/indian-express-bangla/media/media_files/2025/07/09/waterfalls-2025-07-09-15-03-49.jpg)
weekend trip: দিন কয়েকের ছুটিতে বেড়িয়ে আসুন অপূর্ব এই এলাকা থেকে।
Weekend trip : এই বর্ষায় দিন কয়েকের ছুটিতে বেরিয়ে আসতে পারেন কলকাতার কাছেই সবুজে সাজানো এই তল্লাট থেকে। কত কয়েক বছরে রাজ্যের পর্যটন মানচিত্রে দুরন্ত গতিতে উপরের দিকে উঠে এসেছে বাংলার এই প্রান্ত। বর্ষায় দারুণ একটি ছুটির মুহূর্ত উপভোগ করতে চাইলে এই ঝাড়গ্রাম হতে পারে আপনার পারফেক্ট চয়েজ।
এখানকার পাহাড়, জঙ্গল এবং নদীর অপরূপ সৌন্দর্য্য আপনাকে মুগ্ধ করে দেবে। টুরিস্ট গাইডদের অনেকে বলেন, এই ঝাড়গ্রামে এমন বেশ কিছু অফবিট জায়গা রয়েছে যেখানে নাকি পর্যটকদের এখনও পাই পড়েনি। ওই এলাকাগুলির নৈঃস্বর্গিক শোভা এক কথায় অসাধারণ। এখানে এসে স্থানীয় ট্যুরিস্ট গাইডদের সাহায্যে সেই সব জায়গাগুলি আপনি ঘুরে দেখতে পারেন।
এমনিতে শীতের মরশুমে ঝাড়গ্রামে পর্যটকদের ভিড় বাড়ে। গরমের সময়টা বাদ দিলে বছরের অন্যান্য যে কোনও সময়ে আপনি ঘুরে আসতে পারেন এই ঝাড়গ্রাম থেকে। এখানকার মন্ত্রমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য্যের টানেই পর্যটকরা দূর-দূরান্ত থেকে ছুটে আসেন। এই বর্ষায় ঝাড়গ্রামে গেলে বেলপাহাড়ির ঘাগড়া ঝর্ণায় যেতে ভুলবেন না। বেলপাহাড়ির পাহাড়, জঙ্গল ঘুরে দেখে পাড়ি জমাতে পারেন ইন্দিরাচকে নীলকুঠির ভাঙ্গা চিমনি ঘর দেখতে। এছাড়াও ঘুরে আসতে পারে নয়াগ্রামের সহস্র লিঙ্গ মন্দির, রোহিনিগড়ের শিবের সপ্তরথ দেউল, জামবনির আলমপুরের লক্ষ্মী জনার্দন মন্দির সহ আরও বেশ কিছু জায়গা থেকে।
ঝাড়গ্রামে গেলে ৫০০ বছরেরও বেশি পুরনো কনক দুর্গার মন্দিরে যাবেন না তা তো হয় না। বছরভর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুন্যার্থীরা ভিড় জমান এই মন্দিরে। দুর্গাপূজার সময় এখানে পর্যটকদের বা পূর্ণ্যার্থীদের ভিড় আরও বাড়ে। কথিত আছে অষ্টমীর মহাভোগ এখানে নিজেই রাঁধেন দেবী। এক কথায় দু-একদিনের ছুটিতে সবুজে ঘেরা ঝাড়গ্রাম আপনার সেরা সেরা ডেস্টিনেশন হতেই পারে। এখানে থাকার জন্য বেশ কিছু রিসর্ট, লজ কিংবা হোম-স্টে পেয়ে যাবেন।
কলকাতার দিক থেকে ঝাড়গ্রামে যেতে গেলে আপনি ট্রেন কিংবা গাড়িতে যেতে পারেন। শহর কলকাতা থেকে ঝাড়গ্রামের দূরত্ব মেরেকেটে প্রায় ১৭৮ কিলোমিটারের মতো। কলকাতা থেকে সড়কপথে এই ঝাড়গ্রামে পৌঁছাতে আপনার ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগবে। হাওড়া স্টেশন থেকে ঝাড়গ্রামের উদ্দেশে নিয়মিত ট্রেন যায়। কিছু এক্সপ্রেস এবং লোকাল ট্রেন ঝাড়গ্রাম স্টেশনে থামে। কলকাতা থেকে ট্রেনে ঝাড়গ্রাম যেতে আপনার ৩ ঘন্টার মতো সময় লাগবে।