tmc bjp Suvendu Adhikari Bengali News Today CM Mamata banerjee news in west bengal news of west bengal