/indian-express-bangla/media/media_files/2025/10/24/suvendu-2025-10-24-13-30-24.jpg)
Calcutta High Court: হাইকোর্টের রায়ে অস্বস্তি বাড়ল বিরোধী দলনেতার।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্য বড় ধাক্কা। কলকাতা হাইকোর্ট শুক্রবার তাঁর বিরুদ্ধে দেওয়া আইনি রক্ষাকবচ প্রত্যাহার করেছে। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ মামলার রায়ে মন্তব্য করেছে, “কোনও অন্তর্বর্তী নির্দেশ অনন্তকাল চলতে পারে না।”
উল্লেখ্য, ২০২২ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা শুভেন্দু অধিকারীকে আইনি রক্ষাকবচ দিয়েছিলেন। এই রক্ষাকবচের কারণে এতদিন পর্যন্ত রাজ্য পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও FIR দায়ের করতে পারেনি। শাসক দলের নেতারা বারবার এই বিষয়টি নিয়ে মন্তব্য করতেন, যা রাজ্যের রাজনীতি জুড়ে উত্তেজনা তৈরি করেছিল।
এই মামলার শুনানি গত মে মাসে শেষ হলেও রায় দীর্ঘদিন স্থগিত ছিল। শুক্রবার হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ সেই মামলার নিষ্পত্তি করেছে। আদালতের রায় অনুযায়ী, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ১৫টি মামলা খারিজ করা হয়েছে।
তবে মানিকতলা সহ মোট চারটি মামলার তদন্ত সিবিআই এবং রাজ্যের যুগ্ম তদন্ত সিট পরিচালনা করবে। আদালত আরও নির্দেশ দিয়েছে যে, যদি শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে কোনও বক্তব্য থাকে, তা লিখিতভাবে সোমবারের মধ্যে আদালতে জমা দিতে হবে।
আরও পড়ুন- EXCLUSIVE:ঝোলায় খবর, হাতে বল্লম! অযোধ্যা পাহাড়জুড়ে বাংলার শেষ রানারের অদম্য জীবনসংগ্রাম
এই রায়ের পর রাজ্য রাজনীতিতে উত্তেজনা বেড়েছে। BJP নেতা সজল ঘোষ তৃণমূলকেই কটাক্ষ করে বলেছেন, “তৃণমূল যেন সময় নষ্ট না করে এফআইআর দায়ের করে।” অন্যদিকে তৃণমূলের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের রায় নিয়ে শুভেন্দুকে বিঁধে বলেছেন, "এবার মস্তানি বন্ধ হবে।"
আরও পড়ুন- Murshidabad News:রুজির টানেই জীবনহানি, ভিনরাজ্যে শ্রমিকের মৃত্যু, শোকে পাথর পরিবার
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us