Fear of militant attack on Suvendu Adhikari: এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপর জঙ্গি হামলার আশঙ্কা করে রাজ্য ও কলকাতা পুলিশকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী। সাম্প্রতিক সময়ে ওপার বাংলার (Bangladesh) পরিস্থিতি নিয়ে বিভিন্ন জনসভায় বাংলাদেশ-বিরোধী মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তার উপর হামলার আশঙ্কা বেড়েছে বলে উদ্বেগ প্রকাশ কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর।
বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের জামানায় নৈরাজ্যের পরিস্থিতি চলছে। দিকে দিকে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন। কট্টরবাদীরা বাংলাদেশের জেলায় জেলায় তছনছ করছে মন্দির। হিন্দু মহল্লায় ঢুকে চলছে বেপরোয়া আক্রমণ। ওপার বাংলার পরিস্থিতির আঁচ পড়েছে এপার বাংলাতেও। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি আগাগোড়া বাংলাদেশের পরিস্থিতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে।
মৌলবাদীদের উপর্যুপরি হামলা নিয়ে প্রথম থেকেই সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাম্প্রতিক সময়ের বিভিন্ন জনসভায় বাংলাদেশ বিরোধী মন্তব্য করতে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। এমনকী সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে নিয়েও নানা কটাক্ষ শোনা গিয়েছে বিজেপি নেতার গলায়।
আরও পড়ুন- West Bengal News Highlights: রেশন দুর্নীতি মামলায় ED-র জালে জ্যোতিপ্রিয়র CA সহ ৩
আরও পড়ুন- Weekend Getaways: বেড়ানোর ৩২ আনা মজা এখানেই! গেঁওখালির নদী পাড়ে এযেন স্বর্গসুখ!
এই পরিস্থিতিতে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর জঙ্গি হামলার আশঙ্কা করে রাজ্যের পুলিশকে সতর্ক করল কেন্দ্রের গোয়েন্দা বাহিনী। শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদেরও বিশেষভাবে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বাংলাদেশের দুই জঙ্গি সংগঠন ২৪ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে শুভেন্দু অধিকারীর উপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই সময়ের পরেও বিরোধী দলনেতার উপর হামলার আশঙ্কা কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর।