GK-Indian Railways:বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম সবচেয়ে ব্যস্ত ৫টি রেলস্টেশনের নাম কী? জানলে অবাক হবেন!

5 busiest railway station in west bengal: দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও একাধিক অত্যন্ত ব্যস্ততম রেলস্টেশন রয়েছে। এই প্রতিবেদনে সেই স্টেশনগুলির ব্যাপারে বিশদে তথ্য জানা যাবে।

5 busiest railway station in west bengal: দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও একাধিক অত্যন্ত ব্যস্ততম রেলস্টেশন রয়েছে। এই প্রতিবেদনে সেই স্টেশনগুলির ব্যাপারে বিশদে তথ্য জানা যাবে।

author-image
Nilotpal Sil
New Update
হাওড়া জংশন,Howrah Junction,শিয়ালদহ স্টেশন,Sealdah Railway Station, বিধাননগর রোড,Bidhannagar Road Station, খড়গপুর জংশন,Kharagpur Junction, বর্ধমান জংশন	,Barddhaman Junction,Dum Dum Junction,খড়গপুর,kharagpur,asansol,আসানসোল,Bardhaman,বর্ধমান,GK,Indian Railways

Indian Railways: পশ্চিমবঙ্গের অন্যতম ব্যস্ত ৫টি রেলস্টেশনের নাম জানুন।

দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও একাধিক গুরুত্বপূর্ণ রেলস্টেশন রয়েছে। সেই সব স্টেশনগুলি থেকে ফি দিন বহু ট্রেন ছুটে যায় রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে। আপনি কি জানেন, পশ্চিমবঙ্গের অন্যতম সবচেয়ে ব্যস্ততম ৫টি রেলস্টেশন কোনগুলি? বিশেষ এই প্রতিবেদনে সেই ব্যাপারেই বিস্তারিতভাবে আলোচনা করা হল।

Advertisment

বিভিন্ন সমীক্ষা বলছে, পশ্চিমবঙ্গের অন্যতম সবচেয়ে ব্যস্ততম ৫টি রেলস্টেশন হল হাওড়া, শিয়ালদহ, খড়গপুর, আসানসোল এবং বর্ধমান। বাংলার এই ৫টি রেলস্টেশন থেকে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেন। সেই সঙ্গে এই সব স্টেশনগুলি থেকে প্রতিদিন বহু ট্রেন ছুটে যায় রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে।

হাওড়া :

Advertisment

হাওড়া পশ্চিমবঙ্গের সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন। তবে শুধু পশ্চিমবঙ্গ বললে অবশ্য ভুল হবে! এটি গোটা দেশের মধ্যেও অন্যতম ব্যস্ত রেলওয়ে স্টেশনের একটি। হাওড়া স্টেশনে মোট ২৩টি প্ল্যাটফর্ম এবং ২৬ টি ট্র্যাক রয়েছে। প্রতিদিন পশ্চিমবঙ্গের সবচেয়ে এই ব্যস্ততম রেল স্টেশন থেকে ৬০০টিরও বেশি ট্রেন চলাচল করে। গুচ্ছ-গুচ্ছ লোকাল ট্রেনের পাশাপাশি প্রতিদিন বহু মেল, এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে এই হাওড়া স্টেশন থেকে। এ তো গেল ট্রেনের কথা! হাওড়া ষ্টেশন দিয়ে প্রতিদিন ১০ থেকে ১২ লক্ষ মানুষ যাতায়াত করেন। পশ্চিমবঙ্গের বাসিন্দাদের পাশাপাশি ভিন রাজ্যের বাসিন্দাদেরও যাতায়াত লেগেই থাকে এই হাওড়া স্টেশন দিয়ে। 

আরও পড়ুন- weekend getaway:দিন দুয়েকের ছুটিতেই বাজিমাত! বর্ষায় কলকাতার কাছের এপ্রান্তের তাকলাগানো শোভার প্রেমে পড়ে যাবেন

শিয়ালদহ :

পশ্চিমবঙ্গের অন্যতম ব্যস্ত একটি রেলওয়ে স্টেশনের নাম শিয়ালদহ। শিয়ালদহ স্টেশনে মোট ২০ টি প্ল্যাটফর্ম রয়েছে। এর মধ্যে শিয়ালদহ মেন এবং উত্তর শাখায় রয়েছে ১৩ টি প্লাটফর্ম। শিয়ালদহ দক্ষিণ শাখায় রয়েছে ৭টি প্ল্যাটফর্ম। তথ্য বলছে, শিয়ালদহ স্টেশন থেকে প্রতিদিন প্রায় ২০ লক্ষ যাত্রী যাতায়াত করেন। এর মধ্যে ১২ লক্ষ যাত্রী প্রতিদিন লোকাল ট্রেনে নিজেদের কর্মস্থলে যাতায়াত করেন। এখানে প্রতিদিন শহরতলি এবং দূরপাল্লার ট্রেন মিলিয়ে যাত্রীদের চলাচল চলে। এরই পাশাপাশি ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের স্টেশনটিও শিয়ালদহ স্টেশনের সঙ্গে সংযুক্ত রয়েছে। সেখানেও প্রতিদিন প্রায় ৫ লক্ষ যাত্রী যাতায়াত করেন।

আরও পড়ুন- weekend getaways:উইকেন্ড ট্রিপের জমাটি মজা! বর্ষায় মনের আরাম নিতে পাড়ি জমান কলকাতার কাছের এই প্রান্তে

খড়গপুর :

পশ্চিমবঙ্গের অন্যতম ব্যস্ত রেলওয়ে স্টেশনের মধ্যে একটি হল পশ্চিম মেদিনীপুরের খড়গপুর জংশন। এই খড়গপুর স্টেশন থেকেও বিভিন্ন রুটে ট্রেন চলাচল করে। খড়গপুর স্টেশনে মোট ১২টি প্ল্যাটফর্ম রয়েছে। প্রতিদিন প্রায় ২ হাজারের মতো মানুষ এই খড়গপুর স্টেশন নিয়ে যাতায়াত করেন। দক্ষিণ পূর্ব রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ স্টেশন হল খড়গপুর। খড়গপুর দিয়ে বিভিন্ন লোকাল ট্রেন-সহ এবং বহু এক্সপ্রেস ট্রেন চলাচল করে।

আরও পড়ুন-Offbeat destination: মন্ত্রমুগ্ধকর প্রাকৃতিক শোভায় মন মজবেই! ঢুঁ মারুন দার্জিলিঙের নাকের ডগার এই ফাটাফাটি গন্তব্যে

আসানসোল :

এই রাজ্যের ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ স্টেশন হল আসানসোল। আসানসোল স্টেশনে মোট ৭টি প্ল্যাটফর্ম রয়েছে। এখানে লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেনও যাতায়াত করে। তথ্য বলছে, এই আসানসোল স্টেশন দিয়ে প্রতিদিন ৬০ হাজার যাতায়াত করেন। ভারতীয় রেলের একটি গুরুত্বপূর্ণ হাব হল এই আসানসোল। প্রতিদিন এই স্টেশন দিয়ে প্রচুর যাত্রী যাতায়াত করেন।

আরও পড়ুন- weekend getaway:সকালে বেরিয়ে সন্ধেয় ফিরুন বাড়ি, ঘুরে আসুন কলকাতার কাছেই অসাধারণ এই প্রান্ত থেকে!

বর্ধমান :

এই রাজ্যের আরও একটি ব্যস্ততম রেলওয়ে স্টেশনের নাম বর্ধমান। এই স্টেশনে মোট ৮টি প্ল্যাটফর্ম রয়েছে। এই স্টেশনটি হাওড়া-দিল্লি মেন লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। বর্ধমান স্টেশনটি পূর্ব রেলের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। প্রতিদিন ৩০০টিরও বেশি এক্সপ্রেস, মেল ট্রেন এই স্টেশন দিয়ে যাতায়াত করে। হাওড়া-দিল্লি মেন লাইনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন হল এই বর্ধমান। তথ্য বলছে, প্রতিদিন পূর্ব ভারতের অন্যতম ব্যস্ত এই রেল স্টেশন দিয়ে প্রায় দেড় লক্ষ মানুষ যাতায়াত করেন।

asansol Howrah Sealdah Indian Railways station