/indian-express-bangla/media/media_files/2025/04/28/uQ0HGyHPYnrhk61QLPrp.jpg)
সন্ত্রাস দমনে ভারতের পাশে FBI, বিরাট হুঙ্কারে বিশ্ব কাঁপালেন কাশ প্যাটেল
FBI Chief Kash Patel On Pahalgam Terror Attack:পহেলগাঁও হামলার এবার ভারতের পাশে থাকার বিরাট বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রের। FBI-এর ডিরেক্টর কাশ প্যাটেল পহেলগাঁও হামলার তীব্র নিন্দা করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
ভয়াবহ অগ্নিকাণ্ড কাড়ল ২ নিষ্পাপ শিশুর প্রাণ! বুক ফাটা কান্না, হাহাকার, শোকে পাথর এলাকাবাসী
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে বর্বোরোচিত হামলার নিন্দায় সরব গোটা বিশ্ব। প্রধানমন্ত্রী মোদী এই হামলার পরই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছেন। এবার ভারতের বুকে ঘটে যাওয়া জঙ্গি হামলার কঠোর নিন্দা করেছেন এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল। রবিবার তিনি এক বিবৃতিতে জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন সবসময় অব্যাহত থাকবে।
২২শে এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটক প্রাণ হারিয়েছেন। হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈয়বা (LET)-র সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)। FBI-এর ডিরেক্টর কাশ প্যাটেল পহেলগাঁও হামলার তীব্র নিন্দা জানিয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়ে 'এক্স'-এ এক পোস্টে লিখেছেন, "কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলায় যারা নিহত হয়েছেন তাদের প্রতি এফবিআই সমবেদনা জানাচ্ছে। ভারত সরকারকে আমরা সন্ত্রাস দমন ইস্যুতে পূর্ণ সমর্থন করব।"তিনি উল্লেখ করেন, সন্ত্রাসবাদ শুধু একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্যা নয়, এটি গোটা বিশ্বের জন্যই এক বড় বিপদ চিহ্ন"।
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের 'ডিজিট্যাল স্ট্রাইক'! পহেলগাঁওয়ের পরই শুরু 'অ্যাকশন'
মোদীকে ফোন করে সমবেদনা
এই হামলার একদিন পর, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে সমবেদনা প্রকাশ করেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, "প্রেসিডেন্ট ট্রাম্প জম্মু ও কাশ্মীরের জঙ্গি হামলায় নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং অপরাধীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবিতে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থনের কথা জানিয়েছেন।"