famous biriyani chain owner arrested at madhyamgram:এক ব্যক্তিকে মারধর ও তাঁকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগে প্রখ্যাত বিরিয়ানি চেন ডি-বাপি-এর মালিক অনির্বাণ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মধ্যমগ্রাম থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আদালতে তোলা হলে বিচারক ডি-বাপির কর্ণধার অনির্বাণ দাসকে দু'দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রামে একটি ভাড়ার ঘর নিয়ে বিশ্বজিৎ দত্ত নামে এক ব্যক্তির সঙ্গে বচসা হয়েছিল অনির্বাণ দাসের। সেই বচসা থেকেই ওই ব্যক্তিকে অনির্বাণ ধাক্কাধাক্কি ও গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে একটি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে রীতিমতো হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অনির্বাণ দাসের বিরুদ্ধে। এই ঘটনার পরেই ওই ব্যক্তি মধ্যমগ্রাম থানার দ্বারস্থ হন।
গোটা ঘটনা পুলিশকে খুলে বলেন তিনি। এরপরেই মধ্যমগ্রাম থানায় ডি বাপি-র দোকানের মালিক অনির্বাণ দাসের বিরুদ্ধে লিখিতভাবে তিনি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই এরপর তদন্তে নামে মধ্যমগ্রাম থানা। নামী বিরিয়ানি চেন ডি -বাপির কর্ণধার অনির্বাণ দাসকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে তাঁকে আদালতে তোলা হলে বিচারক দু'দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন- Guillain-Barre: বাংলায় বিপদ বাড়াচ্ছে গুলেন বারি সিনড্রোম, NRS হাসপাতালে মৃত্যু কিশোরের
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যমগ্রামে। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম ছাড়াও ব্যারাকপুর, সোদপুরের মতো এলাকায় ডি-বাপির বিরিয়ানির দোকান রয়েছে। এর আগে ডি-বাপির ব্যারাকপুরের আউটলেটের সামনে গুলি চলেছিল। সেই থেকেই এই দোকানটি নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে যায়।
আরও পড়ুন- West Bengal News Live: বাংলার স্কুলে সরস্বতী পুজো বন্ধে বেনজির হুমকি প্রধান শিক্ষককে? ভিডিও পোস্ট করে দাবি শুভেন্দুর