Fire breaks out in part of abandoned house in Hazra, Kolkata: কলকাতা শহরে আবারও অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ভোরে হাজরায় একটি পরিত্যক্ত বাড়ির একাংশে আগুন লেগে যায়। বাড়িটির ওই অংশের একটি জানলা থেকে গলগল কালো ধোঁয়া বেরোতে দেখা যায়।। যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের একেবারে কাছে জনবহুল ওই এলাকায় আগুন লাগার কারণে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ছুটে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ থাকার কারণে জানলা ভেঙে ভিতরে ঢোকেন দমকল কর্মীরা।
বৃহস্পতিবার ভোরে কলকাতার যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের কাছেই জনবহুল ওই এলাকায় পরিত্যক্ত একটি বাড়িতে আগুন লেগে যায়। সর্বপ্রথম স্থানীয় বাসিন্দারা ওই বাড়ির একাংশের একটি জানলা থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখেন। মুহূর্তে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। মুহূর্তে খবর পাঠানো হয় দমকলে।
কিছুক্ষণের মধ্যেই দমকল বাহিনী এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবে প্রথমে পরিত্যক্ত ওই বাড়িটিতে ঢুকতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। কারণ বাড়িটির ভেতর থেকে দরজা বন্ধ করা ছিল। শেষমেষ ওই বাড়ির একটি জানলা ভেঙে ভিতরে ঢোকেন দমকল কর্মীরা। কিছুক্ষণের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- West Bengal News Live:যাদবপুর-কাণ্ডে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ, শেষমেশ গ্রেফতার আরও এক পড়ুয়া
তবে ঠিক কী কারণে ওই বাড়িটিতে আগুন লাগল তা এখনও স্পষ্ট হয়নি। আগুন লাগার স্পষ্ট কোনও কারণ এখনও জানাতে পারেননি দমকল আধিকারিকরাও। তবে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দমকল। এদিন অত্যন্ত জনবহুল ওই এলাকায় এমন অগ্নিকাণ্ডের জেরে সাময়িক যানজট তৈরি হয় ওই এলাকায়।
আরও পড়ুন- Kolkata Weather Today: দোলের ফাটাফাটি মজা ভেস্তে দেবে বৃষ্টি? দিন কয়েকেই দাবদাহের পরিস্থিতির আশঙ্কা