North Bengal offbeat destination: অল্প কয়েকদিনের ছুটিতে পাড়ি জমাতে পারেন উত্তরবঙ্গের অপূর্ব এই অফবিট ডেস্টিনেশনে। উত্তরবঙ্গের চেনা কিছু জায়গার বাইরে এমন অফবিট বেশ কিছু জায়গা আছে যেখানে একবার পা পড়লে মনে হবে এখানেই থেকে যাই। ভিড়ভাট্টা এড়িয়ে যাঁরা একটু নিরিবিলিতে বেড়াতে চান তাঁদের জন্য বিশেষ এই প্রতিবেদন দারুণ কাজের হতে পারে।
দিন কয়েকের ছুটিতে ঘুরে আসতে পারেন সবুজে সবুজ পাহাড় ঢালের ছোট্ট গ্রাম ফিকালেগাঁও বা ফিক্কালেগাঁও থেকে। কালিম্পঙের কাছে এই ছোট্ট পাহাড় কোলের গ্রামটির অনিন্দ্যসুন্দর শোভা এককথায় অসাধারণ। এখানকার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্য আপনাকে মুগ্ধ করে দেবে।
বছরের যে কোনও সময়ে আপনি এখানে যেতে পারেন। পাহাড়ের ঢালে থাকা এই গ্রাম থেকেই সুন্দরী কাঞ্চনজঙ্ঘার প্রাণবন্ত দৃশ্য দাঁড়িয়ে তারিয়ে তারিয়ে উপভোগ করতে পারবেন। উত্তরবঙ্গের মধ্যে আপেলের বাগান এখানেই আছে।
আরও পড়ুন- GK-Indian Railways:বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম সবচেয়ে ব্যস্ত ৫টি রেলস্টেশনের নাম কী? জানলে অবাক হবেন!
ফিকালেগাঁও থেকে চাইলে আপনি প্ল্যান সাজিয়ে গ্যাংটক বা সিল্করুটে ঘুরে আসতে পারেন। থাকার জন্য এখানে বেশ কিছু সুদৃশ্য হোমস্টে রয়েছে। থাকা-খাওয়া হিসেবে এই হোমস্টেগুলিতে ভাড়া নেওয়া হয়। মোটামুটি থাকা-খাওয়া পিছু প্রতিজনের খরচ পড়তে পারে ১৩০০-১৪০০ টাকার মতো।
আরও পড়ুন- weekend getaway:দিন দুয়েকের ছুটিতেই বাজিমাত! বর্ষায় কলকাতার কাছের এপ্রান্তের তাকলাগানো শোভার প্রেমে পড়ে যাবেন
কলকাতার দিক থেকে এই ফিকালেগাঁওয়ে যেতে গেলে আপনি নিউ জলপাইগুড়ি বা NJP কিংবা শিলিগুড়িতে পৌঁছে যান। নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি থেকে এই ফিকালেগাঁও যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন। গাড়ির ভাড়া মোটামুটি সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যেই।
আরও পড়ুন- Weekend trip:বর্ষায় কলকাতার কাছে অপূর্ব এই এপ্রান্ত হৃদয় জুড়োবেই! দু-এক দিনের ছুটি ম্যানেজেই কেল্লাফতে!