AI education: 'রাজ্যের শিক্ষা ব্যবস্থায় AI প্রযুক্তি ব্যবহারের সময় এসে গেছে', বললেন মুখ্যমন্ত্রী

artificial intelligence-School: কলেজে কলেজে ছাত্রী ভর্তির সংখ্যা আগের চেয়ে অনেকটাই বেড়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি রাজ্যের শিক্ষা ব্যবস্থার আরও বিকাশে উন্নত প্রযুক্তির প্রসঙ্গও তুলেছেন মুখ্যমন্ত্রী।

artificial intelligence-School: কলেজে কলেজে ছাত্রী ভর্তির সংখ্যা আগের চেয়ে অনেকটাই বেড়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি রাজ্যের শিক্ষা ব্যবস্থার আরও বিকাশে উন্নত প্রযুক্তির প্রসঙ্গও তুলেছেন মুখ্যমন্ত্রী।

author-image
Debraj Deb
New Update
Tripura college girls enrollment increase,  gross enrollment ratio female students Tripura,  fee waiver girls college Tripura,  Manik Saha AI education Tripura  ,technology‑based education Tripura  ,artificial intelligence in classrooms Tripura,ত্রিপুরা কলেজ ছাত্রী ভর্তি বৃদ্ধি,  মেয়েদের ভর্তি অনুপাত (GER) ত্রিপুরা  ,কলেজ ফি মওকুফ ত্রিপুরা,  মানিক সাহা শিক্ষায় AI , প্রযুক্তি‑ভিত্তিক শিক্ষা ত্রিপুরা,  ডিজিটাল শিক্ষাব্যবস্থা ত্রিপুরা

artificial intelligence: প্রতীকী ছবি।

BJP শাসিত সরকার কলেজে মেয়েদের জন্যে পড়াশোনার ফি তুলে নেওয়ার পর থেকে রাজ্যের সমস্ত কলেজে ছাত্রী ভর্তির সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ১০০ শতাংশ সাফল্যের উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী বলেন, "মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ গ্রহণ করার পরেই রাখি পূর্ণিমার দিন ঘোষণা করেছিলাম, রাজ্যের কোনও (সরকারি) কলেজে ছাত্রীদের পড়াশোনার জন্যে আর কোনও ফিস লাগবে না। তখন থেকে রাজ্যে সকল কলেজের মত ছাত্রী ভর্তির সংখ্যা বেড়েই চলেছে।" এরই পাশাপাশি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় AI প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  

Advertisment

উল্লেখ্য, এবছর রাজ্যে CBSE বোর্ডের অধীনে যে স্কুলগুলি রয়েছে, তাতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ১০০ শতাংশ পরীক্ষার্থীদের সাফল্য এসেছে। তবে ত্রিপুরা রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের বোর্ড পরীক্ষার ফলাফলে এবছর ৮৬.৫৩ শতাংশ ছাত্রছাত্রী মাধ্যমিক ও ৭৯.২৯ শতাংশ ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।

মুখ্যমন্ত্রী, যিনি বিদ্যালয় শিক্ষা দপ্তরের দায়িত্বেও আছেন, তিনি জানান রাজ্যের সব সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে উচ্চ-গুণমানসম্পন্ন শিক্ষক নিয়োগ করা হচ্ছে। যেহেতু সিবিএসই পরিচালিত বোর্ড পরীক্ষায় ১০০ শতাংশ সাফল্য পেয়েছে, রাজ্যের শিক্ষকদের কাছ থেকেও ভবিষ্যতে ১০০ শতাংশ ফলাফল আশা করা হবে, তিনি জানান।

Advertisment

আরও পড়ুন- West bengal News Live Updates:সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের, SSC-এর নয়া নিয়োগে রইল না বাধা

মুখ্যমন্ত্রী আরও বলেন, "শিক্ষা ব্যবস্থায় এখন থেকে AI ব্যবহার করার সময় এসেছে। প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা অবলম্বন করে ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তোলার প্রয়োজন।" এদিকে আগের বামফ্রন্ট সরকারের কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, "২০১৭ সালে (যখন বামফ্রন্ট সরকার বহাল ছিল) অসাংবিধানিক নিয়োগনীতির জন্যে সর্বোচ্চ আদালতে ১৯,৩২৩ বিদ্যালয় শিক্ষকের চাকরি বাতিল হওয়ার পর থেকে রাজ্যের বিদ্যালরগুলিতে শিক্ষকের স্বল্পতা রয়েছে।" এই প্রসঙ্গে যোগ্য শিক্ষকদের নিয়োগ করার জন্যে রাজ্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। সম্প্রতি, ৭০০ স্নাতক ও ৯১৫ স্নাতকোত্তর শিক্ষক মিলিয়ে মোট ১৬১৫ টি শিক্ষকপদে নিয়োগের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন- Kolkata weather Update:শ্রাবণের শুরুতেই 'খেল' শুরু বর্ষার! ফের নিম্নচাপের ভ্রুকুটি! আবহাওয়ায় বিরাট বদল কখন থেকে?

tripura school Manik Saha AI