Doctor Death:হাতে স্যালাইন চ্যানেল, মেঝেতে পড়েই সব শেষ! নামী সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যুতে তোলপাড়!

mysterious death:সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যুতে তোলপাড়। পুলিশ ও সংস্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় স্থানীয়দের মধ্যেও ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

mysterious death:সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যুতে তোলপাড়। পুলিশ ও সংস্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় স্থানীয়দের মধ্যেও ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

author-image
Debanjana Maity
New Update
Kanthi hospital news  ,female doctor death  ,mysterious death,  Shalini Das,  West Bengal news  ,sudden death hospital staff,  medical professional tragedy,  police investigation,  Tamluk news,  private hospital incident,কাঁথি হাসপাতাল সংবাদ , মহিলা চিকিৎসক মৃত্যু,  রহস্যমৃত্যু,  শালিনী দাস  ,পশ্চিমবঙ্গ খবর  ,হাসপাতাল কর্মীর অকালমৃত্যু,  পুলিশ তদন্ত,  তমলুক সংবাদ,  বেসরকারি হাসপাতাল ঘটনা  ,চিকিৎসক মৃত্যু

female doctor death: মহিলা চিকিৎসক শালীনি দাসের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য।

Tamluk news: ফের সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। পূর্ব মেদিনীপুরের কাঁথি হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকের মৃত্যু ঘিরে নানা প্রশ্ন দানা বেঁধেছে। চিকিৎসকের পরিবারের দাবি, শুক্রবার সকালে বাড়িতে ফিরে আচমকা মেঝেতে পড়ে যান ওই মহিলা চিকিৎসক। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

Advertisment

জানা গিয়েছে, কাঁথি হাসপাতালে ওই মহিলা চিকিৎসক কর্মরত ছিলেন। শালিনী দাস নামে বছর তিরিশের ওই মহিলা চিকিৎসকের বাড়ি উত্তর ২৪ পরগনার দমদমে। কাঁথি হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগে কর্মরত ছিলেন তিনি। কাঁথিতে চাকরি করার সুবাদে মাকে নিয়ে সেখানেই ভাড়ায় থাকতেন তিনি।

আরও পড়ুন- West Bengal news Live Updates:চলন্ত ট্রেনে হঠাৎ ভয়াবহ আগুন! তুমুল আতঙ্কে চিৎকার যাত্রীদের

Advertisment

শুক্রবার সকালে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে মহিষাদলের একটি নার্সিংহোমে এরপর তমলুকের একটি নার্সিংহোমে গিয়েছিলেন শালিনী। তারপর সেখান থেকে বাড়িতে ফিরে আসেন তিনি। ওই মহিলার মায়ের দাবি, গতকাল বাড়ি থেকে যখন সকালে বেরিয়েছিলেন তখন তাঁর হাতে স্যালাইনের কোনও চ্যানেল করা ছিল না।

আরও পড়ুন-TMC: সরকারি ঘর বণ্টনে 'তোলাবাজি'! 'যৎসামান্য টাকা পার্টি ফান্ডে যায়', বিস্ফোরক স্বীকারোক্তি দাপুটে নেতার

কিন্তু যখন কাল বাড়িতে ফেরেন তখন তাঁর হাতে স্যালাইনের চ্যানেল করা ছিল। কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় মর্মান্তিক সেই ঘটনা। ঘরের মেঝেতেই লুটিয়ে পড়েন ওই তরুণী।

কোনওভাবে তাঁর হাতের চ্যানেল খুলে গিয়ে শুরু হয় অঝোরে রক্তপাত। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে এবং পরবর্তী সময়ে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে।

আরও পড়ুন-Kali Puja 2025:শিয়ালকে ভোগ, সাধকের স্বপ্নাদেশ! দুর্লভা কালী মায়ের রহস্যে ভরা গল্প আজও চর্চায়

এদিকে, আচমকা ওই তরুণী চিকিৎসকের এই রহস্যমৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠেছে। পুলিশও রীতিমতো ধন্দে পড়ে গিয়েছে। গত দু'বছর ধরে কাঁথি মহকুমা হাসপাতালে কর্মরত ছিলেন ওই তরুণী চিকিৎসক। তারও আগে তিনি তমলুক হাসপাতালেও কর্মরত ছিলেন বছর দু'য়েক। এছাড়াও বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। তবে তাঁর এই মর্মান্তিক পরিণতি সম্পর্কে রীতিমতো ধন্দে পড়ে গিয়েছে তাঁর পরিবারের সদস্যরা। পুলিশ ঘটনার তথ্য শুরু করেছে।

Tamluk Kanthi mysterious death female doctor death