/indian-express-bangla/media/media_files/m9ZvZNWcfDWhgpZOfqYC.jpg)
EMU local trains: প্রতীকী ছবি।
Railway block:ডিসি-এসি রূপান্তর এবং রক্ষণাবেক্ষণের কাজের কারণে, ৭ দিনের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রণের পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। ইএমইউ লোকাল এবং এক্সপ্রেস পরিষেবা সহ বেশ কয়েকটি ট্রেন বাতিল বা দেরিতে ছাড়বে।
রেলের হাওড়া শাখার ব্যান্ডেল–শক্তিগড় সেকশনে গুরুত্বপূর্ণ ডিসি–এসি রূপান্তর কাজ শুরু হচ্ছে আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে। এই কাজের জন্য রেল কর্তৃপক্ষ ১২ অক্টোবর থেকে ১৮/১৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত সাত দিনের ট্রাফিক ও পাওয়ার ব্লক ঘোষণা করেছে। রেলের এই পদক্ষেপের ফলে এই সাত দিনে হাওড়া ডিভিশনের বিভিন্ন লোকাল এবং মেল ও এক্সপ্রেস ট্রেনের চলাচলে ব্যাপক প্রভাব পড়বে।
রেল সূত্রে জানা গিয়েছে, এই কাজের উদ্দেশ্য হলো বিদ্যমান ডিরেক্ট কারেন্ট (DC) ব্যবস্থাকে অলটারনেটিং কারেন্ট (AC) ব্যবস্থায় রূপান্তর করা, যাতে বিদ্যুৎ সাশ্রয়, গতি বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ সুবিধা বাড়ানো যায়। এই প্রযুক্তিগত উন্নয়নের ফলে ভবিষ্যতে হাওড়া বিভাগের রেল পরিষেবা আরও নির্ভরযোগ্য ও দ্রুততর হবে বলে রেলকর্তারা আশাবাদী।
তবে এই কাজ চলাকালীন সময়ে যাত্রীদের কিছুটা অসুবিধার মুখোমুখি হতে হবে। ১২ ও ১৩ অক্টোবর ২০২৫ তারিখে বর্ধমান থেকে ৩৭৮১২ নম্বর ট্রেন,ব্যান্ডেল থেকে ৩৭৭৮১ নম্বর ট্রেন ও হাওড়া থেকে ৩৭২৪৩ নম্বর ট্রেন তিনটি ট্রেন সম্পূর্ণভাবে বাতিল থাকবে।
আরও পড়ুন-Saugata Roy:কোনও পার্টি খেলা-মেলায় চলে গেলে তার পলিটিক্যাল সেন্স চলে যায়: সৌগত রায়
এছাড়া ১৪ অক্টোবর ২০২৫ তারিখে বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত পথে দেরিতে চলবে। এর মধ্যে ১৩১৮৬ জয়নগর–শিয়ালদহ এক্সপ্রেস ২০ মিনিট, ৩৭৮১২ বর্ধমান–হাওড়া ইএমইউ লোকাল ৬৫ মিনিট এবং ৩৭৭৮৬ বর্ধমান–ব্যান্ডেল ইএমইউ লোকাল ৩৫ মিনিট নিয়ন্ত্রিত থাকবে।
অন্যদিকে, ৩৭৭৮৩ ব্যান্ডেল–বর্ধমান লোকাল ট্রেন ১২ ও ১৩ অক্টোবর দিনে ১০ মিনিট দেরিতে ছাড়বে — অর্থাৎ সকাল ০৪:২০ ঘণ্টার পরিবর্তে ০৪:৩০ ঘণ্টায় ব্যান্ডেল থেকে যাত্রা শুরু করবে।