Advertisment

Fire at railway station: স্টেশনেই দাউদাউ করে আগুন! চূড়ান্ত আতঙ্কে হুলস্থূল কাণ্ড!

Fire at railway station: রবিবার সকালে হঠাৎই স্টেশনের একটি ধার থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে এলাকায়।

author-image
IE Bangla Web Desk
New Update
massive fire break out in kolkata

প্রতীকী ছবি।

Fire at railway station: রেলস্টেশন লাগোয়া দোকানে ভয়াবহ আগুন। মুহূর্তের মধ্যেই ভস্মীভূত পরপর কয়েকটি দোকান। রবিবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনে ঘুটিয়ারি শরীফ স্টেশনে বিধ্বংসী এই অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হঠাৎ আগুন লেগে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় স্টেশন চত্বরে। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে আসে। খবর য়ায় দমকলে। স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান।

Advertisment

এদিন সকালে ঘুটিয়ারি শরীফ স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম লাগোয়া দোকানে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন বিধ্বংসী আকার ধারণ করে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি দোকানেও। রীতিমতো আতঙ্ক তৈরি হয় স্টেশন চত্বরে। গলগল করে কালো ধোঁয়া বেরোতে থাকে। এককথায় অগ্নিকাণ্ডের জেরে হুড়োহুড়ি পড়ে যায় স্টেশন চত্বরে। যাত্রীদের মধ্যেও তৈরি হয় আতঙ্ক।

স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পাশের পুকুর, কল থেকে জল এনে ঢালা শুরু হয় দোকানগুলিতে। বালতি করে জ ছড়াতে দেখা যায় অনেককে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসে রেল পুলিশ। এই ঘটনার জেরে এদিন সকালে সাময়িকভাবে ক্যানিং শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। তবে কী থেকে এই আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন- RG Kar Case-TMC: আরজি কর কাণ্ডের জের, বিরাট ধাক্কা তৃণমূলে! মমতাকে চিঠি দিয়ে ইস্তফা বর্ষীয়ান সাংসদের

Fire at Ghutiari Sharif of Sealdah South section Canning Line, ঘুটিয়ারি শরিফ, আগুন

তবে স্টেশনের পাশেই বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের জেরে বড়সড় বিপদের আশঙ্কাও ছিল। স্টেশনের উপর দিয়ে গিয়েছে রেলের ২৫ হাজার ভোল্টের বিদ্যুতের লাইন। সেই লাইনের একেবারে পাশে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন- Eastern Rail: যাত্রীদের সুবিধার্থে অভূতপূর্ব তৎপরতা রেলের! যুগান্তকারী উদ্যোগ দুরন্ত চর্চায়

আরও পড়ুন- Road word in Station: বিধাননগর-সহ কয়েকটি স্টেশনের নামের পর কেন 'রোড' লেখা থাকে? জানুন আসল কারণ

fire West Bengal Sealdah Division
Advertisment