/indian-express-bangla/media/media_files/2025/10/11/turmeric-2025-10-11-16-17-15.jpg)
Illegal turmeric factory: গোপন সূত্রে খবর পেয়ে ভেজাল হলদের কারখানায় হানা দেয় পুলিশ।
গতকাল গভীর রাতে ফরাক্কা ব্লকের নয়েনসুখ পঞ্চায়েতের কুলিগ্রাম এলাকায় পুলিশ একটি ভেজাল হলুদ কারখানায় অভিযান চালায়। অভিযানে প্রায় ১৮৫০ কেজি ভেজাল হলুদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজন যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম এজাজুর রহমান (২৯)। তার বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কার খোদাবন্দপুর। গোপন সূত্রের ভিত্তিতে ডিইবি ও ফরাক্কা থানার পুলিশ কুলিগ্রামে এই কারখানায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মোট ৩৭টি সেলাই করা প্লাস্টিকের ব্যাগে ভেজাল হলুদ উদ্ধার করা হয়, প্রতিটি ব্যাগে প্রায় ৫০ কেজি ভেজাল হলুদ গুঁড়ো ছিল। এছাড়াও ওই কারখানা থেকে প্রায় ৩.৫ কেজি শিল্প-ব্যবহারের রাসায়নিক রঙ,
খোলা মেঝেতে পড়ে থাকা প্রায় ৪০ কেজি ভেজাল মরিচ গুঁড়ো,৫০ বস্তা ধান (প্রতিটির ওজন প্রায় ৪০ কেজি),খাদ্য রঙের গুঁড়ো বাজেয়াপ্ত করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তি কারখানার জন্য কোনও বৈধ সরকারি অনুমোদনের নথি দেখাতে পারেননি। পরে তাকে গ্রেফতার করা হয়।
ফরাক্কা থানার পুলিশ অভিযোগ দায়ের করে ধৃতকে শনিবার সকালে জঙ্গিপুর আদালতে পাঠায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানা। সেই সঙ্গে ধৃতকে দফায় দফায় জেরা করে এই ভেজাল কারবারে যুক্ত বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা তদন্তকারীদের। এই কারখানায় তৈরি ভেজাল হলুদ কোন কোন দোকানে সাপ্লাই করা হতো বা কারা এই ভেজাল হলুদ কিনতেন সেব্যাপারেও খোঁজ চালানো হচ্ছে বলে সূত্রের খবর।