/indian-express-bangla/media/media_files/2025/04/28/43aEyguYSgBM299E3MIq.jpg)
ভয়াবহ অগ্নিকাণ্ড কাড়ল ২ নিষ্পাপ শিশুর প্রাণ!
Delhi Rohini Fire News Updates: দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই ৮০০-এর বেশি কুঁড়েঘর। ঝলসে মৃত্যু ২ নিষ্পাপ শিশুর। আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে চূড়ান্ত চাঞ্চল্য।
'তাড়ানো হবে পাকিস্তানিদের'! লাখো ভারতীয়দের আবেগ ছুঁয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
রবিবার (২৭ এপ্রিল) দিল্লির রোহিণী সেক্টর ১৭-এর শ্রী নিকেতন অ্যাপার্টমেন্টের কাছে ভয়াবহ অগ্নিকান্ড। পুড়ে ছাই ৮০০ টিরও বেশি কুঁড়েঘর। অগ্নিকান্ডের ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে দুটি নিষ্পাপ শিশুর। আহত হয়েছেন বেশ কয়েকজন।
আগুনে অভিযোগে 'বোমা' ফাটালেন শুভেন্দু, জগন্নাথ মন্দির নিয়ে মমতাকে বিঁধে বিরাট হুঙ্কার
রোহিণীর ডিসিপি অমিত গোয়েল জানিয়েছেন, সকাল ১১:৫৫ নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে ২০টিরও বেশি দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের জেরে ঝলসে মৃত্যু হয়েছে আড়াই বছর এবং তিন বছর বয়সী দুই শিশুর। মৃতদেহগুলি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি, নজর আজ হাইকোর্টে
কর্মকর্তাদের মতে, প্রাথমিক ভাবে একটি কুঁড়েঘর আগুন লাগার ঘটনা ঘটে। এরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল কর্মীদের আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। কী কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড, তার তদন্ত শুরু করেছে পুলিশ।