/indian-express-bangla/media/media_files/2025/09/30/mur-2025-09-30-10-05-13.jpg)
Murshidabad News: এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার দেবীদাসপুর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্বামী-স্ত্রীর পারিবারিক অশান্তির বলি হল তাঁদের একমাত্র দেড় বছরের শিশুকন্যা। অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে শিশুটিকে আছাড় মেরে হত্যা করেন তাঁর বাবা, নাঈম আখতার। মেয়ের মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই শোকাহত নাঈম আখতার শামসেরগঞ্জের জয়-কৃষ্ণপুর এলাকায় রেললাইনে কাটা পড়ে আত্মহত্যা করেন।
ঘটনার সূত্রপাত তিন বছর আগে, যখন সুলেখা খাতুনের সঙ্গে নাঈম আখতারের বিবাহ হয়। সুলেখার পরিবার সূত্রে জানা যায়, একমাত্র কন্যা সন্তানের জন্মের পর থেকেই নাঈম ও তাঁর পরিবারের সদস্যরা সুলেখাকে মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন। একপর্যায়ে সুলেখা ডিভোর্সের সিদ্ধান্ত নেন, যা পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়।
রবিবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়ার সময়, নাঈম আখতার তাঁর দেড় বছরের কন্যাকে আছাড় মেরে গুরুতর আহত করেন। শিশুটিকে দ্রুত জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, পথেই তাঁর মৃত্যু হয়। মেয়ের মৃত্যুর খবর পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন নাঈম আখতার। কিছুক্ষণের মধ্যেই তিনি শামসেরগঞ্জের জয়-কৃষ্ণপুর এলাকায় রেললাইনে কাটা পড়ে আত্মহত্যা করেন।
আরও পড়ুন-Kolkata Metro: QR টিকিটের সুনামি কলকাতা মেট্রোয়! এক দিনে সর্বোচ্চ বিক্রির অভাবনীয় নজির!
সোমবার, পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে, সুলেখা খাতুন তাঁর মেয়ের মৃতদেহ নিয়ে বাবার বাড়ি ফিরে যান এবং স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। একসঙ্গে স্বামী ও কন্যাকে হারিয়ে বিধ্বস্ত হয়ে পড়েন সুলেখা।
এই মর্মান্তিক ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সামসেরগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us