West Bengal News Highlights: ডাক্তারি পড়ুয়া গণধর্ষণ কাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি, তরুণীর বাবার সঙ্গে কথা শুভেন্দুর, দিলেন বড় আশ্বাস

West Bengal News Updates 11 October 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 11 October 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Bikash-Bhavan Avijan-Suvendu-Adhikari-

News in Bengal: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News Live Updates:দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের গণধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা শুভেন্দু অধিকারীর। বিচারবিভাগীয় তদন্তের দাবি ওয়েস্ট বেঙ্গল ডক্টরর্স ফোরামের। MBBS ছাত্রীকে ধর্ষণের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। বিক্ষোভ প্রদর্শন সিপিএম-বিজেপির। প্রশ্ন বেসরকারি কলেজের নিরাপত্তা নিয়েই। এদিকে এই ঘটনার পর তরুণীকে দেখতে যাচ্ছে জাতীয় মহিলা কমিশন।   

Advertisment

জেলা পরিষদের ওয়েবসাইট খুললেই দেখা মিলছে পাকিস্তানি পতাকা। পাশাপাশি বেশ কিছু লেখা। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত হুলস্থূল পড়ে গিয়েছে আলিপুরদুয়ার জেলাপরিষদে। ঘটনার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওয়েব সাইটি হ্যাক হয়েছে। এর আগে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়েও একই রকমের ঘটনা ঘটে। পরপর এমন ঘটনায় স্বভাবতই চূড়ান্ত আতঙ্ক ছড়িয়েছে জেলায়।  

আবারও রাজ্যে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ। দুর্গাপুরের নামী বেসরকারি মেডিক্যাল কলেজে ভিনরাজ্যের এক ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। গতকাল রাত সাড়ে আটটা নাগাদ ওই পড়ুয়াকে কলেজের বাইরে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ওই তরুণী এই মেডিক্যাল কলেজে MBBS পড়তেন। ইতিমধ্যেই পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের আচরণে বেজায় ক্ষুব্ধ নির্যাতিতার পরিবার। পুলিশি তদন্তেও ভরসা করতে পারছেন না নির্যাতিতার বাবা।

Advertisment

একটানা ২০ ঘণ্টারও বেশি সময় ধরে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসে তল্লাশি চালিয়েছেন ED-র অফিসাররা। গতকাল সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল হানা দেয় সুজিত বসুর অফিসে। সেই দলটি টানা ২০ ঘণ্টারও বেশি সময় ধরে সুজিত বসুর অফিসেই ছিল।

আরও পড়ুন- Kashmir avalanche: দেশরক্ষায় সর্বোচ্চ বলিদান: কাশ্মীরে তুষারঝড়ে দুই বাঙালি সেনা শহিদ

ম্যারাথন তল্লাশি শেষে গতকাল রাত দেড়টার পর সুজিত বসুর অফিস থেকে বেরোন তাঁরা। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর অফিসের পাশাপাশি গতকাল কলকাতা শহরের কমপক্ষে ১০টি জায়গায় হানা দিয়েছিল ইডি।

আরও পড়ুন- West Bengal Weather Update:গতকালও প্রবল ঝড়-জলে ভেসেছে কলকাতা-সহ একাধিক জেলা, আজও বেলা গড়ালেই তুমুল দুর্যোগ?

এদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ শনিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে।

আরও পড়ুন- TMC: পঞ্চায়েত বৈঠকে হুলস্থুল! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে প্রধানের মুখে কালি

আগামী সপ্তাহের শুরু থেকে রাজ্যের উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার মতো জেলাগুলিতে আগামী সপ্তাহের শুরুর দিক থেকে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-Toto: টোটো নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্যের! দিন কয়েকেই শুরু বড়সড় পদক্ষেপ

  • Oct 11, 2025 16:50 IST

    Kolkata News Live Updates: উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দফতরে নির্বাচনী আধিকারিকরা

    ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী নেতৃত্বে চারজন নির্বাচনী কর্মকর্তার একটি টিম উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তরে পৌঁছেছেন। জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, মোট ৩৩টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্রের বৈঠক এই দপ্তরে অনুষ্ঠিত হবে। এছাড়া, প্রতিটি বিধানসভায় দায়িত্বপ্রাপ্ত ৩৩ জন ইলেকশন রিটার্নিং অফিসার (ERO) অংশ নেবেন।



  • Oct 11, 2025 16:48 IST

    Kolkata News Live Updates: উত্তরবঙ্গে মানুষের পাশে দাঁড়াতে বারাসাতে ত্রাণ সংগ্রহে সুকান্ত

    উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে আজ উত্তর ২৪ পরগনা জেলায় বারাসাতে ত্রাণ সংগ্রহ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উপস্থিত ছিলেন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি রাজিব পোদ্দারসহ বিজেপির রাজ্য নেতা তাপস মিত্র



  • Oct 11, 2025 15:33 IST

    Kolkata News Live Updates:পুলিশকে তুলোধনা শুভেন্দুর

    সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি ভিডিও পেস্ট করে লিখেছেন, "মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষের দুঃসময়ে কার্নিভালের উৎসব উদযাপনে নির্বিকার নৃত্যে মেতে থাকা হীরক রানী এখন পাহাড়ে প্রমোদ ও বিলাসবহুল অবসর যাপনের ঝটিকা সফরে যাবেন।
    ওনার পুলিশ বাহিনী কে প্রাকৃতিক দুর্যোগের সময়ে অথবা তার পরের দিন মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায় নি, সেই তারাই হীরক রানীর সফরের আগে ওনাকে স্বাগত জানাতে তৃণমূলের ঝাণ্ডা ঠিক ঠাক ভাবে লাগানো হয়েছে কিনা তা তদারকি করতে ব্যস্ত !!! প্রকৃতির রোষে সব হারানো মানুষগুলির প্রতি দায়বদ্ধতা বা পরিষেবার বেলায় মমতা পুলিশের অবদান লবডঙ্কা। পরিত্রাতা হিসেবে পাশে ছিল এনডিআরএফ (NDRF) ও ভারতীয় সেনা বাহিনীর জওয়ানরা। আসলে এই পুলিশের তৃণমূলীকরণ হয়ে গিয়েছে, পুলিশ এখন সম্পূর্ণভাবে শাসকের দলদাস ক্যাডারে পরিণত হয়েছে।"



  • Oct 11, 2025 15:30 IST

    Kolkata News Live Updates:ফের ত্রাণ বিলি শঙ্করের

    দুর্যোগ বিধ্বস্ত নাগরাকাটায় ফের ত্রাণ বিলি শিলিগুড়ির BJP বিধা.ক শঙ্কর ঘোষের। দিন কয়েক আগে এই নাগরাকাটাতেই আক্রান্ত হয়েছিলেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছিল।



  • Oct 11, 2025 15:26 IST

    Kolkata News Live Updates:সৌগত রায়ের মন্তব্যে বিতর্ক!

    বিস্ফোরক মন্তব্য দমদমের বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের। বরানগরে দলের বিজয়া সম্মীলনীর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রবীণ এই রাজনীতিবিদ তাঁরই দলের একাংশের নেতা-কর্মীদের বার্তা দিতে গিয়ে যা বলেছেন তা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

    বিস্তারিত পড়ুন- Saugata Roy:কোনও পার্টি খেলা-মেলায় চলে গেলে তার পলিটিক্যাল সেন্স চলে যায়: সৌগত রায়



  • Oct 11, 2025 15:25 IST

    Kolkata News Live Updates:মোদীকে নিশানা রাহুলের

    নারী ক্ষমতায়নের 'স্লোগান' স্রেফ ফাঁকা আওয়াজ। তালিবান বিদেশমন্ত্রীর সংবাদ সম্মেলনে মহিলা সাংবাদিকদের প্রবেশ 'নিষিদ্ধ' হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এবার মুখ খুললেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে রাহুল বলেন, "এই ধরণের বৈষম্যের বিরুদ্ধে নীরব থাকা দেশের মহিলাদের প্রতি অসম্মানকেই প্রকাশ করে এবং নারী ক্ষমতায়নের স্লোগানকে ভোঁতা করে দেয়"।

    বিস্তারিত পড়ুন- মুখেই খালি 'নারী ক্ষমতায়নের স্লোগান', দেশের মাটিতে বিপন্ন নারী স্বাধীনতা 'তালিবানি' ফতেয়ায় মোদীকে নিশানা রাহুলের



  • Oct 11, 2025 15:24 IST

    Kolkata News Live Updates:বাম্পার বন্দোবস্ত কলকাতা মেট্রোর!

    রাজ্য পুলিশ নিয়োগ পর্ষদের (West Bengal Police Recruitment Board) পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে আগামী রবিবার, ১২ অক্টোবর ২০২৫-এ ব্লু লাইন ও গ্রিন লাইন মেট্রো করিডরে বিশেষ মেট্রো পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

    বিস্তারিত পড়ুন- Kolkata Metro:বাম্পার বন্দোবস্ত কলকাতা মেট্রোর! রবিবারেও দুরন্ত পরিষেবা, জানুন বিশদে



  • Oct 11, 2025 15:22 IST

    Kolkata News Live Updates:কেন্দ্রকে তুলোধোনা মহুয়ার

    আফগান বিদেশমন্ত্রীর সংবাদ সম্মেলনে মহিলা সাংবাদিকের প্রবেশ 'নিষিদ্ধ', কড়া সমালোচনায় সরব হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। পাশাপাশি গোটা ঘটনায় কেন্দ্রকে নিশানা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র'র। 

    বিস্তারিত পড়ুন- সংবাদ সম্মেলনে 'নিষিদ্ধ' মহিলা সাংবাদিকের প্রবেশ, দেশের মাটিতে 'তালিবানি আচরণে কেন্দ্রকে তুলোধোনা মহুয়ার



  • Oct 11, 2025 15:22 IST

    Kolkata News Live Updates:বড় নির্দেশ বাংলাদেশের আদালতের

    অন্তঃসত্ত্বা সোনালিকে দেশে ফেরানোর বড় নির্দেশ বাংলাদেশের আদালতের। কলকাতা হাইকোর্টের পর এবার বাংলাদেশের আদালত, পুশব্যাকের অভিযোগে বাংলাদেশের জেলে বন্দি বীরভূমের পাইকরের অন্তঃসত্ত্বা সোনালি খাতুন সহ ৫ জনকে ভারতে ফেরানোর ব্যবস্থা করার জন্যে ভারতীয় হাইকমিশনকে পদক্ষেপ নিতে বলল বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সিজেএম কোর্ট।

    বিস্তারিত পড়ুন- দেশেই মিলেছিল বাংলাদেশি তকমা, অন্তঃসত্ত্বা সোনালি সহ ৫ জনকে ভারতে ফেরানোর বড় নির্দেশ বাংলাদেশে আদালতের



  • Oct 11, 2025 12:45 IST

    Kolkata News Live Updates:পুত্রবধূর হাতে শ্বশুর খুন

    পারিবারিক বিবাদের জেরে শ্বশুরের পুরুষাঙ্গে ঘুষি মেরে কামড়ে খুনের অভিযোগ উঠল বড় ছেলের স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় হাড়হিম করা এই হত্যাকাণ্ডটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের মাধাইপুর এলাকায়। এই ঘটনার বিষয়টি জানাজানি হতেই ক্ষিপ্ত জনতার রোষের মুখে পড়ে অভিযুক্ত ওই গৃহবধূ। এমনকী গ্রামের একাংশ মহিলারা উত্তেজিত হয়ে ঘাতক গৃহবধূকে কিল, চর, ঘুষি মারে বলে অভিযোগ। 

    বিস্তারিত পড়ুন- Malda murder: পুত্রবধূর হাতে শ্বশুর খুন, আঘাত ও কামড়ের হাড়হিম কাণ্ডে তোলপাড়!



  • Oct 11, 2025 11:32 IST

    Kolkata News Live Updates:মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এয়ারগান-সহ গ্রেফতার

    গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির কাছে এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি দেখে তাঁকে আটক করে পুলিশ। পরে তাঁর ব্যাগে শুরু হয় তল্লাশি। সেই তল্লাশিতেই একটি এয়ারগান ও কিছু গুলি উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদের পর জানা যায় ওই ব্যক্তি কলকাতার একটি স্কুলের শিক্ষক। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই তিনি গিয়েছিলেন বলে জানান তিনি। তাঁর ব্যাগে এয়ারগান ও গুলি পাওয়া গিয়েছে, জানা গিয়েছে তিনি শ্রীরামপুর রাইফেল ক্লাবের সদস্য। রাইফেল ক্লাবের সদস্য হওয়ায় তিনি ওই এয়ারগানটি সঙ্গে রাখেন বলে জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।



  • Oct 11, 2025 11:27 IST

    Kolkata News Live Updates:তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে প্রধানের মুখে কালি

    পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের অন্দরে ফের বচসা ও সংঘর্ষের ঘটনা। পঞ্চায়েতের কাজ বণ্টনকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে শুরু হয় হাতাহাতি। এমনকী প্রকাশ্যে পঞ্চায়েত প্রধানের মুখে কালি মাখানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। ঘটনাটি ঘটেছে খড়গপুর-২ নম্বর ব্লকের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে।

    বিস্তারিত পড়ুন- TMC: পঞ্চায়েত বৈঠকে হুলস্থুল! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে প্রধানের মুখে কালি



  • Oct 11, 2025 11:26 IST

    Kolkata News Live Updates:টোটো নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্যের!

    রাজ্যের শহর থেকে জেলা সর্বত্র গত কয়েক বছরে টোটোর সংখ্যা ব্যাপকভাবে বেড়েই চলেছে। পরিবেশবান্ধব এই যানের উপর কার্যত যেন প্রশাসনের কোনও নিয়ন্ত্রণ নেই। যত্রতত্র টোটো দাঁড়িয়ে পড়ার জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তায় যানজট এখন নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার রাজ্যের প্রতিটি টোটোকে রেজিস্ট্রেশনের আওতায় আনতে চায় রাজ্য সরকার। প্রতিটি টোটোকে এবার দেওয়া হবে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর সহ নম্বর প্লেট। টোটোর গায়ে লাগানো থাকবে কিউআর কোড যুক্ত একটি স্টিকার।

    বিস্তারিত পড়ুন- Toto: টোটো নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্যের! দিন কয়েকেই শুরু বড়সড় পদক্ষেপ



  • Oct 11, 2025 11:25 IST

    Kolkata News Live Updates:কাশ্মীরে তুষারঝড়ে দুই বাঙালি সেনার মৃত্যু

    কাশ্মীরে তুষারধসের কবলে পড়ে মর্মান্তিকভাবে শহিদ হলেন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর গ্রামের সেনা জওয়ান পলাশ ঘোষ। ভারতীয় সেনাবাহিনীতে দীর্ঘদিন ধরে কর্মরত পলাশ ঘোষ তিন দিন আগে সীমান্ত এলাকায় তুষারধসের ঘটনায় নিখোঁজ হন। নিখোঁজের পর সেনা ও নিরাপত্তা বাহিনী দ্বারা তৎপরভাবে টানা তিন দিন অনুসন্ধান চালানো হয়। শুক্রবার অবশেষে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

    বিস্তারিত পড়ুন- Kashmir avalanche: দেশরক্ষায় সর্বোচ্চ বলিদান: কাশ্মীরে তুষারঝড়ে দুই বাঙালি সেনার মৃত্যু



Bengali News Today ED kolkata news Bengal Weather Forecast