/indian-express-bangla/media/media_files/2024/12/20/iXehYI8KDSaiWgw1r83j.jpg)
Kolkata Topsia Fire: তপসিয়ায় বিধ্বংসী আগুন
fire breaks out in kolkata topsia area: কলকাতায় বিধ্বংসী আগুন। বহুতলের পাশে ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলে পুড়ে খাক একের পর এক ঝুপড়ি ঘর। খবর পেয়ে এলাকায় যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান দমকলকর্মীরা। দমকলকর্মীদের সঙ্গেই আগুন নেভানোর চেষ্টায় স্থানীয় বাসিন্দারাও। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়েছে দমকলকর্মীদের। ঘটনাস্থলে পুলিশ গেলে উত্তেজনা আরও বেড়ে যায়। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছে।
ফের বিধ্বংসী আগুন শহর কলকাতায়। শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ হঠাৎই দাউ দাউ করে আগুন ধরে যায় তপসিয়ার ঝুপড়িতে। মুহূর্তের মধ্যে পাশাপাশি পরপর ঝুপড়ি ঘরে সেই আগুন ছড়িয়ে পড়ে। ঘিঞ্জি এলাকায় দ্রুত একের পর এক ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে গল গল করে কালো ধোঁয়া বেরোতে থাকে। এরই মধ্যে একের পর এক ঝুপড়ি ঘর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেই সব ঘরে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে।
এদিকে, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে প্রগতি ময়দান থানার পুলিশ যেতেই বিক্ষোভে ফেটে করে ক্ষুব্ধ জনতা। পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ারও অভিযোগ উঠেছে। কোনও মতে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। এদিন ঘটনাস্থলে দমকলকর্মীদের ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। যে এলাকায় আগুন লেগেছে সেখান থেকে দমকলের অফিসের দূরত্ব মেরে কেটে ১০০ মিটারের মতো। তা সত্ত্বেও আগুন লাগার খবর পেয়েও ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা পর ঘটনাস্থলে দমকলবাহিনী আসে বলে অভিযোগ স্থানীয়দের।
এদিন অগ্নিকাণ্ডের পরপরই প্রথমে বালতি ভর্তি করে জল তুলে এনে ঢালতে শুরু করেন স্থানীয়রা। অনেকে আরও পাত্রে জল এনে ঢালতে শুরু করেন। তবে আগুনের তীব্রতা অত্যন্ত বেশি থাকায় তাতেও কাজের কাজ কিছুই হয়নি। সময় যত এগিয়েছে আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে গোটা ঝুপড়িকে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। চারিদিকে হাহাকার, চিৎকার। ঝুপড়ি লাগেয়া খালে নেমে পড়তে দেখা যায় স্থানীয়দের অনেককে। সেই খাল থেকে জল তুলে চলে আগুন নেভানোর কাজ।