/indian-express-bangla/media/media_files/2024/10/17/JxEJ3blzknhayW8wVjGQ.jpg)
News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata news updates:গতকাল একুশে জুলাইয়ের মঞ্চের আশেপাশে ঘেঁষতেই দেওয়া হয়নি অনুব্রত মণ্ডলকে। গতকাল ধর্মতলায় একুশের শহীদ সমাবেশের মূল মঞ্চে একদা বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ঢুকতে দেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। এরপর গতকালই ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন অনুব্রত মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু ছবি পোস্ট করেছেন একদা প্রতাপশালী এই তৃণমূল নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তাঁর প্রতি গুরুত্ব কম দিলেও তিনি যে দলের একনিষ্ঠ ভক্ত তা কি ফের একবার সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্টের মাধ্যমেই বোঝাতে চাইলেন কেষ্ট?
গত কয়েক সপ্তাহ ধরেই BJP-র ডাকাবুকো নেতা দিলীপ ঘোষকে নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়। তাঁর বিজেপি ছাড়া নিয়েও চর্চা ছড়ায়। তবে আপাতত সেই সব জল্পনায় জল ঢেলে বিজেপির সঙ্গেই রয়েছেন দিলীপ। মঙ্গলবার খড়্গপুরে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘাটালের তারকা সংসদ দেবকে নিয়ে কিছু মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। যা নিয়েও চর্চা ছড়িয়েছে। দিলীপ ঘোষ এদিন বলেছেন, "ও (দেব) মেদিনীপুরের ছেলে, ও ভালো ছেলে। কিন্তু এমন নিষ্কর্মা ভালো ছেলে হয়ে লাভ কী? কার চাপে দেব এখনও রাজনীতিতে আছে?"
ফের জাতীয় সড়কে অবরোধ। বর্ধমান থেকে দুর্গাপুর-আসানসোলের দিকে যাওয়ার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। মঙ্গলবার সকাল ৮টা থেকে পূর্ব বর্ধমানের মেটেল, নবানহাট এলাকায় পথ অবরোধ শুরু। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই এলাকায় যানজট ও দুর্ঘটনার সমস্যা রয়েছে, সেটাই এখন চরমে পৌঁছেছে। প্রশাসনকে বলেও কাজ হয়নি। এবার ওই এলাকায় উড়ালপুল তৈরির দাবিতে এলাকারই কয়েক হাজার বাসিন্দা রীতমতো প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে প্রতিবাদে নেমেছেন। জাতীয় সড়কে অবরোধের জেরে রাস্তায় দু'দিকে সারি দিয়ে শ'য়ে শ'য়ে গাড়ি আটকে পড়ে। পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।
আরও পড়ুন- Jagdeep Dhankhar: ইস্তফা দিলেন ভারতের উপরাষ্ট্রপতি ধনখড়, পদত্যাগ নিয়ে তুঙ্গে জল্পনা
-
Jul 22, 2025 16:40 IST
Kolkata News Live Updates:মেট্রোর মুকুটে নয়া পালক যোগ সময়ের অপেক্ষা!
কলকাতা মেট্রোরেলের মুকুটে নয়া পালক যুক্ত হওয়া এখন সময় অপেক্ষা। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া মেট্রো চলাচল আর অল্পদিনের মধ্যেই শুরু করা যাবে বলে মনে করা হচ্ছে। গতকালই মেট্রোরেলের জেনারেল ম্যানেজার উদয় কুমার রেড্ডি ও সংস্থার অন্যান্য কর্মকর্তারা এই মেট্রো পথ এবং তার বিভিন্ন নিরাপত্তার দিকগুলি খতিয়ে দেখেছেন। এই পথে ট্রায়াল রানও হয়েছে।
বিস্তারিত পড়ুন- kolkata metro:কলকাতা মেট্রোর মুকুটে নয়া পালক যোগ সময়ের অপেক্ষা! নতুন রুটে মিটল ট্রায়াল রান
-
Jul 22, 2025 16:14 IST
Kolkata News Live Updates:সাঁড়াশি অভিযানে বড়সড় গ্রেফতারি
কাজের নাম করে পাচারের আগে ৫৬ জন তরুণীকে উদ্ধার করল নিউ জলপাইগুড়ি জিআরপি এবং RPF-এর বিশেষ দল। সোমবার বিকেলে NJP স্টেশনে ক্যাপিটাল এক্সপ্রেসে অভিযান চালিয়ে ওই তরুণীদের উদ্ধার করা হয়েছে। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে জিআরপি। আরপিএফের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল জিতেন্দ্রকুমার পাসোয়ান এবং চন্দ্রিমা কর। অভিযুক্তদের মধ্যে জিতেন্দ্র দক্ষিণবঙ্গের ভাটপাড়া এবং চন্দ্রিমা শিলিগুড়ির পোড়াঝাড়ের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে জিআরপি। রেল পুলিশের সুপার কুঁয়রভূষণ সিংয়ের বক্তব্য, 'মামলা রুজু করে আমরা তদন্ত শুরু করেছি।' রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীদের তামিলনাডুর হসুর জেলায় পাচার করা হচ্ছিল।
বিস্তারিত পড়ুন- trafficking:সূত্রের খবরে অতর্কিতে হানা, সাঁড়াশি অভিযানে বড়সড় গ্রেফতারি, 'নতুন জীবন' ফিরে পেলেন তরুণীরা
-
Jul 22, 2025 15:58 IST
Kolkata News Live Updates:তৃণমূলকে তুলোধনা শমীকের
তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে শিল্প ক্ষেত্রে দারুণ আকাল তৈরি হয়েছে, নামজাদা সব সংস্থা মুখ ফিরিয়েছে বাংলা থেকে, বিরোধীরা বিশেষ করে BJP এই অভিযোগ বারবার করে। এবার সংসদের বাদল অধিবেশনে এই একই ইস্যুতে সোচ্চার হলেন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তৃণমূলের শাসনকালে পশ্চিমবঙ্গ থেকে ৬,৬৮৮টি কোম্পানি পাততাড়ি গুটিয়েছে বলে দাবি শমীকের।
বিস্তারিত পড়ুন- Samik Bhattacharya:'তৃণমূলের আমলে হাজার-হাজার সংস্থা বাংলা ছেড়েছে', ফের সোচ্চার শমীক
-
Jul 22, 2025 15:28 IST
Kolkata News Live Updates:প্রবল বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একেবারে আগামী ২৭ জুলাই অর্থাৎ রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির দাপট থাকার সম্ভাবনা প্রবল। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া বদল হতে শুরু করবে আগামিকাল থেকেই। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জেলায় বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
বিস্তারিত পড়ুন- Kolkata weather Update:শ্রাবণের শুরুতেই 'খেল' শুরু বর্ষার! ফের নিম্নচাপের ভ্রুকুটি! আবহাওয়ায় বিরাট বদল কখন থেকে?
-
Jul 22, 2025 13:31 IST
Kolkata News Live Updates:নৃশংস হত্যাকাণ্ড!
নিজের বয়সের থেকে বড় স্ত্রী'কে পছন্দ হচ্ছিল না। তাই নিজে গুলি করে বাইরে থেকে দুষ্কৃতীদের গুলি ছোঁড়ার গল্প ফেদেও কাজ হল না। পুলিশী তদন্তে ধরা পড়ল স্বামী। নাকাশীপাড়া থানার কালিবাস এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহিলা দফাদার (৩৮)। ধৃত স্বামীর নাম হায়দর দফাদার। তার বিরুদ্ধে পুলিশের খাতায় খুন, ধর্ষণের একাধিক অভিযোগ রয়েছে।
বিস্তারিত পড়ুন- Crime News:এই কাহিনী রক্ত ঠান্ডা করা সিনেমাকেও হার মানাবে! স্ত্রীকে দুনিয়া থেকে সরাতে স্বামী যা করল...
-
Jul 22, 2025 13:03 IST
Kolkata News Live Updates:অভিজিতের নিশানায় তৃণমূল
আবারও চর্চায় তমলুকের BJP সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ নিয়ে কটাক্ষ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একুশে জুলাইয়ের এই কর্মসূচি তৃণমূল কংগ্রেস 'হাইজ্যাক' করে নিয়েছে বলে অভিযোগ বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
বিস্তারিত পড়ুন- Abhijit Gangopadhyay:ফের চর্চায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তৃণমূলের ২১ জুলাইয়ের কর্মসূচিকে যারপরনাই কটাক্ষ
-
Jul 22, 2025 12:27 IST
Kolkata News Live Updates:স্কুলে-স্কুলে AI?
BJP শাসিত সরকার কলেজে মেয়েদের জন্যে পড়াশোনার ফি তুলে নেওয়ার পর থেকে রাজ্যের সমস্ত কলেজে ছাত্রী ভর্তির সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ১০০ শতাংশ সাফল্যের উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী বলেন, "মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ গ্রহণ করার পরেই রাখি পূর্ণিমার দিন ঘোষণা করেছিলাম, রাজ্যের কোনও (সরকারি) কলেজে ছাত্রীদের পড়াশোনার জন্যে আর কোনও ফিস লাগবে না। তখন থেকে রাজ্যে সকল কলেজের মত ছাত্রী ভর্তির সংখ্যা বেড়েই চলেছে।" এরই পাশাপাশি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় AI প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বিস্তারিত পড়ুন- AI education: 'রাজ্যের শিক্ষা ব্যবস্থায় AI প্রযুক্তি ব্যবহারের সময় এসে গেছে', বললেন মুখ্যমন্ত্রী
-
Jul 22, 2025 12:25 IST
Kolkata News Live Updates:জেলা পরিষদ ভবনে অগ্নিকাণ্ড!
জেলা পরিষদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার সকালে তুমুস চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল মালা শহরে। মঙ্গলবার সকালে হঠাৎই মালদা জেলা পরিষদ ভবনের তিন তলা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পৌঁছে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। দ্রুত আগুন নেভানোর কাজে হাত দেয় দমকলকর্মীরা। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই অগ্নিকাণ্ডের জেরে মালদা জেলা পরিষদ ভবনের ইঞ্জিনিয়ারিং বিভাগের বহু গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বিস্তারিত পড়ুন- Fire:সাতসকালে জেলা পরিষদ ভবনে অগ্নিকাণ্ড! তুমুল চাঞ্চল্য, অন্তর্ঘাত না নিছকই দুর্ঘটনা?
-
Jul 22, 2025 12:14 IST
Kolkata News Live Updates:নতুন ইতিহাস শক্তিগড়ের ল্যাংচার!
প্রতি বছরই ২১ জুলাই তৃণমূলের শহীদ সভায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে পাহাড় থেকে শুরু করে সমতলের হাজার-হাজার মানুষ কলকাতার ধর্মতলায় জড়ো হন। এবারও তার অন্যথা হয়নি। প্রতি বার কলকাতার পথে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে গাড়ি থামে তৃণমূল কর্মী-সমর্থকদের একটি বড় অংশের। দেদার বিকোয় ল্যাংচা। এবার একুশেও ফাটাফাটি বিক্রি ছিল পূর্ব বর্ধমানের অতি পরিচিত এই মিষ্টির। শক্তিগড়ের ল্যাংচা ব্যবসায়ীরা তো সেই বিক্রিতে আহ্লাদে আটখানা।
বিস্তারিত পড়ুন- Shaktigarh langcha:নতুন ইতিহাস শক্তিগড়ের ল্যাংচার! আপ্লুত ব্যবসায়ীরা ধন্যবাদ জানাচ্ছেন কাকে জানেন?
-
Jul 22, 2025 11:15 IST
Kolkata News Live Updates: সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের
SSC মামলায় এবার সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের। কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তই বহাল রইল সুপ্রিম কোর্টেও। গতকাল মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার বলেন, "চিহ্নিত অযোগ্যরা তো বাদ পড়েই গিয়েছেন। তাঁরা পরীক্ষা কেউ বসছেন না। যোগ্য চাকরিহারা শিক্ষকরা পরীক্ষায় বাড়তি সুযোগ পেলে ক্ষতি কী? পড়ানোর ক্ষেত্রে তাঁদের অভিজ্ঞতাও রয়েছে।" এসএসসি-র নয়া নিয়োগ বিধিতে শিক্ষকদের অতিরিক্ত ১০ নম্বর দেওয়া এবং বয়সের ছাড়ের বিষয়টিতে আপত্তি ছিল চাকরিপ্রার্থীদের একাংশের। তা নিয়েই প্রথমে কলকাতা হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা।
-
Jul 22, 2025 11:14 IST
Kolkata News Live Updates: শীর্ষ আদালতের পরামর্শ চেয়েছেন রাষ্ট্রপতি
দেশের সর্বোচ্চ আদালতের পরামর্শ চেয়েছেন রাষ্ট্রপতি। বিলে সই করা সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ চেয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে রাষ্ট্রপতির এই পরামর্শের বিষয়টি নিয়ে আলোচনা হবে। তামিলনাড়ু সরকারের একটি মামলায় শীর্ষ আদালতের বিচারপতিদের পরামর্শ চেয়েছেন দেশের রাষ্ট্রপতি।