Fire breaks out in multi storey's godown in Kolkatas Narkeldanga: সাতসকালে ভয়াবহ আগুন শহর কলকাতায়। নারকেলডাঙা মেইন রোড সংলগ্ন জালা ময়দান এলাকার একটি বহুতলের গ্রাউন্ড ফ্লোরের গোডাউনে আগুন লেগে যায়। এদিন সকাল ছ'টা নাগাদ ওই এলাকা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই ভয়াবহ রূপ ধারণ করে আগুন। দমকলে খবর পাঠিয়ে এলাকার বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। ধাপে ধাপে ঘটনাস্থলে এসে পৌঁছোয় দমকলের ন'টি ইঞ্জিন। চূড়ান্ত তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দমকলকর্মীদের ঘটনাস্থলে পৌঁছোতে বেগ পেতে হয়। দ্রুত ওই আবাসনটি খালি করা হয় এবং বাসিন্দাদের নিরাপদ দূরত্বে নামিয়ে আনেন দমকলকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ছ'টা নাগাদ নারকেলডাঙা মেইন রোড সংলগ্ন জালা ময়দান এলাকার বহুতলের নিচের গোডাউনে আগুন ধরে যায়। বহুতলটির গোডাউনে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুত ছিল বলে জানা গিয়েছে। কোনওভাবে সেখানেই আগুন ধরে গিয়ে বিপত্তি বাধে।
সকাল ছ'টা নাগাদ স্থানীয় বাসিন্দারা গোডাউন থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। মুহূর্তে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কিছুক্ষণের মধ্যেই সেই আগুনও ভয়াবহ রূপ ধারণ করে। ততক্ষণে খবর পাঠানো হয়েছে দমকলে। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে নিজেরাই আগুন নেভানোর কাজ শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন- West Bengal News Live:দার্জিলিঙে বেড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, পর্যটকদের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া পাহাড়নগরীতে
আগুনের তেজ বাড়তে থাকায় ক্রমেই বিধ্বংসী আকার ধারণ করে তা। প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দমকল কর্মীদের আগুনের উৎসস্থলে পৌঁছোতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। তবে চূড়ান্ত দক্ষতার সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে হাত দেয় দমকল। দমকল কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করতে থাকেন পুলিশ কর্মীরাও। এদিন সকাল ছ'টা নাগাদ নারকেলডাঙার ওই বহুতলের গোডাউনে আগুন লাগে বলে জানা যায়।
আরও পড়ুন- Bhangar Incident: আরাবুল-শওকতদের ভাঙড়ে ফেলে মার পুলিশকে, কিল-চড়-ঘুঁসি-লাথি, বাদ গেল না কিছুই!
দমকল কর্মীরা পৌঁছে গোটা বহুতলটি দ্রুত খালি করে দেয়। দ্রুত ওই বহুতলের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যান দমকলকর্মীরা। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। নতুন করে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই বলেও জানিয়ে দিয়েছেন দমকল আধিকারিকরা। তবে ঠিক কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় বলে জানা গিয়েছে। তবে এদিন সকালে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় নারকেলডাঙার ওই এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়।