/indian-express-bangla/media/media_files/2025/10/24/farakka-pnb-fraud-two-employees-arrested-2025-10-24-14-54-29.jpg)
বাংলায় PNB জালিয়াতির বিরাট পর্দা ফাঁস
ফরাক্কায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে তছরুপ কাণ্ডে দুই ব্যাঙ্ক কর্মীকে গ্রেফতার করলো পুলিশ।
ফরাক্কা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ৬৪ লক্ষ টাকার দুর্নীতি! গ্রেপ্তার ব্যাঙ্কের ক্যাশিয়ার ও ক্যাজুয়াল কর্মী। ফারাক্কা ব্যারেজ শাখার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চাঞ্চল্যকর দুর্নীতি কাণ্ড। গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে এবার গ্রেপ্তার হলেন ব্যাংকেরই দুই কর্মী। এক ক্যাশিয়ার ও এক ক্যাজুয়াল কর্মী।
আরও পড়ুন- উন্নয়নের জোয়ারে ভাসবে বিহার, বাংলাকেও টক্কর? মোদীর ভাষণে বিরাট ইঙ্গিত
ধৃত ক্যাজুয়াল কর্মীর নাম প্রবীণ দত্ত এবং ক্যাশিয়ারের নাম শুভেন্দু সাহা। উভয়ের বাড়ি ফরাক্কা এলাকায়। ফারাক্কা থানার পুলিশ শুক্রবার সকালে তাদের জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে।
অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন ব্যাংকের ক্যাজুয়াল কর্মী প্রবীণ দত্ত। তবে গ্রাহকদের দাবি, এত বড় দুর্নীতি প্রবীণ একা করতে পারেন না। তার সঙ্গে ব্যাংকের অন্য কেউ জড়িত থাকতে পারে। সেই আশঙ্কা থেকেই পুলিশের নজরে আসে ব্যাংকের ক্যাশিয়ার শুভেন্দু সাহাও। অবশেষে পুলিশ দু’জনকেই গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
যদিও ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্নীতি কাণ্ডে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার সঙ্গে আরও বড় কোনো চক্র জড়িত কি না, সেই দিকেও নজর রেখেছে ফরাক্কা থানার তদন্তকারী দল।
ব্যাংক ম্যানেজার অরিন্দম মিত্র জানান, গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠছিল। বেশ কয়েকজন গ্রাহক ব্যাংকে কাছে লিখিত অভিযোগ জানান যে,তাদের অজান্তে টাকা তোলা হচ্ছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাংকের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
আরও পড়ুন-বিরাট ধাক্কা শুভেন্দু অধিকারীর! কী জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট?
প্রাথমিকভাবে জানা যায়, প্রথমে ৩০ জন গ্রাহকের প্রায় ৬৪ লক্ষ টাকার গরমিল ধরা পড়েছে। এখন পর্যন্ত মোট ৫০ জন গ্রাহক অভিযোগ জানিয়েছেন। টাকার পরিমান খতিয়ে দেখা হচ্ছে। দু জন গ্রেফতার হয়েছে। গ্রাহকদের অভিযোগ খতিয়ে দেখে তাদের টাকা ফিরিয়ে দেওয়া হবে।
এই ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কারণ ব্যাংকের ভেতরেই যদি এমন অর্থ আত্মসাতের ঘটনা ঘটে, তবে নিরাপত্তা কোথায়? পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষের যৌথ তদন্তেই এখন প্রকাশ পাবে, ফরাক্কা পিএনবি দুর্নীতি কাণ্ডের নেপথ্যে কারা আসল মাস্টারমাইন্ড।
আরও পড়ুন- পার্ক স্ট্রিটের হোটেলে রহস্যমৃত্যু! বক্স খাট থেকে উদ্ধার যুবকের দেহ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us