/indian-express-bangla/media/media_files/2025/03/13/eMC2TLS6Inq1xi84UvfN.jpg)
Bengal weather Update: দোলে কেমন থাকবে আবহাওয়া?
IMD Weather Update Today March 13:তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও বাড়তে শুরু করবে। সকাল ও সন্ধ্যার দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে সূর্যের প্রখর তেজে অস্বস্তি বাড়বে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। কাল দোল (Dol)। দোলের দিন কেমন থাকবে আবহাওয়া? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত সকাল এবং সন্ধ্যের দিকে মনোরম আবহাওয়া থাকলেও বেলার দিকে সূর্যের প্রখর তেজে রীতিমতো অস্বস্তি বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। দিন কয়েকের মধ্যেই জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তিলোত্তমা মহানগরী তাপমাত্রা এখনই ৩৫ ডিগ্রি পৌঁছোতে পারে। সব মিলিয়ে মার্চ মাসের ১৬ বা ১৭ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চরম পরিস্থিতি তৈরির আশঙ্কাও রয়েছে।
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতায় সকাল ও সন্ধ্যের দিকে মনোরম পরিবেশ রয়েছে।। তবে বেলা বাড়লে কলকাতা শহরের তাপমাত্রা চড়চড়িয়ে বাড়বে। সূর্যের প্রখর তেজে রীতিমতো নাজেহাল পরিস্থিতি তৈরি হবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫° বা তার ওপরে পৌঁছে যেতে পারে।
আরও পড়ুন-West Bengal News Highlights: বিরাট বিপাকে শেখ হাসিনা, বাংলাদেশের রাজনীতিতে তোলপাড়
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু ভিন্ন। আজ থেকেই উত্তরবঙ্গের ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির এই রেশ চলবে টানা তিনদিন। সুতরাং দোলের দিনেও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দোলের দিন অর্থাৎ আগামিকাল শুক্রবার উত্তরবঙ্গের ৬ জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।