Pahalgam Terror Attack: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের 'ডিজিট্যাল স্ট্রাইক'! পহেলগাঁওয়ের পরই শুরু 'অ্যাকশন'

India digital strike against Pakistan: মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ক্রমশ পাকিস্তানকে কোণঠাসা করার চেষ্টায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ।

India digital strike against Pakistan: মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ক্রমশ পাকিস্তানকে কোণঠাসা করার চেষ্টায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ।

author-image
IE Bangla Web Desk
New Update
India digital strike

পহেলগাঁওয়ের ঘটনায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইক করেছে, পাকিস্তানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে।

India digital strike:মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে  জঙ্গি হামলার (pahalgam terror attack) পর ক্রমশ পাকিস্তানকে কোণঠাসা করার চেষ্টায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক  কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে । ভারত ইতিমধ্যে ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি স্থগিত সহ একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপের পরই পালটা ভারতের বিরুদ্ধে 'যুদ্ধ' ঘোষণা পাকিস্তানের। ইতিমধ্যেই পাকিস্তান আকাশসীমা নিয়ে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে।

Advertisment

বদলা চেয়ে 'অ্যাকশন' শুরুর অপেক্ষায় দেশ! সন্ত্রাস দমনে এবার মোদীর 'হাতে হাত' রাহুলের

ভারত থেকে আসা এবং যাওয়া বাণিজ্যিক বিমানের জন্য পাকিস্তান  আকাশসীমা বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের শাহবাজ সরকারের মতে, এখন থেকে ভারতীয় বিমানগুলিকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সিন্ধু জল বন্টন  চুক্তি স্থগিত করার এবং কূটনৈতিক সম্পর্ক হ্রাস করার ভারতের সিদ্ধান্তে পাকিস্তান ক্ষুব্ধ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৃহস্পতিবার একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকও ডাকেন।

পহেলগাঁও কাণ্ডের স্মৃতি দগদগে!কাশ্মীরে এবার জঙ্গি নিশানায় বাঙালি জওয়ান

Advertisment

এদিকে পহেলগাঁওয়ের ঘটনায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইক করেছে, পাকিস্তানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। বুধবার সন্ধ্যায় সিসিএস বৈঠকে ভারত এর আগে পাঁচটি বড় সিদ্ধান্ত নেয়। এর মধ্যে রয়েছে আটারি সীমান্ত বন্ধ, সিন্ধু জল চুক্তি স্থগিত, পাক নাগরিকদের ভিসা বাতিল সহ একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত। এবার ভারত দেশে পাকিস্তানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছে। 

'বদলা' চেয়ে ফুঁসছে দেশ! 'আগুনে প্ল্যান' রেডি?

বুধবার সন্ধ্যায় সিসিএস বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । বৈঠকের পরই পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি বড় কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর, বৃহস্পতিবার পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার মূল মাস্টারমাইন্ড সইফুল্লা খালিদ ওরফে সাইফুল্লা কাসুরির একটি ভিডিও প্রকাশ্যে আসে। যাতে তিনি দাবি করেছেন এই হামলার সাথে তার কোনও সম্পর্ক নেই।

pahalgam terror attack