West Bengal News Highlights: 'হিন্দু এলাকায় যেন গেরুয়া পতাকা ছাড়া কিছু চোখে না পড়ে', বিজেপির সম্মেলনে নিদান শুভেন্দুর

West Bengal News Highlights Today 13 Mar, 2025:পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest West Bengal News Highlights: "হিন্দু এলাকায় যেন গেরুয়া পতাকা ছাড়া কিছু চোখে না পড়ে। সময় এসেছে হিন্দুদের তাকত দেখানোর।" বৃহস্পতিবার এই সুরেই দলীয় কর্মীদের রামনবমী পালনকে সাফল্যমণ্ডিত করতে আহ্বান জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের নেতা-কর্মীদের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিঁধলেন। তাঁকে হুঁশিয়ারি দেওয়া হুমায়ুন কবীরকে উন্মাদ বলে কটাক্ষ করেন। সদ্য় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া তাপসী মণ্ডলের বক্তব্যকেও গুরুত্ব দিতে চাননি নন্দীগ্রামের বিধায়ক। এদিন হলদিয়ায় বিজেপির কার্যকর্তা সম্মেলনে দীর্ঘ বক্তব্য রাখেন শুভেন্দু। 

Advertisment

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা বহুগুণে বেড়ে গিয়েছে বলে জানাল কেন্দ্র। সংসদে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, বাংলাদেশে হাসিনা সরকারের অবসানের পর এদেশে বাংলাদেশিদের অনুপ্রবেশের চেষ্টা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। তবে অত্যন্ত দক্ষতার সঙ্গে ভারতের নিরাপত্তারক্ষী বাহিনী পরিস্থিতির মোকাবিলা করছে। দেশের সরকারও এব্যাপারে কড়া অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। সংসদে রীতিমতো তথ্য দিয়ে স্বরাষ্ট্র প্রতিবন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, হাসিনা সরকারের অবসানের পর বাংলাদেশিদের অনুপ্রবেশের চেষ্টার ঘটনা ৮০ গুণ বেড়ে গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, গত বছরের আগস্ট মাস থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টায় ধরা পড়েছেন ১৫৮৪ জন বাংলাদেশি।

একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বছর ঘুরলেই রাজ্যে আরও একটি বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী বলতে শুরু করেছেন আগামী নির্বাচনে ভবানীপুরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। শুভেন্দুর সেই মন্তব্য ঘিরেই জল্পনা তৈরি হয়েছে। এবার সেই জল্পনা আরও বাড়ালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, "আমারও বিশ্বাস ভবানীপুরে শুভেন্দু অধিকারী মমতার বিরুদ্ধে লড়াই করলে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হবেন।"

  • Mar 13, 2025 18:11 IST

    West Bengal News Live: হিন্দু এলাকায় শুধুই থাকবে গেরুয়া পতাকা, দলের নেতা-কর্মীদের নিদান শুভেন্দুর

    "হিন্দু এলাকায় যেন গেরুয়া পতাকা ছাড়া কিছু চোখে না পড়ে। সময় এসেছে হিন্দুদের তাকত দেখানোর।" বৃহস্পতিবার এই সুরেই দলীয় কর্মীদের রামনবমী পালনকে সাফল্যমণ্ডিত করতে আহ্বান জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের নেতা-কর্মীদের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিঁধলেন। তাঁকে হুঁশিয়ারি দেওয়া হুমায়ুন কবীরকে উন্মাদ বলে কটাক্ষ করেন। সদ্য় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া তাপসী মণ্ডলের বক্তব্যকেও গুরুত্ব দিতে চাননি নন্দীগ্রামের বিধায়ক। এদিন হলদিয়ায় বিজেপির কার্যকর্তা সম্মেলনে দীর্ঘ বক্তব্য রাখেন শুভেন্দু। 

     



  • Mar 13, 2025 16:54 IST

    West Bengal News Live: টুকলির দাবিতে হবিবপুরের স্কুলে ভাঙচুর, তাণ্ডব উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের

    বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ইতিহাস এবং অংক পরীক্ষার দিন হবিবপুরের একটি পরীক্ষাকেন্দ্রে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল একাংশ পরীক্ষার্থীদের বিরুদ্ধে। এই ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী উচ্চ বিদ্যামন্দিরে। টুকলি করতে দেওয়ার দাবি জানিয়ে এদিন পরীক্ষা শুরু কিছুক্ষণ আগেই একাংশ পরীক্ষার্থীরা তাণ্ডব চালিয়ে ক্লাসরুমের বেশ কয়েকটি সিলিং ফ্যান ভাঙচুর করে বলে অভিযোগ। উল্টে ফেলা হয় সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের কয়েকটি টেবিল এবং বেঞ্চ। পরে ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট স্কুলের কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।



  • Advertisment
  • Mar 13, 2025 15:46 IST

    West Bengal News Live:'কাঁটা' দিয়েই 'কাঁটা' তোলার ছক বিজেপির?

    নির্বাচন এলেই যেমন দিল্লি থেকে রাজনৈতিক নেতাদের আগমন ঘটে বাংলায়, ঠিক তেমন কিছু রাজনৈতিক দলও ভোটের আগে বাংলায় লড়াইয়ের ঘোষণা করে। আবার এরাজ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ময়দানে নামতে চলেছে আসাদউদ্দিন ওয়েইসির দল AIMIM বা মিম। সম্প্রতি মিমের বঙ্গ নেতৃত্ব এই ঘোষণা করেছে। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এসেছিলেন খোদ এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

    বিস্তারিত পড়ুন- AIMIM: তৃণমূলের মুসলিম ভোটে থাবা বসাতে তৈরি মিম! 'কাঁটা' দিয়েই 'কাঁটা' তোলার ছক বিজেপির?



  • Mar 13, 2025 15:02 IST

    West Bengal News Live:যাদবপুর-কাণ্ডে আরও এক পড়ুয়া গ্রেফতার

    যাদবপুর-কাণ্ডে এবার আরও এক পড়ুয়াকে গ্রেফতার করল পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গন্ডগোলের ঘটনায় বুধবারই প্রথম বর্ষের পড়ুয়াকে ডেকে পাঠানো হয়েছিল যাদবপুর থানায়। জিজ্ঞাসাবাদের পরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গন্ডগোলের দিন রাতে তৃণমূল সমর্থিত শিক্ষা কর্মীদের সংগঠন 'শিক্ষা বন্ধু'র অফিসে আগুন লেগে যায়। ওই ঘটনার প্রেক্ষিতে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ওই পড়ুয়াকে। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আগেই গ্রেফতার হওয়া এক পড়ুয়ার জামিন মঞ্জুর করেছে আদালত।



  • Mar 13, 2025 14:39 IST

    West Bengal News Live:দোলেও ছুটবে মেট্রো

    শুক্রবার দোল (Dol)। দোলের দিন অর্থাৎ ১৪.০৩.২০২৫ (শুক্রবার) কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে মেট্রোর ২৬২টি পরিষেবার পরিবর্তে ৬০টি পরিষেবা (৩০টি ইউপি + ৩০ ডিএন) মিলবে। ওই দিন, এই রুটে পরিষেবাগুলি দোলের দিন দুপুর ২.৩০ টা থেকে শুরু হবে।

    বিস্তারিত পড়ুন- Kolkata Metro Holi Schedule: দোলেও ছুটবে মেট্রো, তবে সময়সূচি না জানলে দুর্ভোগে পড়তে পারেন



  • Mar 13, 2025 14:23 IST

    West Bengal News Live:শুভেন্দুর 'সঙ্গ' ছাড়তেই 'বড় পুরস্কার' মমতার

    গত সোমবার BJP ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। ফের দলবদলের কয়েকদিনের মাথাতেই মিলল বড় 'পুরস্কার'। তাপসী মণ্ডলকে দেওয়া হল পশ্চিমবঙ্গের ওমেন ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারপার্সন পদ। গত ১০ মার্চ হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। ফের দলবদলের পরপরই মিলল বিরাট দায়িত্ব।

    বিস্তারিত পড়ুন- Tapasi Mondal: সদ্য তৃণমূলের 'উন্নয়নযজ্ঞে' যোগ বিধায়কের, শুভেন্দুর 'সঙ্গ' ছাড়তেই 'বড় পুরস্কার' মমতার



  • Mar 13, 2025 13:56 IST

    West Bengal News Live:নিউটাউনে বিক্ষোভ

    মাটির গাড়ি ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ, অবৈধভাবে মাটি ভর্তি গাড়ির চলাচলের জেরে ঘুনি, যাত্রাগাছির জনবসতিপূর্ণ এলাকার কয়েকটি বাড়িতে ফাটল ধরেছে। পাশাপাশি রাস্তার পাশে অবস্থিত যাত্রাগাছি পশ্চিমপাড়ার জামে মসজিদের কংক্রিটে ফাটলও ধরেছে। ডাম্পার ভর্তি মাটি নিয়ে এলাকার একটি নির্মাণকল্পের জন্য জলাশয় ভরাট হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
     বুধবার রাতে সেই ফাটল দেখিয়ে যাত্রাগাছি-শুলংগড়ি রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। তার প্রতিবাদে সোচ্চারও হন বাসিন্দারা।



  • Mar 13, 2025 13:11 IST

    West Bengal News Live:শুভেন্দুকে ফের বেনজির আক্রমণ হুমায়ুনের

    বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিঁধে 'ঠুসে দেব' মন্তব্যে অনড় মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বরং আজ আরও সুর চড়িয়ে বললেন, "যার দম নেই সে একথা বলে কেন? গোটা সম্প্রদায়কে আক্রমণ করে কেন?" আবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। গতকালই শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে হুমায়ুনের 'ঠুসে দেব' মন্তব্যে তুমুল জলঘোলা হয়। বিধানসভার অন্দরে প্রতিবাদে ফেটে পড়েন BJP-র বিধায়করা। হুমায়ুনের পাশাপাশি শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানিয়ে 'ঠ্যাং ভেঙে দেব' শীর্ষক মন্তব্য শোনা গিয়েছে তৃণমূলের আর এক সংখ্যালঘু বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীর মুখেও।

    বিস্তারিত পড়ুন- Humayun on Suvendu: 'ঠুসে দেব শুনেই ভয় পেয়েছে, দম না থাকলে কেন বলেন?' শুভেন্দুকে বেনজির আক্রমণ হুমায়ুনের



  • Mar 13, 2025 12:31 IST

    West Bengal News Live:বিরাট প্রতারণার পর্দাফাঁস, ধৃত ১

    একই আধার নম্বর ব্যবহার করে আলাদা আলাদা নামে পাসপোর্ট তৈরির চেষ্টা, খাস কলকাতায় পুলিশের জালে এক ব্যক্তি। ধৃত ব্যক্তি বাগুইআটির বাসিন্দা বলে জানা গিয়েছে। জাল পাসপোর্ট চক্রের তদন্তে নেমে এর আগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের জেরাতেই এই ব্যক্তির সন্ধান মিলেছিল। সূত্র মারফত পওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগুইআটির বাসিন্দা ত্রিদীপ মণ্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 


    বিস্তারিত পড়ুন- Kolkata News: একই আধার নম্বরে আলাদা আলাদা নামে পাসপোর্ট, খাস কলকাতায় বিরাট প্রতারণার পর্দাফাঁস, ধৃত ১



  • Mar 13, 2025 11:15 IST

    West Bengal News Live:পশ্চিমবঙ্গের জন্য সুখবর!

    পশ্চিমবঙ্গের জন্য সুখবর! রাজ্যের উন্নয়নের কাজে বিভিন্ন খাতে বিপুল পরিমাণ বরাদ্দ আটকে রেখেছে কেন্দ্র, গত কয়েক বছরে এই অভিযোগ বারবার করতে দেখা গিয়েছে শাসক দলের নেতাদের। তবে এবার জানা গেল পশ্চিমবঙ্গের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সুপারিশ করেছে সংসদের গ্রাম উন্নয়ন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি। পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ সহ যে যে ক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দের টাকা বকেয়া রয়েছে, সেই সব টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে।



  • Mar 13, 2025 10:27 IST

    West Bengal News Live:জায়ান্ট স্ক্রিনে মহাপ্রভুর প্রাণপ্রতিষ্ঠা

    আগামী অক্ষয় তৃতীয়ার শুভদিনেই দ্বারোদঘাটন হতে চলেছে দিঘার সুবিশাল জগন্নাথ মন্দিরের। মন্দিরের দ্বারোদঘাটনের আগের দিন হবে মহাপ্রভুর প্রাণপ্রতিষ্ঠা। প্রভু জগন্নাথ দেবের প্রাণপ্রতিষ্ঠা স্বচক্ষে দেখার জন্য দিঘায় যাওয়ার হিড়িক পড়ে গিয়েছে ওই দিন। তবে দিঘায় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার দিন বিপুল ভক্ত সমাগমের জেরে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। সেই কারণেই রাজ্যজুড়ে জায়ান্ট স্ক্রিনে মহাপ্রভু জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠার মুহূর্ত দেখানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর উদ্দেশ্যে আবেদন করে বলেছেন, "জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে সবাই ধীরে ধীরে আসুন। আর প্রাণ প্রতিষ্ঠার দিন নজর রাখুন জায়ান্ট স্ক্রিনে। রাজ্যের সব ব্লকে জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে মহাপ্রভুর প্রাণ প্রতিষ্ঠা।"



  • Mar 13, 2025 10:08 IST

    West Bengal News Live:যাদবপুরের গরিমায় বেনজির ধাক্কা!

    পশ্চিমবঙ্গ সরকারের হেলদোলহীন মানসিকতার জন্যই যাদবপুর বিশ্ববিদ্যালয় উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা থেকে বাদ গিয়েছে, সংসদে এমনই জানিয়েছে কেন্দ্র। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন ওই তালিকা থেকে সরানো হয়েছে এটা জানতে চেয়েছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। শিক্ষা মন্ত্রকের কাছে এ ব্যাপারে বিশদে জানতে চেয়েছিলেন শমীক ভট্টাচার্য। বিজেপি সাংসদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদার জানান, কেন্দ্রের একটি কমিটি ২০১৮ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বেছে নিয়েছিল। পরবর্তী সময়ে ৩২৯৯ কোটি টাকার বাজেট প্রস্তাব পাঠানো হয়। নিয়ম অনুযায়ী এই টাকার মধ্যে এক হাজার কোটি টাকা দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের। বাকি টাকা দেওয়ার কথা রাজ্য সরকারের।

    বিস্তারিত পড়ুন- JU: যাদবপুরের গরিমায় বেনজির ধাক্কা! রাজ্যকেই দায়ী করে সুর চড়াচ্ছে BJP



  • Mar 13, 2025 09:04 IST

    West Bengal News Live:কলকাতায় আবারও অগ্নিকাণ্ড

    কলকাতা শহরে আবারও অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ভোরে হাজরায় একটি পরিত্যক্ত বাড়ির একাংশে আগুন লেগে যায়। বাড়িটির ওই অংশের একটি জানলা থেকে গলগল কালো ধোঁয়া বেরোতে দেখা যায়।। যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের একেবারে কাছে জনবহুল ওই এলাকায় আগুন লাগার কারণে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ছুটে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ থাকার কারণে জানলা ভেঙে ভিতরে ঢোকেন দমকল কর্মীরা।

    বিস্তারিত পড়ুন- Kolkata Fire: কলকাতায় আবারও অগ্নিকাণ্ড, মেট্রো স্টেশনের কাছে দাউদাউ করে আগুন



  • Mar 13, 2025 08:37 IST

    West Bengal News Live:দোলের ফাটাফাটি মজা ভেস্তে দেবে বৃষ্টি?

    তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও বাড়তে শুরু করবে। সকাল ও সন্ধ্যার দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে সূর্যের প্রখর তেজে অস্বস্তি বাড়বে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। কাল দোল (Dol)। দোলের দিনেও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: দোলের ফাটাফাটি মজা ভেস্তে দেবে বৃষ্টি? দিন কয়েকেই দাবদাহের পরিস্থিতির আশঙ্কা



Jadavpur University Bengali News Today Suvendu Adhikary CM Mamata banerjee news in west bengal news of west bengal