Fire:সাতসকালে জেলা পরিষদ ভবনে অগ্নিকাণ্ড! তুমুল চাঞ্চল্য, অন্তর্ঘাত না নিছকই দুর্ঘটনা?

Fire breaks out: এদিন সকালে হঠাৎই গুরুত্বপূর্ণ ওই ভবনে আগুন লেগে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলেও ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল।

Fire breaks out: এদিন সকালে হঠাৎই গুরুত্বপূর্ণ ওই ভবনে আগুন লেগে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলেও ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল।

author-image
Madhumita Dey
New Update
Malda news,fire,malda zila parishad fire, west bengal news today,bengali news today,latest bengali news,মালদা জেলা পরিষদে আগুন,মালদার খবর,অগ্নিকাণ্ড

Fire breaks out: অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই বহু নথি।

জেলা পরিষদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার সকালে তুমুস চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল মালা শহরে। মঙ্গলবার সকালে হঠাৎই মালদা জেলা পরিষদ ভবনের তিন তলা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।  স্থানীয়দের মাধ্যমে খবর পৌঁছে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। দ্রুত আগুন নেভানোর কাজে হাত দেয় দমকলকর্মীরা। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই অগ্নিকাণ্ডের জেরে মালদা জেলা পরিষদ ভবনের 
ইঞ্জিনিয়ারিং বিভাগের বহু গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Advertisment

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মালদা জেলা পরিষদ ভবনের তিন তলা থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরোতে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায়। মালদা জেলা পরিষদ ভবনের একদিকে রয়েছে ইংরেজবাজার পুরসভা এবং অন্যদিকে রয়েছে মালদা জেলা আদালত। আরও একদিকে রয়েছে পুলিশ সুপারের বাংলো।

মালদার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায় আগুন লেগে যাওয়ায় রীতিমতো বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ছিল। যদিও স্থানীয়দের থেকে খবর পেয়ে দ্রুত ওই এলাকায় ছুটে যায় দমকল। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়ে যায়। কিছুক্ষণের প্রচেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে।

Advertisment

আরও পড়ুন- West bengal News Live Updates:২১ জুলাই মিটতেই তৃণমূলের তারকা সাংসদকে নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

তবে এই অগ্নিকাণ্ডের জেরে মালদা জেলে পরিষদের ইঞ্জিনিয়ারিং বিভাগের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে। যদিও এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- AI education: 'রাজ্যের শিক্ষা ব্যবস্থায় AI প্রযুক্তি ব্যবহারের সময় এসে গেছে', বললেন মুখ্যমন্ত্রী

fire Malda Bengali News Today