Drug Bust:অতর্কিতে হানায় পুলিশের বড় সাফল্য! বিপুল পরিমাণ হেরোইন বাজেয়াপ্ত, গ্রেফতার ২

heroin smuggling case: জাতীয় সড়ক-সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে প্রায় ১.৭ কেজি হেরোইন উদ্ধার করল পুলিশ। দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের দফায় দফায় জেরা করে চক্রের মূল মাথাদের খোঁজে পুলিশ।

heroin smuggling case: জাতীয় সড়ক-সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে প্রায় ১.৭ কেজি হেরোইন উদ্ধার করল পুলিশ। দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের দফায় দফায় জেরা করে চক্রের মূল মাথাদের খোঁজে পুলিশ।

author-image
Gopal Thakur
New Update
Farakka heroin recovery,  Murshidabad drug bust,  heroin seizure West Bengal,  two arrested in Farakka,  police operation Farakka  ,drug trafficking Malda  ,heroin smuggling case  ,Murshidabad police news  ,narcotics control West Bengal,  NDPS Act arrest,ফরাক্কা হেরোইন উদ্ধার  ,মুর্শিদাবাদ সংবাদ,  মাদক পাচার,  দুই যুবক গ্রেফতার,  ফরাক্কা থানার অভিযান,  মালদা কালিয়াচক  ,নিষিদ্ধ মাদক উদ্ধার  ,পুলিশ অভিযান পশ্চিমবঙ্গ,  হেরোইন পাচার চক্র  ,এনডিপিএস মামলা

heroin seizure: দুই ধৃতকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি পুলিশকর্তারা।

মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার পুলিশ বড়সড় মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১ কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ফরাক্কা ব্লকের ১২ নম্বর জাতীয় সড়কের সংলগ্ন শঙ্করপুর বাসস্ট্যান্ডে।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ শঙ্করপুর এলাকায় অভিযান চালায়। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে প্রায় ১ কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

আরও পড়ুন- West Bengal news Live Updates:কালীপুজোর আগে কলকাতায় বড়সড় অভিযান, ৬০০ কেজি নিষিদ্ধ বাজি-সহ গ্রেফতার ১

Advertisment

ঘটনাস্থল থেকেই দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম জালাল সেখ (২৪) ও অসীম সেখ (২৬) — দু’জনেই মালদার কালিয়াচকের মোহবাদপুর এলাকার বাসিন্দা।

পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া হেরোইন মালদা কালিয়াচক থেকে ফরাক্কায় আনা হচ্ছিল। তবে মাদকদ্রব্যগুলি কোথায় সরবরাহ করা হত, তা জানতেই এখন তদন্তে নেমেছে ফরাক্কা থানার পুলিশ।শনিবার সকালে ধৃত দুই অভিযুক্তকে জঙ্গিপুর আদালতে তোলা হয়। পুলিশ তাঁদের ৭ দিনের হেফাজতের আবেদন জানিয়েছে।

আরও পড়ুন- Doctor Death:হাতে স্যালাইন চ্যানেল, মেঝেতে পড়েই সব শেষ! নামী সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যুতে তোলপাড়!

এদিকে, শনিবার সকালে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি-সহ এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতের কাছ থেকে ৬০০ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। বিপুল পরিমাণে ওই নিষিদ্ধ বাজি আসানসোলে পাচারের ছক ছিল বলে জেনেছে পুলিশ।

আরও পড়ুন- Kali Puja 2025:শিয়ালকে ভোগ, সাধকের স্বপ্নাদেশ! দুর্লভা কালী মায়ের রহস্যে ভরা গল্প আজও চর্চায়

Bengali News Today Murshidabad Arrested Drug Case